শিক্ষক দিবস ২০২৩: বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য । Best Speech about Teacher’s Day 2023
জাতীয় শিক্ষক দিবস ২০২৩
আজ ৫ই অক্টোবর ২০২৩ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে
উপস্থিত আছেন আমরা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও শিক্ষাকর্মীবৃন্দ, সভাপতি মহোদয় ও
অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । এছাড়া আমার
আদরের সহপাঠী ভাই-বোন ও বয়োজ্যেষ্ঠ দাদা-দাদি, নানা-নানি এবং আমার আপনজন যাদের
কাছ থেকে আমি কোনো না কোনো সময় সুশিক্ষা গ্রহণ করেছি তাঁদের সকলকে আন্তরিকভাবে
ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দু-একটি কথা উপস্থাপন করছি ।
তিনজনই পারেন
একটি দেশ বা জাতিকে বদলাতে
তারা হলেন বাবা মা ও শিক্ষক ।
প্রতিটি দেশের জাতীয় জীবনে এমন কিছু দিন আসে যা কখনোই ভুলার নয় । সেই দিনটিতে
পাওয়া না পাওয়ার এবং অনেক সুখ দুঃখের কথা উঠে আসে । যা আমাদের অনুপ্রাণিত এবং
নতুন করে উজ্জিবিত করে ।
একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন
করে বলার কিছু নেই । শিক্ষক মহোদয় শুধু যে শিক্ষাদানই করেন তা নয় । তিনি একজন
শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যার্থতায় পাশে দাঁড়িয়ে উতসাহ দেন,
সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন ।
পৃথিবীতে জন্মের পর থেকে আমাদের প্রথম শিক্ষাগুলো আমাদের মা । আমাদের মুখে বলার
বুলি আমাদের ভাষা শেখার সর্বপ্রথম শিক্ষক আমাদের প্রিয় মা । কিন্তু আমাদের অক্ষর
জ্ঞান আলোর পথ প্রদর্শক আমাদের প্রিয় শিক্ষক । শিক্ষক আমাদের কাছে শ্রদ্ধার
ভালোবাসার । শিক্ষক সব সময় ছাত্রদের ভাইয়ের মতো সন্তানের মতো স্নেহ করে । উনারা
সব সময় আন্তরিক হয়ে ছাত্রদের শিক্ষা প্রদান করেন । একটি দেশ ও জাতির আলোকিত পথ
প্রদর্শক এই শিক্ষক ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো জ্বালায় ।
শিক্ষক দিবসের বক্তব্য
ছাত্রদের মধ্যে সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতির কল্যাণের জন্য শিক্ষা
প্রদান করে । শিক্ষকরা ছাত্রদের মনুষ্যত্বকে জাগ্রত করে । তারা সব সময় ছাত্রদের
মধ্যে সুপ্ত প্রতিভা সুপ্ত জ্ঞান বিবেক বুদ্ধিকে জাগ্রত করে । তাই শিক্ষকরা
আমাদের গুরু বা পীর আমাদের প্রিয়জন ভালোবাসার মানুষ । স্কুল, কলেজ,
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা ছাত্রদের সাথে বন্ধুর মতো আচরণ করে ।
আব্রাহাম লিংকন তাঁর একমাত্র সন্তানকে শিক্ষকের কাছে শিক্ষা প্রদানের জন্য পাঠালে
শিক্ষককে চিঠি লিখে পাঠায় যেন তাকে আর সকলের ছাত্রের মত শিক্ষা প্রদান করে । তাকে
দেশ ও জাতির সেবার কাজের জন্য শিক্ষা প্রদান করতে বলা হয় ।
মানুষ হওয়ার জন্য সকল গুণাবলী আমাদের বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে অর্জন করি ।
একজন শিক্ষক আমাদের বুঝতে শিখিয়েছেন যে পড়াশোনাটা কতটা মজাদার হতে পারে ।
শিক্ষকদের কাছে আমরা পড়াশোনার পাশাপাশি আচার-আচরণ এবং অনেক বিষয়ে জানতে পারি ।
আমাদের সামাজিক আন্তর্জাতিক বিষয় বলি সম্বন্ধে প্রথম জ্ঞান প্রদান করে আমাদের
প্রিয় শিক্ষক সঠিক বিষয়ের উপর সঠিক সিদ্ধান্ত শেখায় । কবির ভাষায় বলতে হয় শিক্ষার
জগতে যা কিছু যারা নতুন আশা মা-বাবার পর তাঁরাই শিক্ষক নামে আরেক ভালোবাসা । তারা
দেখিয়েছে স্বপ্ন শিখিয়েছে প্রকৃত মানুষ হতে সবার চোখে সম্মানে তাঁর রয়েছে অনেক
উঁচুতে । শিক্ষক সবসময় আমাদের সহিত বন্ধুত্বপূর্ণ ভাবে পথপদর্শক ও নির্দেশনা দান
করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়া সম্ভব করবে । তাই এই সময়
আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যের
সাহায্য করা অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নতুন আঙ্গিকের পথে এগিয়ে চলা ।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আরো একবার শ্রদ্ধাপূর্বক সালাম জানাই এবং
বন্ধু-বান্ধব, সহপাঠীবৃন্দ তথা সারাদেশের সাহায্যকারী সকলকে শিক্ষক দিবসের
শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমি আমার
সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি । ধন্যবাদ সবাইকে ।