আজকে সোনার দাম ২০২৩

আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023 – Today gold price Bangladesh 2023

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৩ মার্চ, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে, 1 ভরি সোনার দাম কত, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২২, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023, স্বর্ণের বর্তমান দাম ২০২৩ বাংলাদেশ মার্চ, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩, আজকের স্বর্ণের দাম বাংলাদেশ, ২৪ ক্যারেট সোনার দাম বাংলাদেশ ২০২৩, 21 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে, ১ গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৩, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত, বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৩, আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে, 1 ভরি সোনার দাম কত, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২২, স্বর্ণের বর্তমান দাম, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩, আজকের স্বর্ণের দাম বাংলাদেশ, ২৪ ক্যারেট সোনার দাম বাংলাদেশ ২০২৩, 21 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে, ১ গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশ্‌ বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৩,

Table of Contents

২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেটের স্ব‌র্ণ সাধারণত ৯১.৬৭% বিশুদ্ধ স্ব‌র্ণ থাকে, বর্তমান বাংলাদেশের
২০২৩ সালের ২২ ক্যারেট স্ব‌র্ণের দামের লিস্ট দেওয়া হলোঃ

আজকে ২২ ক্যারেট সোনার দাম কত ২০২৩

  • ২২ ক্যারেট ১ ভরি সোনার দামঃ ৯৯১১১০ টাকা
  • ২২ ক্যারেট ১ আনা সোনার দামঃ ৬১৯৫ টাকা
  • ২২ ক্যারেট ৪আনা সোনার দামঃ ২৪৭৭৫ টাকা
  • ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দামঃ ৮৫০০ টাকা
সর্বশেষ আপডেটঃ 24/06/2023

২১ ক্যারেট সোনার দাম

২১ ক্যারেটের স্ব‌র্ণ সাধারণত ৮৭.৫% বিশুদ্ধ স্ব‌র্ণ থাকে, বর্তমান বাংলাদেশের
২০২৩ সালের ২১ ক্যারেট স্ব‌র্ণের দামের লিস্ট দেওয়া হলোঃ

আজকে ২১ ক্যারেট সোনার দাম কত ২০২৩

  • ২১ ক্যারেট ১ ভরি সোনার দামঃ ৯৪৬২০ টাকা
  • ২১ ক্যারেট ১ আনা সোনার দামঃ ৫৯১৪ টাকা
  • ২১ ক্যারেট ৪আনা সোনার দামঃ ২৩৬৫৫ টাকা
  • ২১ ক্যারেট ১ গ্রাম সোনার দামঃ ৮১১৫ টাকা
সর্বশেষ আপডেটঃ 24/06/2023

১৮ ক্যারেট সোনার দাম ২০২৩

১৮ ক্যারেটের স্ব‌র্ণ সাধারণত ৭৫% বিশুদ্ধ স্ব‌র্ণ থাকে, বর্তমান বাংলাদেশের ২০২৩
সালের ১৮ ক্যারেট স্ব‌র্ণের দামের লিস্ট দেওয়া হলোঃ

আজকে ১৮ ক্যারেট সোনার দাম কত ২০২৩

  • ১৮ ক্যারেট ১ ভরি সোনার দামঃ ৮১০৯৫ টাকা
  • ১৮ ক্যারেট ১ আনা সোনার দামঃ ৫৬৯ টাকা
  • ১৮ ক্যারেট ৪আনা সোনার দামঃ ২০২৭৫ টাকা
  • ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দামঃ ৬৯৫৫ টাকা
সর্বশেষ আপডেটঃ 24/06/2023

স্বর্ণের হিসাব বা সোনার হিসাব

স্বর্ণ আন্তজাতিক বাজারে ট্রয় আউন্স এবং কেজি ও গ্রাম হিসাবে ক্রয়-বিক্রয় হলেও
আমাদের দেশে পুরাতন তোলা, ভরি, আনা, রতিএবং পয়েন্টের হিসাবে চলে। এক ট্রয় আউন্স
সমান ৩১.১০৩ গ্রাম আর এক কেজিতে ১০০০ গ্রাম। স্বর্ণ অনেক মূল্যবাদ ধাতু তাই এর
ক্ষুদ্র একক গ্রামেই বেশি বিক্রি হয় খুচরা বাজারে। বিশ্ব বাজারে স্বর্ণের দাম
দিনে দুইবার উঠানামা করলেও বাংলাদেশে স্বর্ণের দাম ঠিক করে দেয় বাংলাদেশে
জুয়েলাস সমিতি। আর্ন্তজাতিক বাজারের সাথে কিছুটা মিল রেখে এই দাম নির্ধারন করা
হয়। বিশ্ববাজারে স্বর্ণের ওজন পরিমাপে গ্রাম বা আউন্স-ই বেশি ব্যবহার হয় অবশ্য
অনেকেই জানেন না, যে কত গ্রাম বা আউন্স -এ কত ভরি হয়। এটা জানা থাকলে দেশ-বিদেশে
স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করা যায় একই সঙ্গে দামের পার্থক্যটাও ধরা পড়ে।
সোনা ক্রয়ে সোনার দাম, মেকিং চার্জ এবং ভ্যাট পৃথক ভাবে দেখে নেয়া উচিত। সাথে
সোনার ক্যারেত, ও ওজন ঠিক আছে কিনা তাও দেখা উচিত।

দেশীয় হিসাব স্বর্ণ পরিমাপের একক

আমাদের দেশে তোলা এবং ভরি বহুল প্রচলিত শব্দ স্বর্ণের হিসাবে। এই তোলা বা ভরির
আরো ছোট এককগুলো হলো আনা, রতি এবং পয়েন্ট। এদের মাঝে হিসাবটা হলো
  • ১ ভরি = ১৬ আনা (১ ভরির ১৬ ভাগের এক ভাগকে এক আনা বলে)
  • ১ আনা = ৬ রতি ( এক আনার ছয় ভাগের এক ভাগকে রতি বলে)
  • ১ রতি= ১০পয়েন্ট (১ রতির দশ ভাগের এক ভাগকে ১পয়েন্ট বলে)
তাহলে, এক ভরি = এক তোলা = ১৬ আনা = ৯৬ রতি = ৯৬০ পয়েন্ট = ১১.৬৬৪ গ্রাম ।

পুরাতন হিসাবকে গ্রামে বুঝতে হলে উদাহরটি দেখুন

বিক্রেতা যদি বলে এই গহনায় ১ ভরি ৮ আনা ৫ রতি ৬ পয়েন্ট স্বর্ণ আছে তাহলে আপনি
যে ভাবে বুজবেন কত গ্রাম আছে প্রথমে জেনে নিন ১ভরি = ১১.৬৬৪ গ্রাম এখন বাকিটাকে
গ্রামে নিয়ে আসবো।
সূত্রঃ [আনা/১৬+রতি /৯৬+পয়েন্ট/৯৬০] তাহলে হিসাবটি হবে ।
(৮ আনা/১৬+৫রতি/৯৬+৬ পয়েন্ট/৯৬০) = .৫+.০৫২+.০০৬২৫)=.৫৫৮২৫ গ্রাম ।
মোট ১১.৬৬৪+ .৫৫৮২৫ গ্রাম= ১২.২৩ গ্ৰাম

সোনার বিশুদ্ধতাঃ

সোনার বিশুদ্ধতার একক ক্যারেট। ২৪ ক্যারেট সোনাকে ৯৯.৯৯% বিশুদ্ধ সোনা বলা হয়।
বাজারে এই মানের সোনার গহনা হয়না। এটা সোনার বিস্কুট এবং বার হিসাবে বিক্রি হয়।
এর সাথে অন্য ধাতু যেমন সিলভার, কপার এগুলো যুক্ত করে ডিজাইন তৈরি করা হয়। এই
গুলোর মিশ্রণকে আমরা বলি খাদ। বাজারে ২২ক্যারেট, ২১ ক্যারেট, ২০ ক্যারেট, ১৮
ক্যারেট, ১৪ ক্যারেট, ১৯ ক্যারেটেরও সোনাও পাওয়া যায়। এখানে ২৪ হলো আমাদের
বিশুদ্ধতার মানদণ্ড তাই এর থেকে যত কম হবে সেই সোনায় তত খাত বেশি। ২২ ক্যারেট
সোনা হলে এখানে ২ ক্যারেট খাত আছে আর ২০ ক্যারেট হলে এখানে ৪ ক্যারেট খাত বা অন্য
ধাতু আছে। এই ভাবে আমরা বুঝবো সোনাটায় কতটা খাদযুক্ত আছে বা সোনাটা কতটুকু
খাঁটি। ভরি, গ্রাম, কেজি এ সমস্ত যেমন মাপের একক-ঠিক তেমনি সোনা ২৪ ক্যারেট ধরে
হিসাব করা হয়। ৯৬ রতিতে হয় ১ ভরি। সে হিসাবে ৯৬ কে ২৪ দিয়ে ভাগ করলে হয় ৪
রতি, আর এই ৪রতি সমান ১ ক্যারেট। তাই আমরা বলতে পারি একভরি সোনায় ২২ ক্যারটের
সোনায় ৮ রতি খাদ বা অন্য ধাতু মিশ্রিত থাকে।

ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতার আন্তর্জাতিক তালিকা

সোনার ক্যারেট বিশুদ্ধতার পরিমাণ দেখুনঃ-
  • ২৪ ক্যারেট ৯৯.৯৯ % পিউর;
  • ২২ ক্যারেট ৯১.৬০ % পিউর অলংকারে খোদাই কৃত ৯১৬;
  • ২১ ক্যারেট ৮৭.৫০% পিউর অলংকারে খোদাই কৃত ৮৭৫;
  • ১৮ ক্যারেট ৭৫.০০ % পিউর অলংকারে খোদাই কৃত ৭৫০;
  • ১৪ ক্যারেট ৫৮.৫ % পিউর;
  • ১০ ক্যারেট ৪১.৭ % পিউর।
যখনই স্বর্ণালংকার ক্রয় করা হবে অবশ্যই অর্ণামেন্টেস-এর গায়ে খোদাই করা
ক্যারেট লেখা দেখে নেয়া উচিত। অর্ণামেন্টেস-এর গায়ে অথবা চেনের হুকে খোদাই
করা লেখা থাকবে ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮
ক্যারেট।

বিভিন্ন মেশিনে সোনা পরীক্ষা

আমাদের দেশের নানা দেশের সোনা বিক্রি হয়। ভারতের বি আই এস[BIS] হল মার্ক যুক্ত
সোনাতে ‘লিখা থাকে এটা কতটা বিশুদ্ধ। এছাড়া বাংলাদেশে সোনা গুলো বাংলা গোল্ড
পাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি হল মার্ক করে দেয়। যদি এই সব হল মার্ক করা
না থাকে তবে আপনি বিভিন্ন সোনার দোকানে বিশুদ্ধতা যাচাইয়ের এক্সরে মেশিন থবা
স্পেকট্রোমিটার পাবেন সেখানে যাচাই করে নেয়া ভালো।

বাংলাদেশে সোনার দাম

বাজার থেকে সোনা ক্রয়ে তিন প্রকারের খরচ যুক্ত হয়। প্রথমে ক্যারেট হিসাবে
প্রতি গ্রামের দাম হিসাব করা হয়৷ পরে মোট কতটুকু সোনার অলংকার ক্রয় করলেন তার
উপর মেকিং চার্জ ধরা হয়. সোনার দামের ৩%-৪% অথবা প্ৰতি গ্রামে সমিতি কতৃক
নির্ধারিত ৩০০ টাকা। এখন এই মোট দামের উপর ৫% সরকারি ভ্যাট যুক্ত হয়। তবে তারা
সোনার দাম, মেকিং চার্জ এবং ভ্যাট এ তিনটি একসাথে করে প্রতি গ্রাম সোনার দাম
ঠিক করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যা কার্যকর হবার সম্ভাবনা আছে।

অলংকার বিক্রি করলে টাকার অংকে ক্ষতি হয় কেন?

বিক্রির সময় দেখা যায়
  • প্রথমে সোনার ক্যারেট নিয়ে সন্দেহ করে;
  • সোনা থেকে খাদ বাদ দেয়ার নাম করে ওজনে কমিয়ে পেলে;
  • নীতিমালা অনুযায়ী বাজার মূল্য থেকে ১৫% সোনার দাম কম ধরা হয়
  • বিনিময়ের ক্ষেত্রে ৮% বাদ দেয়া হয়;
  • আপনার আগের মেকিং চার্জ বাদ যায়;
  • আর ভ্যাট তো স্বাভাবিক ভাবেই বাদ।

বিক্রির ক্ষেত্রে-সংশোধিত নিয়ম মোতাবেক-

সোনার বাজার মুল্য থেকে ২০% বাদ দেয়ার নিয়ম ছিল পূর্বে এখন তা কমিয়ে ১৫
শতাংশ করা হয়েছে। যদি বাজার মূল্য ১০০ টাকায় হয় তাহলে পূর্বে ২০ টাকা বাদ
দেয়া হতো এখন ১৫ টাকা বাদ দিয়ে ৮৫ টাকা দেয়া হবে।

বিনিময়ের ক্ষেত্রে-

অনেক ক্ষেত্রে সোনা বিক্রি না করে এক অলংকার দিয়ে ভিন্ন অলংকার বিনিময় করা
হয়। পূর্বে ১০ % বাদ দেয়া হতো এখন ৮% বাদ দেয়া হবে। ১০০ টাকার সোনা হলে যদি
বিনিময় করা হয় তাহলে ৮ টাকা বাদ দিয়ে ৯২ টাকা হিসাব করা হবে।

বাস্তব উদাহারণ

যদি আপনি ২২ ক্যারেট এর ১ ভরি সোনা কিনেন এবং বিক্রি করতে চান কত টাকা ক্ষতি
হবে দেখে নিন
১ ভরি সোনার দাম= ৮৪৩৩১ টাকা
মেকিং চার্জ = ৩৪৯৯ টাকা
ভ্যাট = ৪৩৯১ টাকা
= ৯২২২০ টাকা মাত্র
বিক্রির সময় সোনার দামের ১৫% বাদ দেয়া হবে
৮৪৩৩১ টাকার ১৫%= ১২৬৫০ টাকা
আপনি পাবেন তাহলে ৮৪৩৩১-১২৬৫০= ৭১৬৮১ টাকা মাত্ৰ
একভরি সোনা বিক্রিতে আপনার ক্ষতি তাহলে (৯২২২০-৭১৬৮১) = ২০৫৩৮ টাকা মাত্ৰ ।
পুরোনো অলংকার বিক্রিতে মুনাফা বেশি করতে চাইলে এবং যদি বিশ্বস্ত জুয়েলারি
ব্যবসায়ী থাকলে অলংকার গলিয়ে পাকা/তেজাবি সোনায় রূপান্তর করে বিক্রি করতে
পারেন তাতে দাম পাবেন ভালো।

স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত 2021 পর্যন্ত)

বিদেশ থেকে বৈধ ভাবে স্বর্ণ আমদানির জন্য ১৮টি প্রতিষ্ঠান এবং একটি ব্যাংককে
অনুমোদন দেয়া আছে যারা স্বর্ণ আমদানি করতে পারে। তবে প্রবাসীরা দেশের আসার
সময় ১০০গ্রাম পর্যন্ত অলংকার কোন ভ্যাট দেয়া ছাড়াই আনতে পারেন; এমনকি সাথে
২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার প্রতি ভরি দুই হাজার টাকা ভ্যাট দিয়ে বৈধ
ভাবে আনতে পারেন। পাশাপাশি বসুন্ধরা গ্রুপ থেকে আকরিক সোনা আমদানি করে পরে
পরিশোধন করে বিস্কিট আকারে রপ্তানির লাইসেন্স দেয়া হয়েছে।

বিশ্ব বাজারের সাথে দেশের সোনার দাম ১৫-২০ হাজার টাকা পার্থক্য থাকে কেন?

বিশ্বে প্রতিদিন সোনার দাম দুই বার উঠানামা করে, বাংলাদেশে বাংলাদেশ
জুয়েলার্স সমিতি বিশ্ব বাজারের সাথে মিল রেখে নিজেরা ঠিক করে। প্রতি ২২
ক্যারেটের রক ভরি ব তোলার সোনার দামে প্রায় ১৫-২০ হাজার টাকার বিশাল ব্যবধান
থাকে এই দামের মধ্যে। প্রবাসীরা বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীর খপ্পরে পড়ে অবৈধ
সোনা চোরা কারবারিদের সাথে যুক্ত হচ্ছেন। প্রায় ১০০ গ্রাম সোনা এবং ২৩৪
গ্রাম বার আনায়ন করলে বিমানের ঠিকিট ফ্রি এবং সাথে ভালো অংকের নগদ টাকা তারা
পাচ্ছেন। আশা করা যায় সোনার দাম নির্ধারনে সরকার আরো সর্তক হবে। বিশস্ত কেউ
থাকলে মধ্যপ্রাচ থেকে সোনা ক্রয় করা ভালো। সোনার দাম কম এবং ক্যারেট সঠিক
থাকে।

পুরাতন সোনা বিক্রির নতুন কোন নীতিমালা নেই?

সাধারণ ক্রেতা-বিক্রেতা স্বর্ণ ব্যবসায়িদের সিন্ডিকেটের খপ্পরে পড়েছে,
বিক্রির সময় প্রতি গ্রাম সোনার বাজার মূল্য হিসাবে বিক্রি করে সাথে মেকিং
চার্জ এবং ভ্যাট যুক্ত হয় কিন্তু ক্রেতা বিক্রি করতে আসলে প্রথমে তারা
ক্যারেট নিয়ে তালবাহানা করে, বলে ব্যবহারের ফলে ক্যারেট কমে গেছে, ২২
ক্যারেট ২১ ক্যারেট হয়ে গেছে। পরে সেই ক্যারেটের বর্তমান বাজার মূল্য না ধরে
সেখান হেকে ১৫% কম মূল্য ধরা হয়। আবার কোথাও দেখা যায় স্বর্ণ থেকে তারা খাদ
হিসাব করে বাদ দেয়। এই ভাবে প্রতিটি ব্যবসায়ী মানুষকে শোষন করছে। আশা করা
যায় সরকার এই নিয়ে কোন নীতিমালা নিয়ে আসবে। ২০২২ সালের দিকে জুয়েলাস
সমিতির নির্দেশনা থেকে দেখা যায় তারা সোনা বিক্রিতে বাজার দরের থেকে ১৫% এবং
বিনিময়ের ক্ষেত্রে ৮% বাদ দেয়ার কথা বলা হয়েছে।
tag…
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৩ মার্চ, আজকের স্বর্ণের
দাম কত বাংলাদেশে, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের পুরাতন স্বর্ণের
দাম কত বাংলাদেশে, 1 ভরি সোনার দাম কত, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে
২০২২, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023, স্বর্ণের বর্তমান দাম ২০২৩
বাংলাদেশ মার্চ, 22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত
বাংলাদেশে ২০২৩, আজকের স্বর্ণের দাম বাংলাদেশ, ২৪ ক্যারেট সোনার দাম বাংলাদেশ
২০২৩, 21 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের পুরাতন স্বর্ণের দাম কত
বাংলাদেশে, ১ গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি
আজকের স্বর্ণের দাম ২০২৩, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে 2023, 22 ক্যারেট
স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত, বাংলাদেশ জুয়েলার্স সমিতি
আজকের স্বর্ণের দাম ২০২৩, আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে, 1 ভরি
সোনার দাম কত, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২২, স্বর্ণের বর্তমান দাম,
22 ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৩,
আজকের স্বর্ণের দাম বাংলাদেশ, ২৪ ক্যারেট সোনার দাম বাংলাদেশ ২০২৩, 21
ক্যারেট স্বর্ণের দাম কত today, আজকের পুরাতন স্বর্ণের দাম কত বাংলাদেশে, ১
গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশ্‌ বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের
দাম ২০২৩,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *