Info

উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম ২০২৪ – Upay Account Open

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর যে উপায় একাউন্ট আছে সেটা কিভাবে ওপেন করবেন
এবং কিভাবে ব্যাবহার করবেন সেটাই আজকে আপনাদের জানাবো । উপায় একাউন্ট খোলার
জন্য প্লেস্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । app টি ইন্সটল করার পর ওপেন
করবেন । তার পর নিচে দেওয়া তথ্য গুলো দেখুনঃ-

উপায় একাউন্ট খোলার নিয়ম

১। নতুন একাউন্ট ওপেন করার জন্য রেজিষ্টেশন অপশনে ক্লিক করবেন ।
২। আপনার মোবাইল নাম্বার বসাবেন । তারপর অপারেটর সিলেক্ট করবেন । এর পর ভেরিফাই
মোবাইল নাম্বারে ক্লিক করে দিবেন ।
৩। আপনার মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে । কোড আসতে একটু দেরি হতে পারে ।
কোডটি অটোম্যাটিক সাবমিট হয়ে যাবে ।
৪। যার নামে একাউন্ট খুলবেন তার NID সামনের এবং পিছনের ছবি তুলে দিতে হবে ।
৫। তার পর যার নামে একাউন্ট খুলবেন তার একটি ছবি তুলতে হবে । ছবি তোলার সময় চোখের
পাতা নড়াচড়া করতে হবে ।
৬। আপনার পেশা সিলেক্ট করবেন । আপনি যে কাজ করেন সেটা দিবেন ।
৭। Gender আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন ।
৮। এখানে ইমেইল দিতে হবে এটা না দিলেও কোন সম্যসা নাই (Optional)
এর পর Confirm অপশনে ক্লিক করে দিবেন
৯। তার পর আপনার NId তথ্য শো করবে । কোথাও কোন ভুল থাকলে ঠিক করে দিতে পারবেন ।
See also  চার দিকের নাম - বাংলা ইংরেজি আরবি বাংলায়
১০। আপনাকে চার সংখ্যার PIN নাম্বার বসাতে হবে । PIN দেওয়ার সময় খেয়াল রাখবেন
এলোমেলো সংখ্যার PIN দেওয়ার চেষ্টা করবেন । যেমনঃ 4321 , 7654, 1234, 0987, এই
ধরনের PIN দিবেন । তারপর Confirm অপশনে ক্লিক করে দিবেন ।
১০
১১। আপনাকে উপায় থেকে ওয়েলকাম জানানো হবে এবং একটি মেসেজ পাবেন । এবং একটি
একাউন্ট নাম্বার পাবেন । এর পর Get stard এ ক্লিক করবেন ।
১১
১২। আপনার মোবাইল নাম্বার এবং যে PIN নাম্বার সেট করেছিলেন সেটা দিয়ে লগইন করবেন
১২

উপায় একাউন্ট দিয়ে যে কাজ গুলো করতে পারবেন সেগুলো দেওয়া হলঃ-

১। সেন্ট মানি করতে পারবেন ।
২। মোবাইল টপআপ করতে পারবেন ।
৩। ক্যাশ আউট করতে পারবেন ।
৪। পেমেন্ট করতে পারবেন ।
৫। বিল পে করতে পারবেন ।
৬। এড মানি করতে পারবেন ।
৭। রিকুয়েস্ট মানি করতে পারবেন ।
৮। ফান্ড ট্যান্সপার করতে পারবেন ।
আরও অনেক অনেক ফিউচার পাবেন নিউজ দেখতে পারবেন, গেম খেলতে পারবেন ,চাইলে কুইজ
খেলতে পারবেন ।

History অপশন থেকে যা যা পাবেনঃ

১। লেনদেন তথ্য দেখতে পারবেন ।
২। লেনদেন বিবরন দেখতে পাবেন ।
৩। সেন্ট মানি তথ্য দেখতে পারবেন ।
৪। রিসিভ মানি তথ্য দেখতে পারবেন ।

Account থেকে যা যা করতে পারবেনঃ

১। আপনার একাউন্টে কত টাকা আছে সেটা দেখতে পারবেন ।
২। UCB ব্যাংক কার্ড এর সাথে লিঙ্ক করতে পারবেন ।
৩। লিমিট অপশন থেকে লেনদেন লিমিট চেক করতে পারবেন ।

More অপশন থেকে কি করতে পারবেনঃ-

১। PIN পরিবর্তন করে নিতে পারবেন ।
২। ভাষা পরিবর্তন করতে পারবেন ।
৩। পারমিশন পরিবর্তন করে দিতে পারবেন ।
See also  ইউটিউব থেকে আয় করার উপায়
৪ । অপারেটর MNP পরিবর্তন করতে পারবেন ।

উপায় একাউন্ট কোড

অ্যাপ ছাড়াও একাউন্ট ব্যবহার করতে পারবেন । সেই জন্য আপনার ফোনে গিয়েঃ-
*268# ডায়াল করে উপায় একাউন্ট ব্যবহার করতে পারবেন ।
আশা করি উপায় app ব্যবহার করে আপনাদের ভালো লাগবে । সেই সাথে আমার এই পোস্ট কেমন
লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন । আর নিয়মিত ইন্টারনের তথ্য পেতে আমাদের এই সাইটি
নিয়মিত ভিজিট করতে ভুলবেন না ।
THANK YOU