১৫ আগস্ট জাতীয় শোক দিবসঅনুষ্ঠানের বক্তব্য

শোক দিবসের কবিতা

হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য ১৫ই আগস্ট শোক দিবসের
কবিতা সম্পর্কে আজকে আমি আপনাদের জন্য কিছু কবিতা নিয়ে হাজির হয়েছি আশা করি কবিতা
গুলো আপনাদের উপকারে আসবে । 

স্বাধীন বাংলায় ছিলো কোটি কোটি ভক্ত, তবু নৃশংসভাবে ঝরালো তাঁর তাজা রক্ত। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর স্বপ্নের বাড়ী, এক মুহুর্তেই বানালো হায়েনারা মৃত্যুপুরী।

সেদিনও ভোরের পাখি গেয়েছিলো গান, মসজিদেও যথারীতি হয়েছিলো আযান। শিশু পুত্র ‘রাসেল’ আদরের নয়নের মনি, তাকেও শুনতে দিলো না আযানের ধ্বনি।

যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান, নাই নাই ভয়,হবে হবে জয় জয় মুজিবুর রহমান

পচাত্তরের ১৫ই আগস্ট সেই কালো দিন, সারা বিশ্বের মানুষ ভুলবে না কোনো দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রিয় বঙ্গবন্ধু, হৃদয়খানি ছিলো তাঁহার অতল মহা সিন্ধু।

নিরব নিথর পড়ে থাকলো সবার মরদেহ, বঙ্গবন্ধুর হাতধরে তোলার রইলো না কেহ। হতবাক হলো দেশ স্তম্ভিত আকাশ বাতাস, সৃষ্টি হলো বেদনার একটি নতুন ইতিহাস।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির হৃদয়ে পদ্মা মেঘনার মত বহমান। উনিশশো পচাত্তরের শোকাবহ আগস্ট মাস, বঙ্গবন্ধুকে হত্যা ক'রে, কলঙ্কিত সে ইতিহাস।

গোটা বাঙ্গালীর চোখে শুধুই ছিলো কান্না, সবার অন্তরে বয়েছিল দুঃখের প্রবল বন্যা। আজো তাঁহার জন্য কাঁদে বাঙালির হৃদয়, জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *