জমির নকল তুলতে কত টাকা লাগে
জমির নকল তুলতে কত টাকা লাগে |
দলিলের নকল তোলার খরচ
দলিলের নকল তোলার ফি-এর হিসাব একটু প্যাচানো । প্রথমে সূচি বই তল্লাশি দিয়ে দেখতে হয় দলিল সূচিতে আছে কিনা? সূচিতে থাইলেই পরের বাকি হিসাব । বিস্তারিত নিচে দেখুনঃ
ক্রমিক | দলিলের নকল উত্তোলনের খরচ | |
---|---|---|
১ | আবেদনে কোর্ট ফি | ২০ টাকা |
২ | স্ট্যাম্প শুল্ক (যে স্ট্যাম্পে দলিল লেখা হবে) | ১০০ টাকা |
৩ | সূচি তল্লাশি ফি এফ(১) [এক বছর হলে, আর একাধিক বছর হলে প্রথমে বছর বাদে বাকি বছর ১৫ টাকা তবে এক আবেদনপত্রে ১২ বছরের বেশি আবেদন করা যাবে না] | ২০ টাকা |
৪ | বালাম বই পরিদর্শন ফি এফ(২) | ১০ টাকা |
৫ | জি (বি) ফি [প্রতি ৩০০ শব্দে এক পাতা] | ১৬ টাকা করে বাংলা পাতায় এবং ২৪ টাকা করে ইংরেজি পাতায় । |
৬ | জি (বি) ফি [জরুরি আবেদনে দলিল চাইলে] | ৫০ টাকা এবং ৪ পাতার বেশি হলে পাতা ১৫ টাকা করে । |
৭ | জি (বি) ফি [নকল নবিসদের ফি] | ২৪ টাকা পাতা বাংলায় আর ৩৬ টাকা ইংরেজিতে । |
৮ | সাধারনত ১০ পাতায় দলিল হয় তাহলে নকলে খরচ | সাধারণ- ৫০০ টাকা , জরুরি- ৬৫০ |
নকল তল্লাশের আরো কিছু শর্ত এবং নিয়মঃ
-
সূচি তল্লাশি ফি যাকে এফ (১) বলা হয় ২০ টাকা একবছর। তবে একাধিক বছর হলে
প্রথম বছর ২০ পরের বছর ১৫ টাকা। এক আবেদন পত্রে ১২ বছরের বেশি তল্লাশির আবেদন
করা যাবে না । - বালাম পরিদর্শন ফি যাকে এফ (২) বলা হয় যা মাত্র ১০ টাকা
-
দলিল বালাম থেকে নকল করার খরচ যাকে জি (এ) ফি বলা হয় যা পাতা ১৬ টাকা বাংলায়
এবং ২৪ টাকা ইংরেজিতে। -
জরুরি ভিত্তিতে নকল চাইলে জি (বি) ফি দিতে হয় যা ৫০ টাকা মাত্র তবে যদি দলিল ৪
পাতার বেশি হয় তখন প্রতি পাতা ১৫ টাকা করে হিসাব করা হবে আগের ৫০ টাকা আর
হিসাব হবে না। -
নকল নবিস যারা দলিল গুলো বালামে লিখে বা বালাম থেকে নকল করে তাদের ফি জি (জি)
যা বাংলায় পাতা ২৪ টাকা এবং ইংরেজিতে ৩৬ টাকা । -
দলিলের নকলের আবেদনপত্রে কোর্ট ফি আইন, ১৮৭০ অনুসারে, ২০ টাকার কোর্টফি লাগাতে
হবে। -
স্ট্যাম্প আইন অনুযায়ী নকল দলিলটি ৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখতে
হবে। -
যদি অবিকল নকলের আবেদন করা হয় তাহলে অবিকল নকলের খরচ যদি কোন আবেদনকারী
ইতোমধ্যে নিবন্ধিত কোন দলিলের মুদ্রিত বা টাইপকৃত নকল দাখিল করে সেটিকে ‘অবিকল
নকল” মর্মে প্রত্যয়নযুক্ত রূপে পাবার জন্য আবেদন করে, তাহলে এরকম নকলের তুলনা
করার জন্য ফিস ও পারিশ্রমিকের দফা ‘জি” ও ‘জিজি’ অনুসারে ধার্যযোগ্য ফিস ও
পারিশ্রমিকের অর্ধেক হবে। -
রেজিস্ট্রিকৃত আসল দলিল বা নকল দলিল আবেদন পত্রের সাথে যুক্ত করে দিলে তল্লাশ
ফি দেয়া লাগে না । - দলিল টাইপ করে নকলের আবেদন করলে জি (এ) এবং জি (জি) ফি অর্ধেক দিতে হয়
-
এক সাথে ১২ বছরে বেশি তল্লাসির আবেদন করা যাবে না, প্রয়োজনে একাধিক আবেদন করতে
হবে। -
জেলা রেজিস্টারের কার্যালয়ের বালামের দলিলের নকলের আবেদন সাব রেজিস্টারের
মাধ্যমেই করতে হবে। -
বাস্তবে জমির দলিল তল্লাশ বা নকল তোলার কাজ দলিল লেখকরাই করে থাকেন। দলিলের নকল
উত্তোলনের খরচ দলিল প্রতি ১৫০০-৩০০০/ টাকা নিয়ে নিয়ে থাকেন তার। আর দলিল
তোলার খরচ এতো প্যাঁচানো যা সবার বুঝে আসে না তাই সরকারের উচিত এখানে একটু নজর
দেয়া। দলিল তোলার খরচ দলিল প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা নির্দিষ্ট করে দেয়া যেতে
পারে যাতে প্রতারণা কমে যাবে বলে মনে হয় ৷
ধন্যবাদ
tag…
দলিলের নকল আবেদন ফরম, জমির দলিলের নকল তোলার নিয়ম, মামলার নকল তোলার নিয়ম,
সই মুহুরী নকল কি, নকল দলিল চেনার উপায়, পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের
মোবাইল দিয়ে, অনলাইনে দলিলের নকল, দলিলের নকল তোলার খরচ ২০২৩, জমির দলিলের নকল
তোলার নিয়ম, দলিলের নকল আবেদন ফরম, পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের
মোবাইল দিয়ে, অনলাইনে দলিলের নকল, সই মুহুরী নকল কি, দলিলের নকল কি, নকল দলিল
চেনার উপায়, মামলার নকল তোলার নিয়ম, পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের
মোবাইল দিয়ে, দলিলের নকল আবেদন ফরম, অনলাইনে জমির দলিল বের করার নিয়ম, দলিলের
নকল তোলার খরচ, নকল দলিল চেনার উপায়, পুরাতন জমির দলিল ডাউনলোড বাংলাদেশ, নাম
দিয়ে জমির দলিল, অনলাইনে দলিলের নকল,
সই মুহুরী নকল কি, নকল দলিল চেনার উপায়, পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের
মোবাইল দিয়ে, অনলাইনে দলিলের নকল, দলিলের নকল তোলার খরচ ২০২৩, জমির দলিলের নকল
তোলার নিয়ম, দলিলের নকল আবেদন ফরম, পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের
মোবাইল দিয়ে, অনলাইনে দলিলের নকল, সই মুহুরী নকল কি, দলিলের নকল কি, নকল দলিল
চেনার উপায়, মামলার নকল তোলার নিয়ম, পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের
মোবাইল দিয়ে, দলিলের নকল আবেদন ফরম, অনলাইনে জমির দলিল বের করার নিয়ম, দলিলের
নকল তোলার খরচ, নকল দলিল চেনার উপায়, পুরাতন জমির দলিল ডাউনলোড বাংলাদেশ, নাম
দিয়ে জমির দলিল, অনলাইনে দলিলের নকল,