এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ 2023 । HSC 2023 Board Challenge
এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ 2023 |
এইচএসসি পরীক্ষা ২০২৩-এর ফল পুনঃনিরিক্ষণের নিয়মাবলি
আবেদন করার তারিখঃ ২৭/১১/২০২৩ থেকে ০৩/১২/২০২৩ পযর্ন্ত ।
বোর্ড চ্যালেঞ্জ করে কি রেজাল্ট পরিবর্তন করা যায় কিনা । যদি আপনি সঠিক নিয়মে
বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনি অব্যশই আপনার রেজাল্ট পরিবর্তন হবে কিছু শর্ত
সাপেক্ষে । কি শর্ত? এবং কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন সেটাই আজের এই পোস্টে
আপনার বলব ।
বোর্ড চ্যালেঞ্জ কেনো করা উচিৎ
- HSC এর পর ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভালো GPA দরকার হয় ।
- HSC পর বিশ্ববিদ্যালয় বা বিদেশে ভর্তিতে GPA ফ্যাক্টর হিসেবে কাজ করে ।
- ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট অপ্রত্যাশিত তাই চ্যালেঞ্জ করা হয় ।
- টেকনিক্যাল প্রব্লেম হতে পারে যেমনঃ মার্কিং,যোগফলে ভুল ইত্যাদি ।
বোর্ড চ্যালেঞ্জ এর অতি জরুরী শর্ত
- বোর্ড চ্যালেঞ্জের জন্য অব্যশই টেলিটক সিম দরকার হবে ।
- টেলিটক সিম তোমার না হলেও হবে । অন্য কারো নম্বর থেকেও করা যাবে ।
- এক টেলিটক সিম থেকে বহুবার একাধিক শিক্ষার্থীর চ্যালেঞ্জ করা যাবে ।
- টেলিকট সিম এ রিচার্জ করতে হবে ।
বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি ২০২৩
তোমাকে মূলত দুটি SMS পাঠাতে হবে ।
প্রথম এসএমএস করার নিয়ম
প্রথমে মোবাইলের এসএমএস অপশানে গিয়ে টাইপ করতে হবে । গিয়ে লিখবে…
RSC <space> Board (১ম-৩ অক্ষর) <space> HSC Roll <space>
Subject Code . পাঠিয়ে দিবে 16222 নম্বরে ।
Subject Code . পাঠিয়ে দিবে 16222 নম্বরে ।
Example:RSC RAJ 175004 101 পাঠিয়ে দিবে 16222 ।১টি SMS একাধিক সাবজেক্ট চ্যালেঞ্জ করতে পারবে । যেমনঃ RSC RAJ 175004
101,102,111
১ম SMS পাঠানোর পর তোমাকে একটি SMS দেওয়া হবে সেখানে কি পরিমাণ টাকা লাগবে সেটা
এবং একটি PIN কোড দেওয়া হবে । সেই PIN CODE দিয়ে তোমাকে ২য় SMS টি করতে হবে ।
এবং একটি PIN কোড দেওয়া হবে । সেই PIN CODE দিয়ে তোমাকে ২য় SMS টি করতে হবে ।
২য় এসএমএস করার নিয়ম
RSC <space> YES <space> PIN <space> Mobile Number ( নিজের
যেকোন অপারেটর) পাঠিয়ে দিবে 16222 নম্বরে ।
যেকোন অপারেটর) পাঠিয়ে দিবে 16222 নম্বরে ।
Example:RSC YES 1122 0171000 পাঠিয়ে দাও 16222 নম্বরে ।
খরচঃ বিভিন্ন বোর্ডের ভিন্ন খরচ হতে পারে, প্রতি পত্রের জন্য ১৫০ টাকা + ২টি
SMS ৬টাকা = ১৫৬ টাকার মতো খরচ হবে ।
SMS ৬টাকা = ১৫৬ টাকার মতো খরচ হবে ।