Infoইসলাম

ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া

ঘুমানোর দোয়া বাংলা অর্থসহ, তাড়াতাড়ি ঘুমানোর দোয়া, ঘুমানোর আগে দোয়া সমূহ, শান্তিতে ঘুমানোর দোয়া, ছোট বাচ্চাদের ঘুমানোর দোয়া, ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া বাংলায়,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আজকের পোস্টে
আমরা ঘুমানোর দোয়া বাংলা উচ্চারণ এবং অর্থসহ শিখব ইনশাল্লাহ ।

ঘুমানোর দোয়া

ঘুমানোর দোয়া হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার
সময় ঘুমানোর আগে নিজ হাত গালের নিচে রাখতেন অতঃপর এই দোয়াটি পাঠ করতেন ।

ঘুমানোর দোয়া বাংলা উচ্চারণঃ

আল্লা-হুম্মা বিছমিকা আমু-তু ওয়া আহ ইয়া ।
দোয়াটির অর্থঃ হে আল্লাহ! আপনারই নামে মরে যাই(ঘুমাই) আবার আপনারই নামে
জীবন লাভ করি (জেগে উঠি) ।

ঘুম থেকে উঠার দোয়া বাংলায়

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে সজাগ হতেন তখন এই
দোয়াটি পাঠ করতেন।

বাংলা উচ্চারণঃ

আলহামদুলিল্লা হিল্লাযি আহইয়া না বা’দা-মা আমা-তানা ওয়া ইলাইহিন নুশূ-র ।
দোয়াটির অর্থঃ সব প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি মৃত্যুর (ঘুমানোর) পর
আমাদের জীবন দান করেছেন এবং তাঁর দিকেই আমাদের পুনরুস্থান ।
আল্লাহ সুবহানাতাআলা আমাদের সবাইকে বিশ্ব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের ঘুমানোর এই ছোট্ট আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান
করুন । আমীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *