১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য । বিজয় দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য ২০২৩
বিজয় দিবসের বক্তব্য / বক্তৃতা
(নমুনা)
“অতঃপর মা আমি ফিরে এলাম তোমার বুকে কিংবা এ মাটির বুকে,
বুঝে নাও রক্তের দামে কেনা তোমার এ রক্তাক্ত বিজয়!”
অদ্যকার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষকমন্ডলী,
বিশেষ অতিথি, সমবেত সুধিমন্ডলী ও আমার সহপাঠী বন্ধুগন, সবাই বিজয়ের এই মহান দিনে
আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন । আজ ১৬ই ডিসেম্বত, বাঙালির জীবনে এক
পরমানন্দের দিন, শৃঙ্খল ভাঙার দিন, স্বাধীন আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবার
দিন ।
১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নারমের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট
হয় । বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে
রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা । এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে
ন্যায়ের জন্য যুদ্ধ । মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাঁদের
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে; হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন । আমি শ্রদ্ধাভরে
স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য
এনে দিয়েছে স্বাধীনতা । অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা, আমারা
পেয়েছি যে বিজয়… সেই বিজয়ের স্বাদ কী আমরা সাধারণ মানুষেরা সত্যিকারে ভোগ করতে
পেরেছি…? নিশ্চয় না ।
মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলেই বিজয়ের প্রায় অর্ধশত বছর
পেরিয়ে গেলেও আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারিনি । মুক্তিযুদ্ধের
চেতনার মর্মকথা হলো গণতন্ত্র, যে গণতন্ত্রে আছে ন্যায়পরায়নতা, নাগরিকদের
রাজনৈতিক-অর্থনৈতিক স্বাধীনতা, অধিকারের সমতা, পরমতশিষ্ণুতা । আজ আমাদের রাজনীতি
এসব নীতি থেকে অনেক দূরে । আমাদের গণতন্ত্র অনিশ্চিত ও ভঙ্গুর । আমাদের
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল, সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমাবদ্ধ । এমনকি,
একটি সরকারের মেয়াদ শেষে জনগণের মুক্ত-স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সৎ ও শান্তিপূর্ণ
উপায়ে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক ও স্থায়ী গণতন্ত্রিক ব্যবস্থাও এখনো
গড়ে তোলা যায়নি ।
আমাদের বিজয় সেদিনই সফল হবে, যেদিন মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে বর্তমান
প্রজন্মের তরুণরা বাংলার ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটাবে । সেদিন থাকবে না কোনো
দুর্ণীতি, থাকবে না কোনো অনাহারী, থাকবে না অশিক্ষিত মানুষ । পৃথিবীর মানচিত্রে
লাল সবুজের বাংলাদেশ হবে নবজাগরণে উদ্দীপ্ত বাংলাদেশ ।
পরিশেষে আমাদের রাজনীতিবিদসহ সকলকে দেশপ্রেমের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য
এখানে শেষ করছি । আসসলামু আলাইকুম ।