অনুষ্ঠানের বক্তব্যশেখ রাসেল দিবস

শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা (৫০০ শব্দ) – sheikh rasel amader bondhu rochona 500 words

শেখ রাসেল এর জীবন বৃত্তান্ত,শেখ রাসেল দিবস ২০২৩,শেখ রাসেলের জন্মদিন কবে,শেখ রাসেল দিবস কবে পালিত হয়,শেখ রাসেল দিবস অনুচ্ছেদ,শেখ কামাল দিবস কবে,শেখ রাসেল পদক,শেখ রাসেল কত বয়সে মারা যায়,শেখ রাসেল দিবসের বক্তৃতা, শেখ রাসেল বক্তৃতা, শেখ রাসেল দিবস, শেখ রাসেল দিবসে কিভাবে ভাষন দিব, শেখ রাসেল দিবসে কিভাবে বক্তৃতা দিব, শেখ রাসেল দিবসে নমুনা বক্তৃতা, শেখ রাসেল দিবসে নমুনা ভাষণ, শেখ রাসেল দিবসে কিভাবে ভাষন শুরু করবো, শেখ রাসেল দিবসে কিভাবে বক্তৃতা শুরু করবো, sekh rasel, shaikh rasel, sek rasel, sekh rasel dibos, sekh rasel speech, sekh rasel day, sekh rasel vason, sekh rasel boktita, shaikh rasel boktita, শেখ রাসেলের জন্মদিন, ১৮ অক্টোবর, 18 October, sekh rasel birthday

প্রিয় শেখ রাসেল বা শেখ রাসেল রচনা

ভূমিকাঃ


বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল । মাত্র ১১ বছর বয়সে,
ঘাতকের নির্মম বুলেটের
আঘাতে, নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়েন রাসেল । তিনি বেঁচে থাকলে হয়তো তাঁর কর্মের
দ্বারা বাঙালি জাতির ইতিহাসে উজ্জ্বল অবদান রাখতেন । কারন তাঁর শিশু বয়সে তাঁর
ব্যক্তিত্বের মাধ্যমেই তাঁর প্রকাশ করেছিলেন । তাঁর কয়েক বৎসরের জীবন বাঙালি
জাতির ইতিহাসকে এতই প্রভাবিত করেছেন, যে কখন তিনি বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠ পুত্রের
আসন থেকে, নেমে এসে আমাদের বন্ধু হয়ে উঠেছেন ।

শেখ রাসেলের জন্ম

শেখ রাসেলের জন্মেছিলেন ১৯৬৮ সালের অক্টোবর মাসের ১৮ তারিখে । দেশ তখন ভরা
হেমন্তের গন্ধে আকুল হয়ে আছে দিক দিক । গ্রাম্য সভ্যতার রীতিতে তখন আমাদের দেশের
ঘরে ঘরে তখন নতুন ফসল তোলার আনন্দ । এমনই এক আনন্দের দিনে, ধানমন্ডির ৩২ নম্বরের
বাড়িতে মায়ের কোল আলো করে জন্ম নেন শেখ রাসেল । রাসেলের জন্ম হয়েছিল তাঁর বড় বোন
শেখ হাসিনার ঘরে । রাসেলের জন্মের কিছুক্ষন পর, বড়বোন শেখ হাসিনা এসে, একটা ওড়না
দিয়ে তাঁর ভেজা মাথা পরিষ্কার করে দেন । জন্মের সময় রাসেল ছিলেন স্বাস্থ্যবান ।
তাঁর জন্ম যেন শুধু বঙ্গবন্ধুর পরিবারেরই নয়, সমগ্র জাতির আনন্দ ছিল । 

রাসেলের নামকরণ

শেখ রাসেলের নামকরণের পেছনেও রয়েছে একটি সুন্দর ইতিহাস । বঙ্গবন্ধু বরাবরই ছিলেন
বিশ্বশান্তি ও সহাবস্থানের পক্ষে এবং যুদ্ধের বিরোধী । এজন্য তিনি বিখ্যাত নোবেল
বিজয়ী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের ভক্ত ছিলেন । এমন বিখ্যাত ব্যক্তির নামের
সঙ্গে মিল রেখে কনিষ্ঠ পুত্রের নাম শেখ রাসেল রাখেন বঙ্গবন্ধু । 
See also  অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf নমুনা

রাসেলের ছেলেবেলা

রাসেলের ছেলেবেলা দেশের সমকালীন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মতোই বর্ণময় ।
জন্মের পর খুব বেশি সময় তিনি বাবার সান্নিধ্য পাননি । দেশের রাজনৈতিক পরিস্থিতি
উত্তপ্ত হয়ে ওঠার কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তৎকালিন পাকিস্তান
সরকার । বঙ্গবন্ধুকে প্রথম ঢাকায়্য রাখা হলেও পরে পাকিস্থানে স্থানান্তরিত করা হয়
। 

নির্মম হত্যাকান্ড

১৯৭৫ সালের ১৫ই আগস্ট এর সেই অভিশপ্ত সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি । সেই রাতে
জাতির জনক বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের কথা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি
। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাস ভবনে ট্যাংক দিয়ে ঘিরে বঙ্গবন্ধুকে
স্বপরিবারে হত্যা করা হয় । সেই দিনই রাসেলকেও হত্যা করে হত্যাকারীরা । 

কেন শেখ রাসেল আমাদের বন্ধু

শেখ রাসেল কেন আমাদের বন্ধু, কীভাবেই বা তিনি আমাদের বন্ধু হয়ে উঠলেন বুঝতে হলে
আমাদের ফিরে যেতে হবে রাসেলের ছেলেবেলার দিনগুলিতে । তাঁর ছেলেবেলার দিনগুলো
সম্পর্কে যেটুকু জানা যায় তাঁর অধিকাংশই শিশু বয়সের নিষ্পাপ আত্মভোলা কর্মকান্ড ।
শোনা যায় বঙ্গবন্ধুর বাসায় টমি নামে একটি কুকুর ছিল যার সাথে ছোট্ট রাসেল খেলে
বেড়াতো । একদিন খেলার সময় কুকুরটি জোরে ডেকে উঠলে ছোট রাসেলের মনে হয় টমি তাকে
বকেছে । শিশু রাসেল তাঁর আপা রেহানার কাছে এসে কাঁদতে থাকেন ।

উপসংহার

শেখ রাসেল বাঙালি জাতির কাছে এক যুগোত্তীর্ণ ব্যক্তিত্ব । বাঙালি জাতি তাঁর মধ্যে
খুজে পায় রূপকথার মতো নিজেদের ছেলেবেলাকে । শেখ রাসেলের মধ্য দিয়ে বেঁচে থাকে
আপামর বাঙালির শৈশব । অন্যদিকে তাঁর নির্মম মৃত্যুর কাহিনী বারবার মনে করিয়ে দেয়
আমাদের দেশের করুন ইতিহাসের কথা তাঁর স্মৃতিকে চিরদিন বাচিয়ে রাখার উদ্দেশ্যেই
বাংলাদেশে গঠন করা হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর
পরিষদ শেখ রাসেলের নামে রাজধানী ঢাকার বুকে নামাষ্কিত হয়েছে একটি স্কেটিং
স্টেডিয়াম । 
See also  বিজয় দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য । ১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য