অনুষ্ঠানের বক্তব্যবিজয় দিবসের উপস্থাপনা

অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf নমুনা

কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়

আসসালামু আলাইকুম বন্ধুরা, যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা কিন্তু অতটা

কঠিন কোন বিষয় নয়। আপনি যদি কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনার অভিজ্ঞতা

হয়ে যায় তখন থেকে আপনি ব্যাপারটা ভালোভাবে বুঝে যাবেন। সাধারণত নাচ গান আবৃত্তি

কৌতুক জাদু-নাটিকা ইত্যাদি সমন্বয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আজকে

আমি আপনাদের সাথে আলোচনা করব একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিভাবে উপস্থাপনা করবেন

এই নিয়ে বিস্তারিত অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf

অনুষ্ঠান সূচির নমুনার উদাহরণ

কোন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করার আগে অবশ্যই অনুষ্ঠানসূচি আপনার হাতে

থাকতে হবে । যেমনঃ

১। শুরুতেই একটি দেশের গান ।

২। আবৃত্তি।

৩। গান।

৪। নৃত্য।

৫। কৌতুক।

৬। জাদু।

সবার শেষে গান দিয়ে শেষ হবে । এই ভাবে আগে থেকে সুন্দর করে একটা অনুষ্ঠানের সূচি

বানিয়ে রাখতে হবে । সাধারণত যারা অনুষ্ঠানের আয়োজন করে তারা সূচি বানিয়ে দিবে ।

আপনি সূচি দেখে অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ।

অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf নমুনা

সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্চে সবুজ সংঘ কতৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান।

গান নৃত্য আবৃত্তি কৌতুক জাদু সবকিছু মিলিয়েই আমাদের আজকের সাংস্কৃতিক পরিবেশনা,

আশা করি আপনারা সকলেই উপভোগ করবেন ।

অনুষ্ঠানে মিউজিশিয়ান যারা থাকবেন তাঁদের সাথে পরিচয় করে দিতে হবে, তাঁদের নাম

উল্লেখ করতে হবে । উপস্থাপক এইভাবে বলবেন-

পুরো অনুষ্ঠান জুড়ে যন্ত্রসংগীতে রয়েছেনঃ

কিবোর্ডেঃ

অক্টোপ্যাডঃ

তবলায়ঃ

গিটারঃ

বাঁশিঃ

এই নাম গুলো সংগ্রহ করে রাখতে হবে কারা কারা রয়েছেন মিউজিশিয়ানের দায়িত্বে ।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ

শুরুতেই ধরা যাক একটি গান উপস্থাপক বিষয়টি এভাবে বলতে পারেনঃ

চলুন শুরুতেই গানের মূল শোনায় হারিয়ে যাই,

গান পরিবেশন করতে মঞ্চে আসছেন

শিল্পী অদিতি রায় ।

এবারে ধরা যাক এবার কবিতা আবৃত্তি উপস্থাপক এই ভাবে বলতে পারেনঃ

 

কবিতা আমাদের মনের কথা বলে,

কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে,

জাগিয়ে তোলে আমাদের বোথ শক্তিকে,

এবারে কবিতা আবৃত্তি পরিবেশন করবেন

সজীব হোসেন

মঞ্চে আসছেন সজীব হোসেন কবিতা আবৃত্তি পরিবেশন করতে ।

একটি অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf কোন একটা বিশেষ আকর্ষণ যদি থাকে সেটি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উপস্থাপক বলে দিতে পারেন ।

প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জাদু পরিবেশনা,

জাদু পরিবেশন করবে জাদুকর জয় সরকার ।

যদি বাউল গান বা লোক গান অথবা কোন বিশেষ আকর্ষণ যদি থাবে বা কোন একটা বিশেষ

শিল্পী যদি আসে অনুষ্ঠানের পারফর্ম করবার জন্য। তাহলে উপস্থাপক বিষয়টি ফাঁকে

ফাঁকে বলতে পারেন দর্শকদের বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ।

ছন্দে ছন্দে উপস্থাপনা

এবার মনে করুন নৃত্য হবে উপস্থাপক বিষয়টি এই ভাবে বলতে পারেনঃ-

এবারে নৃত্যের তালে তালে আন্দোলিত হয়ে উঠবে আজকের সুন্দর সন্ধ্যা ।

চলুন কিছুক্ষণ হারিয়ে যাই নৃত্যের ঝংকারে ।

এবারে নৃত্য পরিবেশন করবেন অনামিকা তালুকদার ।

নৃত্য পরিবেশনার পর উপস্থাপক বিষয়টি এভাবে বলতে পারেনঃ

একটি চমৎকার নৃত্য উপভোগ করলাম আমরা প্রিয় দর্শক,

এবারে প্রাণ খুলে হাসার পালা,

আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতে কিন্তু হাসির কোন বিকল্প নেই।

চলুন কিছুক্ষণ হেসে নেই আরিফ চৌধুরীর কৌতুক পরিবেশনার মধ্য দিয়ে।

মঞ্চে আসছেন কৌতুক শিল্পী আরিফ চৌধুরী ও তাঁর দল ।

এবারে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ যাদু পরিবেশিত হবে। যেটির জন্য দর্শকরা উদগ্রীব

হয়ে বসে আছেন উপস্থাপক বিষয়টি এভাবে বলতে পারেনঃ

এবারে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জাদু । জাদুর মাধ্যমে চলুন মোহবিষ্ট

হয়ে থাকি কিছুক্ষন ।

দর্শকমন্ডলী মঞ্চে আসছে এই প্রজন্মের উদীয়মান জাদু শিল্পী জয় সরকার । আসুন তাঁর

জন্য করতালি হয়ে যাক প্লিজ ।

এবার অনুষ্ঠান শেষ করবার পালা অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে উপস্থাপক বিষয়টি

এভাবে বলতে পারেনঃ

 

দর্শক দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়, তেমনি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের

ইতি টানার সময় এসে গেলো। তবে যাবার আগে একটি গানের সুরে সুরে আমরা বিদায় নেবো,

এবারে গান পরিবেশন করতে মঞ্চে আসছেন শিল্পী ফারুক চৌধুরী ।

দর্শক এভাবে আপনারা যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারবেন।

অনুষ্ঠান সূচি অনুযায়ী আপনাদের যদি কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনার

অভিজ্ঞতা হয়ে যায়। তখন বিষয়টি আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে উঠবে।

তবে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করবার আগে অবশ্যই আপনার একটা স্ক্রিপ্ট তৈরি

করে নিবেন ।

গানের আগে কি বলবেন?

কৌতুকের আগে কি বলবেন?

কবিতা আবৃত্তি করবার আগে কি বলবেন?

এভাবে যদি একটি স্ক্রিপ আপনারা তৈরি করে নেন । তাহলে কিন্তু অনুষ্ঠানটি অনেক বেশি

উপভোগ্য হয়ে উঠবে সবার কাছে ।

বন্ধুরা আপনারা যারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করতে চান আশা করি

আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে । ধন্যবাদ ।

tag…

অনুষ্ঠান উপস্থাপনার নমুনা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf,

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপস্থাপনার

স্ক্রিপ্ট, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনার স্ক্রিপ্ট, অনুষ্ঠান উপস্থাপনার

স্ক্রিপ্ট বাংলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ, বিজয় দিবসের অনুষ্ঠান

উপস্থাপনা, উপস্থাপনার কিছু ছন্দ, উপস্থাপনার ডায়লগ, অনুষ্ঠান উপস্থাপনার

স্ক্রিপ্ট নমুনা, ছন্দে ছন্দে উপস্থাপনা pdf, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনার

কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা বক্তব্য, উপস্থাপনার বাক্য, সাংস্কৃতিক

অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা, সাংস্কৃতিক

অনুষ্ঠানের উপস্থাপনা স্ক্রিপ্ট, উপস্থাপনার ডায়লগ, বাংলা অনুষ্ঠান উপস্থাপনা,

উপস্থাপনার বাক্য, ছন্দে ছন্দে উপস্থাপনা, বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার

স্ক্রিপ্ট pdf,