শিক্ষক দিবসের বক্তব্য

শিক্ষক দিবস ২০২৩: বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য । Best Speech about Teacher’s Day 2023

শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য, শিক্ষক দিবস কেন পালন করা হয়, শিক্ষক দিবস রচনা, জাতীয় শিক্ষক দিবস, শিক্ষক দিবস কার জন্মদিন, শিক্ষক দিবস সম্পর্কে দুটি বাক্য, জাতীয় শিক্ষক দিবস ২০২৩, শিক্ষক দিবসের ইতিহাস, শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য অসমীয়া, শিক্ষক দিবস উপলক্ষে কবিতা, শিক্ষক নিয়ে বক্তব্য, প্রিয় শিক্ষক নিয়ে বক্তৃতা, শিক্ষক দিবস সম্পর্কে দুটি বাক্য, শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা শিক্ষকের, শিক্ষক দিবসের উপস্থাপনা, ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ৫ সেপ্টেম্বর ইতিহাসের এই দিনে,

জাতীয় শিক্ষক দিবস ২০২৩

আজ ৫ই অক্টোবর ২০২৩ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে
উপস্থিত আছেন আমরা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও শিক্ষাকর্মীবৃন্দ, সভাপতি মহোদয় ও
অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । এছাড়া আমার
আদরের সহপাঠী ভাই-বোন ও বয়োজ্যেষ্ঠ দাদা-দাদি, নানা-নানি এবং আমার আপনজন যাদের
কাছ থেকে আমি কোনো না কোনো সময় সুশিক্ষা গ্রহণ করেছি তাঁদের সকলকে আন্তরিকভাবে
ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দু-একটি কথা উপস্থাপন করছি ।

তিনজনই পারেন

একটি দেশ বা জাতিকে বদলাতে

তারা হলেন বাবা মা ও শিক্ষক ।

প্রতিটি দেশের জাতীয় জীবনে এমন কিছু দিন আসে যা কখনোই ভুলার নয় । সেই দিনটিতে
পাওয়া না পাওয়ার এবং অনেক সুখ দুঃখের কথা উঠে আসে । যা আমাদের অনুপ্রাণিত এবং
নতুন করে উজ্জিবিত করে ।

একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন
করে বলার কিছু নেই । শিক্ষক মহোদয় শুধু যে শিক্ষাদানই করেন তা নয় । তিনি একজন
শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যার্থতায় পাশে দাঁড়িয়ে উতসাহ দেন,
সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন ।

পৃথিবীতে জন্মের পর থেকে আমাদের প্রথম শিক্ষাগুলো আমাদের মা । আমাদের মুখে বলার
বুলি আমাদের ভাষা শেখার সর্বপ্রথম শিক্ষক আমাদের প্রিয় মা । কিন্তু আমাদের অক্ষর
জ্ঞান আলোর পথ প্রদর্শক আমাদের প্রিয় শিক্ষক । শিক্ষক আমাদের কাছে শ্রদ্ধার
ভালোবাসার । শিক্ষক সব সময় ছাত্রদের ভাইয়ের মতো সন্তানের মতো স্নেহ করে । উনারা
সব সময় আন্তরিক হয়ে ছাত্রদের শিক্ষা প্রদান করেন । একটি দেশ ও জাতির আলোকিত পথ
প্রদর্শক এই শিক্ষক ছাত্রদের মধ্যে জ্ঞানের আলো জ্বালায় ।

See also  শিক্ষক দিবসের শিক্ষকের বক্তব্য

শিক্ষক দিবসের বক্তব্য

ছাত্রদের মধ্যে সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশ ও জাতির কল্যাণের জন্য শিক্ষা
প্রদান করে । শিক্ষকরা ছাত্রদের মনুষ্যত্বকে জাগ্রত করে । তারা সব সময় ছাত্রদের
মধ্যে সুপ্ত প্রতিভা সুপ্ত জ্ঞান বিবেক বুদ্ধিকে জাগ্রত করে । তাই শিক্ষকরা
আমাদের গুরু বা পীর আমাদের প্রিয়জন ভালোবাসার মানুষ । স্কুল, কলেজ,
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা ছাত্রদের সাথে বন্ধুর মতো আচরণ করে ।

আব্রাহাম লিংকন তাঁর একমাত্র সন্তানকে শিক্ষকের কাছে শিক্ষা প্রদানের জন্য পাঠালে
শিক্ষককে চিঠি লিখে পাঠায় যেন তাকে আর সকলের ছাত্রের মত শিক্ষা প্রদান করে । তাকে
দেশ ও জাতির সেবার কাজের জন্য শিক্ষা প্রদান করতে বলা হয় ।

মানুষ হওয়ার জন্য সকল গুণাবলী আমাদের বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে অর্জন করি ।
একজন শিক্ষক আমাদের বুঝতে শিখিয়েছেন যে পড়াশোনাটা কতটা মজাদার হতে পারে ।
শিক্ষকদের কাছে আমরা পড়াশোনার পাশাপাশি আচার-আচরণ এবং অনেক বিষয়ে জানতে পারি ।

আমাদের সামাজিক আন্তর্জাতিক বিষয় বলি সম্বন্ধে প্রথম জ্ঞান প্রদান করে আমাদের
প্রিয় শিক্ষক সঠিক বিষয়ের উপর সঠিক সিদ্ধান্ত শেখায় । কবির ভাষায় বলতে হয় শিক্ষার
জগতে যা কিছু যারা নতুন আশা মা-বাবার পর তাঁরাই শিক্ষক নামে আরেক ভালোবাসা । তারা
দেখিয়েছে স্বপ্ন শিখিয়েছে প্রকৃত মানুষ হতে সবার চোখে সম্মানে তাঁর রয়েছে অনেক
উঁচুতে । শিক্ষক সবসময় আমাদের সহিত বন্ধুত্বপূর্ণ ভাবে পথপদর্শক ও নির্দেশনা দান
করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে  যাওয়া সম্ভব করবে । তাই এই সময়
আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যের
সাহায্য করা অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নতুন আঙ্গিকের পথে এগিয়ে চলা ।

সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আরো একবার শ্রদ্ধাপূর্বক সালাম জানাই এবং
বন্ধু-বান্ধব, সহপাঠীবৃন্দ তথা সারাদেশের সাহায্যকারী সকলকে শিক্ষক দিবসের
শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমি আমার
সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি । ধন্যবাদ সবাইকে ।

See also  শিক্ষক দিবসের বক্তৃতা - শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য