১৬ ডিসেম্বর বিজয় দিবস

১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য । বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য । বিজয় দিবসের বক্তব্য pdf

বিজয় দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য, বিজয় দিবসের বক্তব্য pdf, বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য, বিজয় দিবসের উপস্থাপনা, ১৬ ডিসেম্বর ১৯৭১ এর ইতিহাস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস রচনা, বিজয় দিবস কি ও কেন, বিজয় দিবসের বক্তব্য pdf, ১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য, বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য ২০২২, বিজয় দিবসের উপস্থাপনা, বিজয় দিবস উপলক্ষে কিছু কথা, বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে রচনা,
বন্ধুরা আজকে আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য কেমন হওয়া উচিত এই
নিয়ে একটি নমুনা বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম । আশা করি আপনারা ১৬ ডিসেম্বর
বিজয় দিবসের বক্তব্য
রাখতে যাচ্ছেন তাদের এই স্ক্রিপ্ট কাজে লাগবে ।

বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তব্য

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ,
শিক্ষক-শিক্ষার্থী ও সুধীমন্ডলি আসসালামু আলাইকুম ।

উপস্থিত সকলকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা
জানাচ্ছি ।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো
খড়গের । শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন
শস্য করেছি চাষ, একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাস, আপোষ করিনি কখনোই
আমি- এই হলো ইতিহাস ।

দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ি যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়াদী উদ্যানে
পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত
যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্ম-সমর্পণ করে ।

এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাস্ট্রের
অভ্যুদয় ঘটে । পৃথিবীর মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হয় লাল- সবুজের এই প্রিয়
ব-দ্বীপ ।

চূরান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের । বিজয়ের
অনুভূতি সব সময়ই আনন্দের । একইসঙ্গে দিনটি স্বজন হারানোর বেদনায় অশ্রুসিক্ত ।
সবমিলিয়ে আজ আনন্দ-অশ্রুর দিন । অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা
। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদদের, যেসব নারী ভয়াবহ
নির্যাতনের শিকার হয়েছিল, সেই ২লক্ষ মা-বোনকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি । 

See also  অনুচ্ছেদ: বিজয় দিবস ২০২৩

স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন বুকে নিয়ে। এ পথপরিত্রমায়
উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ । অর্থনৈতিক প্রবৃদ্ধি
বেড়েছে । নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে চলেছে স্বতন্ত্র
মহিমায় । বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদা এদেশবাসী দেখেছিলেন আজও তা বাস্তবে
রূপায়িত করা সম্ভব হয়নি । পারস্পরিক দ্বন্দ্ব, অসহিষ্ণুতা, রাজনৈতিক উগ্র
উম্মাদনা, সামাজিক অবক্ষয়, সন্ত্রাস ও সংঘাতের সশস্ত্র বিক্ষোপ আমাদের জাতীয়
জীবনে নতুন উপসর্গরূপে দেখা দিয়েছে ।

১৯৭১ সালের এ দিনে বাংলার মানুষ পাকিস্তানী ঔপনিবেশিক স্বৈরশাসনের ২৪ বছরের
গ্লানি থেকে মুক্তির পথ খুজে পেয়েছিল । তারা তাঁদের অমূল্য জীবন বিসর্জনের
মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতাঁর রক্তিম সূর্য ।

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ, আমরা এ স্বাধীন দেশের গর্বিত
নাগরিক । তাই জাতীয় অগ্রগতি ও চেতনার মিলবন্ধনে বাংলাদেশ তথা বাঙ্গালি জাতির
জীবনে আজকের এই দিন অর্থাৎ, এই মহান বিজয় দিবস এর তাতপর্য অপরিসীম ।

১৯৭১ সালে যদি আমরা পাক সেনার বিরুদ্ধে রুখে না দাড়াতাম আজও হয়তো পৃথিবীর বুকে
লাল সবুজের দেশ বাংলাদেশকে খুজে পেতাম না । বরং বাংলাদেশ পরিচিত হত পাকিস্তানের
একটি কলোনি হিসেবে । শাসন, শোষণ, বঞ্জনার মধ্য দিয়ে গৌরবহীন এক জীবন কাটাতো
বাঙ্গালি জাতির । 

বঞ্চিত থাকতে হত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকেও । কিন্তু তা হতে
দেয়নি বাংলার দামাল ছেলেরা । 

লাখো মা-বোনদের ত্যাগ করতে হয়েছে তাঁদের সম্রম । তবুও তারা পিছপা হয়নি এতটুকু ।
বিজয় তাঁদের চাই । যার বিনিময়ে আমরা পেলাম বাংলাদেশ নামক এক টুকরো স্বাধীন ভূখন্ড

স্বাধীনতা অর্জনের এত বছর পরেও অসংখ্য লোক দারিদ্র কবলিত অবস্থায় রয়েছে । বিশেষত,
জাতিগত ঐতিহ্য পালনের শিক্ষা আর নৈতিকতার চর্চায় আমরা এখনও অনেকটা পিছিয়ে রয়েছি ।
আমরা আজও স্বাধীনতাকে সঠিকভাবে অর্থবহ করে তুলতে পারিনি । আমরা আজও পারিনি লাখো
শহিদের রক্তের ঋণ পরিশোধ করতে । আমরা বিজয় অর্জন করেছি । স্বাধীন দেশ পেয়েছি,
কিন্তু তাঁর বাস্তবায়ন সঠিকভাবে ঘটাতে সক্ষম হইনি ।

See also  ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য

যোগ্য নাগরিক হিসেবে এ দেশের জনগন আজও নিজেদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে পারেনি
। বরাবর পরাজিত হয়েছে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ । বীরের জাতি হিসেবে এই
প্রজম্মের উচিৎ বিশ্বের বুকে আমাদের আরও গৌরবের স্থান নিশ্চিত করা । 

নীতি আর আদর্শের চর্চা নিশ্চিত করতে পারলে আমরা একটি কল্যান রাষ্ট্র হিসেবে প্রিয়
বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবো ।

তাই আসুন, আমরা সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি । কেননা
আমরা সমাজের কাছে দায়বদ্ধ । আমাদের দেশের প্রতি সকলেরই দায়িত্ব ও কর্তব্য আছে –
অন্নহীনকে অন্ন এবং নিরক্ষরকে জ্ঞানের আলো দিয়ে এ স্বাধীনতা কে সার্থক করে তুলতে
হবে । তাই সব রকম বিভেদ-বিচ্ছেদ ভুলে, হানাহানি সংঘাত দূর করে, সংকীর্ণ
স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজে ব্রতী হই ।

বাংলাদেশ চিরজীবী হোক । জয় বাংলা ।

বিজয় দিবসের বক্তব্য pdf

আজকে আমি আপনাদের জন্য ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তৃতার পিডিএফ (PDF) ফাইল নিয়ে
হাজির হয়েছি । আশা করি ১৬ই ডিসেম্বর বক্তৃতার পিডিএফ আপনার উপকারে আসবে । 


১৬ই ডিসেম্বর সম্পর্কে বক্তৃতা pdf
আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন । অথবা
মোবাইল দেখে আপনি যদি মুখস্ত করে রাখতে পারেন তাহলে সারা জীবন আপনার কাজে লাগবে ।

আপনি ১৬ই ডিসেম্বর সম্পর্কে বক্তৃতা pdf ডাউনলোড করে মুখস্ত করার পর যদি
আপনি স্কুলে অথবা যে কোন অনুষ্ঠানে বক্তৃতা দিতে পারেন । তাহলে সবাই অবাক হয়ে
যাবে । সবাই আপনাকে প্রশংসা করবে ।

Related Post:

See also  ১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য

১৬ই ডিসেম্বর সম্পর্কে কিছু কথা 

15 ই আগস্ট গভীর রাতে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পারিবারের সবাইকে হত্যা করেছিলো । তখন থেকে
প্রতিবছরে শোক দিবস পালন করা হয় ।

১৬ই ডিসেম্বর সম্পর্কে বক্তৃতা পিডিএফ ডাউনলোড

আপনি ডাউনলোড বাটমে ক্লিক করে খুব সহজে ১৬ ডিসেম্বর সম্পর্কে বক্তৃতা pdf
ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।
Related Post: