গার্মেন্টস শ্রমিকদের বেতন গেজেট ২০২৩
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র হতে প্রকাশিত সর্বশেষ পোশাক শ্রমিকদের
চূড়ান্ত ভাবে চারটি গ্রেডে কত টাকা মুজরি থাকছে এবং কোন গ্রেডে কোন পদবী থাকছে তা
নিয়ে বিস্তারিত বলা হল ।
চূড়ান্ত ভাবে চারটি গ্রেডে কত টাকা মুজরি থাকছে এবং কোন গ্রেডে কোন পদবী থাকছে তা
নিয়ে বিস্তারিত বলা হল ।
গ্রেড ভেদে মজুরী ধরা হয়েছে
- গ্রেড ১-এর ন্যূন্যতম মজুরী = ১৫০৩৫ টাকা ।
- গ্রেড ২-এর ন্যূন্যতম মজুরী = ১৪১৭৩ টাকা ।
- গ্রেড ৩-এর ন্যূন্যতম মজুরী = ১৩৫৫০ টাকা ।
- গ্রেড ৪-এর ন্যূন্যতম মজুরী = ১২৫০০ টাকা ।
গার্মেন্টস নতুন বেতন স্কেল ছক ২০২৩
গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত তফসিল “ক” শ্রণির শ্রমিকগনের জন্য নিম্নতম
মজুরি হার ও পদ সমূহ জানতে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
মজুরি হার ও পদ সমূহ জানতে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
গ্রেড ১ এর পদসমূহ এবং বেতন
পদসমূহ | বেতন |
---|---|
সিনিয়র অপারেটর (সকল ধরনের মেশিনের জন্য) সিনিয়র কাটার সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর সিনিয়র মার্কার/সিনিয়র ড্রইংম্যান সিনিয়র স্ক্রিন এক্সপোজার সিনিয়র আয়রণম্যান সিনিয়র স্যাম্পলম্যান/স্যাম্পল মেশিনিস্ট জুনিয়র মেকানিক জুনিয়র ইলেক্ট্রিশিয়ান সিনিয়র লাইন লিডারি |
মূল মজুরি (টাকা)=৮৩৯০/- বাড়ী ভাড়া ভাতা (টাকা)(মূল মজুরির ৫০%)=৪১৯৫/- চিকিৎসা ভাতা (টাকা)= ৭৫০ টাকা যাতায়াত ভাতা (টাকা)= ৪৫০ টাকা খাদ্য ভাতা (টাকা)= ১২৫০/- সর্বমোট মজুরি (টাকা)= ১৫০৩৫/ |
গ্রেড ২ এর পদসমূহ এবং বেতন
পদসমূহ | বেতন |
---|---|
সিনিয়র অপারেটর (সকল ধরনের মেশিনের জন্য) কাটারম্যান/নিডলম্যান/সিজারম্যান কোয়ালিটি ইন্সপেক্টর মার্কার/ড্রইংম্যান ইস্যুম্যান/ইনপুটম্যান বান্ডিল ম্যান / নাম্বারিং ম্যান অটো স্প্রেডার/লে-ম্যান পলিম্যান/প্যাকিং ম্যান / ফোল্ডিংম্যান ট্যাগম্যান / স্পটম্যান/রিসিভম্যান প্রিন্টার/পেইন্টার/ড্রায়ারম্যান স্ক্রিন এক্সপোজার আয়রণম্যান/প্রেসিংম্যান ওয়েল্ডার/ফিটার/প্লাম্বার স্যাম্পলম্যান ডিস্ট্রিবিউটর সাধারণ মেকানিক সাধারণ ইলেকট্রিশিয়ান লাইন লিডার |
মূল মজুরি (টাকা)=৭৮৮২/- বাড়ী ভাড়া ভাতা (টাকা)(মূল মজুরির ৫০%)=৩৯৪১/- চিকিৎসা ভাতা (টাকা)= ৭৫০ টাকা যাতায়াত ভাতা (টাকা)= ৪৫০ টাকা খাদ্য ভাতা (টাকা)= ১২৫০/- সর্বমোট মজুরি (টাকা)= ১৪২৭৩/ |
গ্রেড ৩ এর পদসমূহ এবং বেতন
বিঃদ্রঃ বর্তমান ৬ নাম্বার ও ৫ নাম্বার গ্রেড যেটা পূর্বের খসড়া মুজরিতে ৩
নাম্বার এবং ৪ নাম্বার গ্রেড ছিল । এখন এই ৩ নাম্বার এবং ৪ নাম্বার গ্রেডে প্রকাশ
করা হয়েছে । আগের বেতন লিষ্ট দেখতে
এখানে ক্লিক করুন ।
পদসমূহ | বেতন |
---|---|
জুনিয়র অপারেটর (সকল ধরনের মেশিনের জন্য) জুনিয়র কাটারম্যান/জুনিয়র নিডলম্যান/জুনিয়র সিজারম্যান জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর জুনিয়র মার্কার/জুনিয়র ড্রইংম্যান জুনিয়র ইস্যুম্যান/জুনিয়র ইনপুটম্যান জুনিয়র বান্ডিল ম্যান /জুনিয়র নাম্বারিং ম্যান জুনিয়র অটো স্প্রেডার/জুনিয়র লে-ম্যান জুনিয়র পলিম্যান/জুনিয়র প্যাকিং ম্যান /জুনিয়র ফোল্ডিংম্যান জুনিয়র ট্যাগম্যান /জুনিয়র স্পটম্যান/জুনিয়র রিসিভম্যান জুনিয়র প্রিন্টার/জুনিয়র পেইন্টার/জুনিয়র ড্রায়ারম্যান জুনিয়র স্ক্রিন এক্সপোজার জুনিয়র আয়রণম্যান/জুনিয়র প্রেসিংম্যান জুনিয়র ওয়েল্ডার/জুনিয়র ফিটার/জুনিয়র প্লাম্বার জুনিয়র স্যাম্পলম্যান জুনিয়র ডিস্ট্রিবিউটর সহকারী মেকানিক সহকারী ইলেকট্রিশিয়ান |
মূল মজুরি (টাকা)=৭৪০০/- বাড়ী ভাড়া ভাতা (টাকা)(মূল মজুরির ৫০%)=৩৭০০/- চিকিৎসা ভাতা (টাকা)= ৭৫০ টাকা যাতায়াত ভাতা (টাকা)= ৪৫০ টাকা খাদ্য ভাতা (টাকা)= ১২৫০/- সর্বমোট মজুরি (টাকা)= ১৩৫৫০/ |
গ্রেড ৪ এর পদসমূহ এবং বেতন
পদসমূহ | বেতন |
---|---|
সহকারী সিনিয়র অপারেটর (সকল ধরনের মেশিনের জন্য) সহকারী কাটারম্যান/সহকারী নিডলম্যান/সহকারী সিজারম্যান সহকারী কোয়ালিটি ইন্সপেক্টর সহকারী মার্কার/ড্রইংম্যান সহকারী ইস্যুম্যান/সহকারী ইনপুটম্যান সহকারী বান্ডিল ম্যান / সহকারী নাম্বারিং ম্যান সহকারী অটো স্প্রেডার/সহকারী লে-ম্যান সহকারী পলিম্যান/সহকারী প্যাকিং ম্যান /সহকারী ফোল্ডিংম্যান সহকারী ট্যাগম্যান /সহকারী স্পটম্যান/সহকারী রিসিভম্যান সহকারী প্রিন্টার/সহকারী পেইন্টার/সহকারী ড্রায়ারম্যান সহকারী স্ক্রিন এক্সপোজার সহকারী ওয়েল্ডার/সহকারী ফিটার/সহকারী প্লাম্বার সহকারী স্যাম্পলম্যান সহকারী ডিস্ট্রিবিউটর ফিনিশিং সহকারী সুতা ঝাড়া সহকারী লাইন আয়রনম্যান |
মূল মজুরি (টাকা)=৬৭০০/- বাড়ী ভাড়া ভাতা (টাকা)(মূল মজুরির ৫০%)=৩৩৫০/- চিকিৎসা ভাতা (টাকা)= ৭৫০ টাকা যাতায়াত ভাতা (টাকা)= ৪৫০ টাকা খাদ্য ভাতা (টাকা)= ১২৫০/- সর্বমোট মজুরি (টাকা)= ১২৫০০/ |