15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানে
সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার নমুনা দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে ।
সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার নমুনা দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে ।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো
বঙ্গবন্ধুর মুক্তি চাই ।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান
অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও
সুধীমন্ডলি আসসালামু আলাইকুম ।
অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও
সুধীমন্ডলি আসসালামু আলাইকুম ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ
বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।
বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।
আজ শোকাবহ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস । বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর ও
বিভীষিকাময় একটি দিন ।
বিভীষিকাময় একটি দিন ।
দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলার ভাগ্যাকাশে আবারও নেমে আসলো দুর্যোগের ঘনঘট
।
।
১৫ই আগস্ট, তখনও ভোর হয়নি, আজানের ধ্বনিও উচ্চারিত হয়নি, ৩২নং সড়কের ৬৭৭নং বাড়িতে
বঙ্গবন্ধুর সপরিবারে ঘুমন্ত পরিকল্পনা মাফিক কিছু সংখ্যক দুষ্কৃতকারী সামরিক
আমলা, ক্ষমতালোভী চক্র বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ চালায় ।
বঙ্গবন্ধুর সপরিবারে ঘুমন্ত পরিকল্পনা মাফিক কিছু সংখ্যক দুষ্কৃতকারী সামরিক
আমলা, ক্ষমতালোভী চক্র বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ চালায় ।
ঘাতকের দল ট্যাংক, কামান, মেশিনগানসহ অত্যাধুনিক মারণস্ত্র নিয়ে একযোগে তাঁর
বাসভবনে লক্ষ করে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে ।
বাসভবনে লক্ষ করে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে ।
হঠাৎ বাইরে চিৎকার, হট্টগোল আর গুলির শব্দে ঘুম ভাঙে বঙ্গবন্ধুর পরিবারের । কিছু
বুঝে ওঠার আগেই ঘাতকেরা চালায় পৃথিবীর সবচেয়ে নারকীয় হত্যাকান্ড ।
বুঝে ওঠার আগেই ঘাতকেরা চালায় পৃথিবীর সবচেয়ে নারকীয় হত্যাকান্ড ।
একে একে হত্যা করে পরিবারের প্রতিটি সদস্যকে । নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি ।
একজন ঘাতক রাসেলকে ইয়পরতলা থেকে নিচে নিয়ে আসে । ভয়ে কাতর, বিহ্বল হয়ে পড়ে ৮বছরের
শিশু রাসেল ।
একজন ঘাতক রাসেলকে ইয়পরতলা থেকে নিচে নিয়ে আসে । ভয়ে কাতর, বিহ্বল হয়ে পড়ে ৮বছরের
শিশু রাসেল ।
মায়ের কাছে যাবার জন্য কাদতে শুরু করে । কিন্তু ঘাতকের কাছে এই ছোট্ট শিশুর
আকুতিতেও পাষাণ গলেনি বরং উপরে নিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে ।
আকুতিতেও পাষাণ গলেনি বরং উপরে নিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে ।
এবার স্টেনগান থেকে বঙ্গবন্ধুর বুক লক্ষ করে গুলি করে ঘাতকের দল । তাঁর বুক
বিদীর্ণ করে ১৮টি গুলি ।
বিদীর্ণ করে ১৮টি গুলি ।
হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল,
শেখ জামাল, পুত্রবধু সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের,
কৃষক নেতা আব্দুর রব, যুবনেতা শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু
মনি, সুকান্ত বাবু্, আরিফ, আব্দুল নাঈম খান, রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে
।
শেখ জামাল, পুত্রবধু সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের,
কৃষক নেতা আব্দুর রব, যুবনেতা শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু
মনি, সুকান্ত বাবু্, আরিফ, আব্দুল নাঈম খান, রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে
।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও সেই
বিভীষিকাময় রাতে নিহত হন আরও ৮জন ।
বিভীষিকাময় রাতে নিহত হন আরও ৮জন ।
৩২ নম্বর থেকে যেন সেই রক্তস্রোত বাংলার সবুজ-শ্যামলকে রাঙিয়ে গড়িয়ে পড়ে
বঙ্গোপসাগরে আবহমান বাংলার সমস্ত ঐতিহ্যকে পদদলিত করে এসব কুলাঙ্গার বাঙালির নামে
এঁকে দেয় কলঙ্ক তিলক আর এ সুযোগের সদ্ব্যবহার করে পরাজিত শক্তি, স্বাধীনতা
বিরোধীরা ।
বঙ্গোপসাগরে আবহমান বাংলার সমস্ত ঐতিহ্যকে পদদলিত করে এসব কুলাঙ্গার বাঙালির নামে
এঁকে দেয় কলঙ্ক তিলক আর এ সুযোগের সদ্ব্যবহার করে পরাজিত শক্তি, স্বাধীনতা
বিরোধীরা ।
প্রিয় সুধীবৃন্দ, ঘাতকেরা বঙ্গবন্ধুওকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলা
গড়ার স্বপ্ন-সাধকে ধূলিসাৎ করতে চেয়েছে । কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না,
তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারে না ।
গড়ার স্বপ্ন-সাধকে ধূলিসাৎ করতে চেয়েছে । কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না,
তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারে না ।
বাঙালি জাতির সমত সত্তা জুড়ে বঙ্গবন্ধুর উপস্থিতি । বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন,
বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম, তিনি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা আমাদের
ভাবনা অনুচাবনায় প্রতিনিয়ত তাঁর দীপ্ত উপস্থিতিই যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের সেই বিখ্যাত চরণটির কথা স্মরণ করে দেয়_
বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম, তিনি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা আমাদের
ভাবনা অনুচাবনায় প্রতিনিয়ত তাঁর দীপ্ত উপস্থিতিই যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের সেই বিখ্যাত চরণটির কথা স্মরণ করে দেয়_
নয়ন-সম্মুখে তুমি নাই
নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই
সম্মানিত সুধীমন্ডলী, জাতীয় শোক দিবসের আলোচনায় আমাকে কিছু বলার সুযোগদানের জন্য
উপস্থিত সকলকে এবং এরূপ মহতী আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা
জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ।
উপস্থিত সকলকে এবং এরূপ মহতী আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা
জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ।
tag…
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের নমুনা বক্তব্য,শোক দিবসের নমুনা ভাষণ,শোক দিবস
বক্তব্য,15 August Speech,১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ, শোক দিবসের
বক্তব্য, ১৫ই আগস্ট কিভাবে বক্তব্য দিব, শোক দিবস ভাষণ, ১৫ আগস্ট, ১৫ আগস্টের
বক্তব্য, শোক দিবসের ভাষণ, শেখ মুজিবুর রহমান, শোক দিবসের বক্তৃতা, শোকাবহ আগস্ট,
নমুনা ভাষণ, শোক দিবসের নমুনা ভাষণ, জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ,শোক দিবসের
বক্তব্য, জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ, শোক দিবসের ভাষণ, শোক দিবসের নমুনা ভাষণ,
শোক দিবসের বক্তৃতা, জাতীয় শোক দিবসের বক্তব্য, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের
নমুনা ভাষণ, ১৫ই আগস্ট শোক দিবসের ভাষণ, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয়
শোক দিবস, ১৫ আগস্ট শোক দিবসের বক্তব্য, ১৫ আগস্ট শোক দিবসে কিভাবে বক্তব্য
দিবেন, শোক দিবসের নমুনা বক্তৃতা, শোক দিবস ভাষণ, ১৫ই আগস্ট শোক দিবসের বক্তব্য,
জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ ২০২৩
বক্তব্য,15 August Speech,১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ, শোক দিবসের
বক্তব্য, ১৫ই আগস্ট কিভাবে বক্তব্য দিব, শোক দিবস ভাষণ, ১৫ আগস্ট, ১৫ আগস্টের
বক্তব্য, শোক দিবসের ভাষণ, শেখ মুজিবুর রহমান, শোক দিবসের বক্তৃতা, শোকাবহ আগস্ট,
নমুনা ভাষণ, শোক দিবসের নমুনা ভাষণ, জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ,শোক দিবসের
বক্তব্য, জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ, শোক দিবসের ভাষণ, শোক দিবসের নমুনা ভাষণ,
শোক দিবসের বক্তৃতা, জাতীয় শোক দিবসের বক্তব্য, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের
নমুনা ভাষণ, ১৫ই আগস্ট শোক দিবসের ভাষণ, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয়
শোক দিবস, ১৫ আগস্ট শোক দিবসের বক্তব্য, ১৫ আগস্ট শোক দিবসে কিভাবে বক্তব্য
দিবেন, শোক দিবসের নমুনা বক্তৃতা, শোক দিবস ভাষণ, ১৫ই আগস্ট শোক দিবসের বক্তব্য,
জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয় শোক দিবসের নমুনা ভাষণ ২০২৩