জমিকে সরকারি বিভিন্ন এককে প্রকাশ
জমিকে সরকারি বিভিন্ন এককে প্রকাশ করার বিভিন্ন নিয়ম এই পোস্ট দেওয়া হয়েছে । সারা
দেশের জমির বিভিন্ন এককগুলো আসুন জেনে নেই।
জমিকে বিভিন্ন এককে প্রকাশ
বাংলাদেশে জমি-জমাকে সরকারি এবং আঞ্চলিক বিভিন্ন নামে ডাকা হয়। সারা দেশের জমির
বিভিন্ন এককগুলো আসুন জেনে নেই।
বাংলাদশের জমি পরিমাপের সরকারি এককসমূহ
বাংলাদেশের জমি সংক্রান্ত যাবতীয় দলিল, খতিয়ান, সরকারি গেজেট, ভূমি অফিস,
রেজিস্ট্রেশন অফিস ও জমির বেচা-কেনায় জমির পরিমাপক ছয়টি-
- অযুতাংশ
- শতাংশ
- কাঠা
- বিঘা
- একর
- হেক্টর।
এই সকল জমি পরিমাপের একক সরকারিভাবে প্রচলিত এবং অনুমোদনপ্রাপ্ত। তবে বর্তমানে
দলিল এবং খতিয়ানে একরে জমির হিসাব ‘লিখা হচ্ছে বেশি।
জমির একক অযুতাংশ
জমির সবচেয়ে ছোট একক এই অযুতাংশ। পুরাতন দলিল খতিয়ানে এই এককের তেমন ব্যবহার
দেখা না গেলেও আধুনিক দলিল ও খতিয়ানে এই এককের ব্যবহার বেশি দেখা যায়।
অযুতাংশ কি
- এক অযুতাংশ জমি অনেক ছোট ফিট স্কেলে নিলে ৪.৫৩৬ স্কয়ার ফিট হয়।
- এক অযুতাংশ মানে এক শতকের একশ ভাগের একভাগ।
- এক শতকে ১০০ অযুতাংশ।
- ১০, ০০০ অযুতাংশে এক একর।
- দলিলে ছোট পরিমাণ জমির জন্য ব্যবহার হয়।
- খতিয়ানে শতাংশের ঘরে ব্যবহার হয়।
- পুরাতন দলিল ও খতিয়ানে এর ব্যবহার নেই।
জমির একক শতাংশ
জমির পুরাতন ও আধুনিক সকল প্রকারের দলিল ও খতিয়ানে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ
শতাংশ। এটির আবার অনেক প্রকারের নাম আছে উপমহাদেশে, যেমন—
- শতাংশ
- শতক
- ডেসিমাল
- ডিসিম
- ডিং,
- সেন্ট ইত্যাদি
তবে শতাংশ, শতক, ডেসিমাল বেশি দেখা যায় দলিল এবং খতিয়ানে।
জমির অযুতাংশ হিসাব
- ফিট স্কেলে নিলে ৪৩৫.৬ স্কয়ার ফিট হয়।
- মিটারে ৪০.৪৭ স্কয়ার মিটার
- গজে নিলে ৪৮.৪০ স্কয়ার গজ
- আর চেইনে নিলে ১০০০ স্কয়ার লিংক
- জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা এই শতক হিসাবে ধরা হয়
- ভূমি রেজিস্ট্রেশনে মৌজা রেট শতাংশের হিসাবে ধরা হয়
- পুরাতন দলিলে জমির ছোট একক হিসাবে বেশি দেখা যায়
- এক শতক জমি সমান ১০০ অযুতাংশ এবং ১০০ শতকে এক একর জমি
-
কোন জমির লম্বা ৬৬ ফিট আর খাটো ৬.৬ ফিট হলে এর মধ্যে ৪৩৫.৬ স্কয়ার ফুট জমি
থাকে যা এক শতক। - এখানে ফিট বহুবচন আর ফুট একবচন হিসাব বোঝায়।
জমির একক কাঠা
কেনাবেচার কাজে এটি বেশি ব্যবহৃত হয়।
জমির একক কাঠা পরিমাপ করার নিয়ম
- ফিট স্কেলে এটি ৭২০ স্কয়ার ফিট
- এক কাঠা সমান ১.৬৫ শতক
- ২০ কাঠা সমান এক বিঘা
- ৬০.৫ কাঠা সমান এক একর
- পৌরসভার জমি কাঠা হিসাবে প্লট করে বেশি বিক্রি হয়
- শতকের চাইতে জমির বড় একক
- ১৬ ছটাকে এক কাঠা
- এক ছটাকে ৪৫ স্কয়ার ফুট
জমির একক বিঘা
সরকারি বিঘা ও আঞ্চলিক বিঘা জমি কম-বেশি হয়ে থাকে। তাই শুধু বিঘা শুনলেই বলা
যাবে না কতটুকু জমি আছে।
- সরকারি বিঘা ৩৩ শতকে হিসাব করা হয়।
- কৃষিজমির খাজনা বিঘা হিসাবে হিসাব করা হয়।
- ২৫ বিঘার বেশি না হলে কৃষি জমির খাজনা দিতে হয় না।
- এক বিঘা সমান ২০ কাঠা জমি।
- এক বিঘা সমান ৩২0 ছটাক।
- দলিলে ও খতিয়ানে এর বাস্তব ব্যবহার খুবই কম।
জমির পরিমাপের বিভিন্ন একক
বলতে গেলে জমির বড় একক এটি।
একরের পরিমাণ
- এই একরের মাপ সারা বিশ্বে সমান।
-
ফিট স্কেল নিলে ৪৩৫৬০ স্কয়ার ফিট, মিটারে নিলে ৪০৪৭ স্কয়ার মিটার। গজে
নিলে ৪৮৪০ স্কয়ার গজ সমান এক একর। - ১ একর সমান ১০০ শতক।
- ১ একর সমান ১০, ০০০ অযুতাংশ।
- দলিল ও খতিয়ানে এর ব্যবহার ব্যাপক।
- ২.৪৭ একর সমান এক হেক্টর।
- কৃষি জমি ৮.২৫ এর বেশি না হলে জমির খাজনা দিতে হয় না।
জমির একক হেক্টর
ব্যবহার করা হয়।
হেক্টর পরিমাপ করার নিয়ম
- জমির আন্তর্জাতিক একক হিসেবে
- দেশের মোট কৃষিজমি ইত্যাদি
- ১০,০০০ স্কয়ার মিটারে এক হেক্টর জমি
- এক হেক্টর সমান ২৪৭ শতক
- এক হেক্টর সমান ২.৪৭ একর
লেখাগুলো বিভিন্ন আইনের বই থেকে সংগ্রহ করে লেখা হয়েছে । যদি কোন ভুল থাকে
তাহলে অব্যশই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ।