আনা গন্ডা কড়া ক্রান্তি লেখার চিহ্ন
বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো খতিয়ানে কিভাবে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি এবং তিল চিহ্ন লেখা হয় এবং কোন চিহ্নর নাম কি কি নিচে দেওয়া হলো ।
আনা লেখার প্রতীক চিহ্ন
আনা লেখার প্রতীক চিহ্ন | আনা বাংলা লেখা |
---|---|
৴ | এক আনা |
৵ | দুই আনা |
৶ | তিন আনা |
৷ | চার আনা |
৷৴ | পাঁচ আনা |
৷৵ | ছয় আনা |
৷৶ | সাত আনা |
৷৷ | আট আনা |
৷৷৴ | নয় আনা |
৷৷৵ | দশ আনা |
৷৷৶ | এগারো আনা |
৸ | বারো আনা |
৸৴ | তেরো আনা |
৸৵ | চৌদ্দ আনা |
৸৶ | পনেরো আনা |
সম্পন্ন অংশ | ষোল আনা |
গন্ডা লেখার নিয়ম
গন্ডা লেখার কোন চিহ্ন নাই । গন্ডা মূলত অংকে ১ থেকে ১৯ পর্যন্ত লেখা হয় । ২০ গন্ডায় এক আনা হয় সেই জন্য ২০ লেখা হয় না ।
গন্ডা লেখার প্রতীক চিহ্ন | গন্ডা বাংলা লেখা |
---|---|
১ | এক গন্ডা |
২ | দুই গন্ডা |
৩ | তিন গন্ডা |
৪ | চার গন্ডা |
৫ | পাঁচ |
৬ | ছয় গন্ডা |
৭ | সাত গন্ডা |
৮ | আট গন্ডা |
৯ | নয় গন্ডা |
১০ | দশ গন্ডা |
১১ | এগারো গন্ডা |
১২ | বারো গন্ডা |
১৩ | তেরো গন্ডা |
১৪ | চৌদ্দ গন্ডা |
১৫ | পনেরো গন্ডা |
১৬ | ষোল গন্ডা |
১৭ | সতেরো গন্ডা |
১৮ | আঠারো গন্ডা |
১৯ | উনিশ গন্ডা |
২০ লেখা হয় না | কারণ ২০ গন্ডায় এক আনা |
কড়া লেখার চিহ্ন
কড়া লেখার প্রতীক চিহ্ন | কড়া বাংলা লেখা |
---|---|
৷ | এক কড়া |
৷৷ | দুই কড়া |
৸ | তিন কড়া |
৪ কড়া লেখা হয় না, | কারণ ৪ কড়ায় এক গন্ডা হয় । |
ক্রান্তি লেখার নিয়ম ও চিহ্ন
ক্রান্তি লেখার প্রতীক চিহ্ন | ক্রান্তি বাংলা লেখা |
---|---|
৴ | এক ক্রান্তি |
৴৴ | দুই ক্রান্তি |
তিন লেখা হয় না | কারণ তিন ক্রান্তিতে এক কড়া |
তিল লেখার নিয়ম
১,২,৩,৪,৫,৬……১৮,১৯ পর্যন্ত ২০ লিখা হয় না, কারণ ২০ তিলে এক ক্রান্তি হয় ।
উপরে প্রতীকগুলো খেয়াল করলে দেখবেন কিছু কিছু প্রতীক সাদৃশ্যতা রয়েছে । যেমন, যদি ১২ লেখা থাকে তাহলে তা গন্ডা হতে পারে তিলও হতে পারে । এমনিভাবে ৸ চিহ্নটির দ্বারা তিন কড়া ও বোঝায় আবার ১২ আনাও বোঝায় । এখন প্রশ্ন হলো, এই সাদৃশ্যতা দূর করার উপায় কি? এর উপায় দুইটি । এক ধারাবাহিকতা অর্থাৎ লেখার সময় প্রথমে আনা তারপর গন্ডা কড়া ।