পরীক্ষায় ভালো রেজাল্ট করার দোয়া
বন্ধুরা আজকে তোমাদের জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার দোয়া সম্পর্কে
বলবো । বই না পড়ে যদি পরিক্ষায় পাশ করা যেত তাহলে ছাত্র-ছাত্রী এতো কষ্ট করে
লেখাপড়া করতো না, প্রতিদিন স্কুল কলেজে যেত না। সেই জন্য বন্ধুরা দোয়া পড়ার উপর
বসে না থেকে ভালো করে লেখা পড়া শিখুন ।
দোয়া হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেন পরিক্ষায় পাশ করা যায় । সেই জন্য দোয়া
করা এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন ।
না পড়ে পরীক্ষায় পাশ করার দোয়া
এই দোয়াটি এক হাজার বার পড়িবে ও পরিক্ষা দিতে যাওয়ার সময় লিখিয়া টুপির ভিতরে
রাখিবে ও পড়িতে থাকিবে, ইনশাআল্লাহ নিশ্চয় পাশ হইবে ।
দোয়া এইঃ
ইয়া ইলাহাল আ’লামীন ইয়া খায়ারান্নাসিরীনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব
। ওয়া বাশশিরিল মু’মিনীনা ফাল্লাহু খায়রুল হাফিযীনা হাসবুনাল্লাহু ওয়া নি’য়মাল
ওয়াকিল, নি’য়মাল মাওলা ওয়া নি’য়মান্নাসীর ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া
হাসবুহু ওয়াল্লাহুল মুসতাআনু আলা মা তাসিফুন ।
অর্থঃ হে বিশ্বজগতের উপাস্য (আল্লাহ)! হে উত্তম সাহায্যকারী, আল্লাহর নিকট
সাহায্য আল্লাহর নিকট জয়; এবং বিশববাসীগনকে শুভ সংবাদ দাও যে, আল্লাহই উত্তম
রক্ষক । আল্লাহই আমাদের জন্য অতি উত্তম কার্যকারক শ্রেষ্ঠ মনিব ও উত্তম
সাহায্যকারী । যাহারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তাহাদের জন্য যথেষ্ট ।
আল্লাহর প্রশংসাকারীদের জন্য আলাহই সাহায্যকারী ।