জমি কেনার পর করণীয়
জমি কেনার পরে গুরুত্বপূর্ণ কাজ
জমিটি আপনার তাই আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন । আপনি জমিতে ঘর-বাড়ী
নির্মাণ করতে পারেন । জমিটিতে যে কোন ধরনের ফসল ফলাতে পারেন । আপনি জমিটি অন্য
মানুষের কাছে ভাড়াও দিতে পারেন । জমি কেনার পরে নিচের কাজ গুলো অব্যশই করবেন ।
নির্মাণ করতে পারেন । জমিটিতে যে কোন ধরনের ফসল ফলাতে পারেন । আপনি জমিটি অন্য
মানুষের কাছে ভাড়াও দিতে পারেন । জমি কেনার পরে নিচের কাজ গুলো অব্যশই করবেন ।
- জমিতে সাথে সাথে দখল বুঝে নেয়া ৷
- কৃষিজমি হলে নিজে আবাদ করা বা নিজের লোক দিয়ে আবাদ করানো।
-
অন্য জমি হলে জমির সীমানা ঠিক করে নেয়া, পারলে চারদিকে ওয়াল দেয়া বা গাছ
লাগানো। - জমির নামজারির আবেদন করা।
- নামজারি হয়ে গেলে নিজ নামে খাজনা দেয়া।
- যাবতীয় কাগজ, দলিল, খতিয়ান, ম্যাপ, দাখিলা, ডিসিয়ার ভাল করে সংরক্ষণ করা।
জমি কেনার আগে অব্যশই এগুলো জেনে নিবেন
সাধারণ ব্যক্তি হিসাবে জমি কেনার আগে একদম কিছু না বুঝলে কাউকে দিয়ে কাজগুলো করে
নিন, তবে এই প্রশ্নের উত্তর জেনে নেবেন।
নিন, তবে এই প্রশ্নের উত্তর জেনে নেবেন।
- জমিটি তার দখলে আছে কিনা?
- দখলকৃত জমি ম্যাপ মোতাবেক কিনা?
- ম্যাপ মোতাবেক জমি দলিলে মালিকানা আছে কিনা?
- মালিকনার দলিল মোতাবেক খতিয়ান আছে কিনা?
- খতিয়ান মোতাবেক খাজনা দেয়া হচ্ছে কিনা?
- হালসন পর্যন্ত খাজনা দেয়া আছে কিনা?
- সাবরেজিস্ট্রেশন অফিসে ২৫ বছরের তল্লাশি দেয়া হয়েছে কিনা?
- দলিল এবং খতিয়ানের ধারাবাহিকতা আছে কিনা?
জমি কেনা একটি বড় সিদ্ধান্ত, তাই আপনি জমি সম্পর্কে সব কিছু তথ্য জানার পরে
জমিটি ক্রয় করুন ।
জমিটি ক্রয় করুন ।