অনুষ্ঠানের বক্তব্যবিজয় দিবসের উপস্থাপনা

বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট

অনুষ্ঠান উপস্থাপনার নমুনা, অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf download, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ, বাংলা অনুষ্ঠান উপস্থাপনা, উপস্থাপনার ডায়লগ, অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট, বিজয় দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেইল, স্বাধীনতা দিবসের কবিতা, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৬ শে মার্চ এর বক্তব্য,
আসসালামু আলাইকুম বন্ধুরা, যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা কিন্তু অতটা
কঠিন কোন বিষয় নয়। আপনি যদি কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনার অভিজ্ঞতা
হয়ে যায় তখন থেকে আপনি ব্যাপারটা ভালোভাবে বুঝে যাবেন। সাধারণত নাচ গান আবৃত্তি
কৌতুক জাদু-নাটিকা ইত্যাদি সমন্বয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আজকে
আমি আপনাদের সাথে আলোচনা করব ১৬ ডিসেম্বর অনুষ্ঠানে কিভাবে উপস্থাপনা করবেন এই
নিয়ে বিস্তারিত ।
অনুষ্ঠান সূচির নমুনার উদাহরণ
কোন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করার আগে অবশ্যই অনুষ্ঠানসূচি আপনার হাতে
থাকতে হবে । যেমনঃ

  • অতিথিবৃন্দের আগমনের ঘোষণা
  • মঞ্চে আসন গ্রহণ
  • ফুলের বুকে বা তোড়া প্রদান
  • অনুষ্ঠান শুরুর অনুমতি
  • ধর্মগ্রন্থ পাঠ ও তর্জমা
  • বক্তব্যের সিকোয়েন্স তৈরি
  • পুরুষ্কার বিতরনী ঘোষণা
  • সাংস্কৃতিক অনুষ্ঠানের সিকোয়েন্স তৈরি
  • সমাপ্তি ঘোষণা বা সমাপনী বক্তব্য

প্রধান বা বিশেষ অতিথির আগমন নমুনা

সম্মানিত সুধী, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান
অতিথি/সভাপতি জনাব, মোঃ সবুজ হোসেন সাথে আছেন…….. যারা যারা থাকবেন তাঁদের
নাম এবং পদবী ঘোষণা করতে হবে । সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ।

মঞ্চে আসন গ্রহণ নমুনা

এখন, আজকের অনুষ্ঠানের সভাপতিকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য
সম্মানিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি
। 

ফুলের বুকে বা তোড়া প্রদান নমুনা

প্রিয় সুধী, এখন আমন্ত্রিত অতিথি জনাব অমুকে ফুলের তোড়া প্রদান করবে অমুক । এই
ভাবে সিরিয়াল ভাবে সবার নাম বলে বলে ফুলের তোড়া প্রদান করতে হবে ।

অনুষ্ঠান শুরুর অনুমতি গ্রহণ

এখন আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানের সভাপতি জনাব অমুকের কাছে সদয়
অনুমতি প্রার্থনা করছি । অনুমতি দেওয়ার পর বলতে হবে । ধন্যবাদ, আপনাকে ।

অনুষ্ঠান শুরুর করার আগে কিছু কথা

আজ ১৬ ডিসেম্বর । দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে ঢাকার
সোহরাওয়াদী উদ্যানে পাকিস্থানি বাহিনীর প্রায় ৯২ হাজার সদস্য বাংলাদেশর
যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে । এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ
নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে । 

ঘোষণা কবিতাংশ নমুনা

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের 
কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের ।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস,
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ,
একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস,
আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস ।

অনুষ্ঠান শুরু ঘোষণা

অমুক প্রতিষ্ঠান আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত
জানাচ্ছি ।
আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি মোঃ সবুজ হোসেন । 
দুইজন উপস্থাপক হলে একে একে দুজনের নিজের নাম বলবেন ।

ধর্মগ্রন্থ পাঠ ও তর্জমা নমুনা

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করার জন্য মঞ্চে আহবান
করছি জনাব অমুকে । তাঁর তর্জমা শেষ হলে তাকে ধন্যবাদ জানাতে হবে ।

বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ নমুনাঃ-১

(শিক্ষাথীর মধ্যে ২/১ জন)
১৬ ডিসেম্বর যেন আমাদের কোটি প্রাণের স্পন্দন । প্রিয় সুধী, মহান বিজয় দিবস নিয়ে
কিশোর-যুবাদেরও রয়েছে প্রগাঢ় অনুভূতি । এখন, বিজয় দিবসে নিজের প্রত্যাশা ও
অনুভূতি উপস্থাপন করবে অমুক…। তাঁর বক্তব্য শেষ হলে । ধন্যবাদ অমুকে, তাঁর
চমৎকার বক্তব্যের জন্য ।

বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ নমুনাঃ- ২

শিক্ষার্থীর বক্তব্য
এবার অমুক কলেজের … বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করবে অমুক
। বক্তব্য দেওয়া হলে । ধন্যবাদ অমুকে তাঁর চমৎকার বক্তব্যের জন্য ।
এর ফাকে ফাকে কিছু প্রাসঙ্গিক কবিতার লাইন বলতে পারেন ।

বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ নমুনাঃ- ৩

(এরপর সম্মানিত শিক্ষকদের মধ্যে ২/৩ জনের বক্তব্য )
এবার অমুক বিভাগের অধ্যাপক জনাব অমুক কে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য
প্রদান করার জন্য অনুরোধ করছি ।
ধন্যবাদ অমুক স্যারকে তাঁর তথ্যসমৃদ্ধ বক্তব্যের জন্য । (এভাবে ২/৩ জন শিক্ষক)

বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ নমুনাঃ- ৪

এবার আমন্ত্রিত অতিথির বক্তব্য
এবার বক্তব্য প্রদান করার জন্য অমুক প্রতিষ্ঠানের ……… জনাব কে অনুরোধ করছি
তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করার জন্য ।  বক্তব্য শেষ হলে … ধন্যবাদ …
মহোদয়কে তাঁর আকর্ষণীয় বক্তব্যের জন্য ।

বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ নমুনাঃ- ৫

এবার সভাপতির বক্তব্য,
এবার বক্তব্য প্রদান করার জন্য প্রতিষ্ঠানের সভাপতি/অধ্যক্ষ জনাব অমুকে বিয়জ
দিবসের গুরুত্ব নিয়ে তাঁর মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি ।
ধন্যবাদ সভাপতি/অধ্যক্ষ মহোদয়কে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য ।

পুরষ্কার প্রদানের ঘোষণা নমুনা

সম্মানিত সুধী, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা রচনা, চিত্রাংকন, ভাষণ, আবৃত্তি
এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম । এসব ইভেন্ট অসংখ্য ছাত্র-ছাত্রী
অংশগ্রহণ করেছিলো । 
এখন  আয়োজিত এসকল প্রতিযোগিতার বিজয়ীদে মাঝে পুরুষ্কার বিতরণের পালা
। 
বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়ার জন্য অনুষ্ঠানের সম্মাণিত অতিথিবৃন্দকে
অনুরোধ করছি । 

সাংস্কৃতিক অনুষ্ঠানের সিকোয়েন্স তৈরি নমুনাঃ

সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে
রয়েছে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান । 
এই পর্বটি শুরু করতে মঞ্চ প্রস্তুত করার জন্য আপনাদের কাছে কিছু সময় চেয়ে
নিচ্ছি ।
মঞ্চে যারা ছিলো অতিথিবৃন্দ তারা সবাই নিচে নেমে চেয়ারে বসবে । 
এরপর সংগীত, নৃত্য, আবৃত্তি,কৌতুক, নাটিকা ইত্যাদি পরিবেশনা ধারাবাহিকভাবে চলবে
এই বিষয়ে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়তে পারেন।

সমাপ্তি ঘোষণা বা সমাপনী বক্তব্য নমুনা

প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি । ধৈর্য সহকারে
এবং সুশৃঙ্খলভাবে আজকের মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান উপভোগ করার জন্য
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
সকলের জন্য শুভকামনা রইলো । ধন্যবাদ
tag…
অনুষ্ঠান উপস্থাপনার নমুনা, অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf download,
সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান
উপস্থাপনার ছন্দ, বাংলা অনুষ্ঠান উপস্থাপনা, উপস্থাপনার ডায়লগ, অনুষ্ঠান
উপস্থাপনার স্ক্রিপ্ট pdf, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট, বিজয়
দিবস অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ
জানিয়ে বন্ধুকে ইমেইল, স্বাধীনতা দিবসের কবিতা, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও
জাতীয় দিবস, ২৬ শে মার্চ এর বক্তব্য,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *