লিরিক্স

কালা গাছে ধলা বাইগোন লিরিক্স | Kala Gache Dhola Baigon lyrics

আমাদের গীত টি হল কালা গাছের ধলা রে বাইগু,বাইগুন ধরে ঝোপায় ঝোপায় ,সেই না বাইগুন তুলিতে রে সাধু,সাধু হাতে ফুড়িলো কাটা, ওরে শুই কিনিবার গেছিনুরে সাধু,সাধু মাদারগন্জের হাটে, ওরে পালোঙ্গে বসিয়া রে সাধু,সধু তুলিয়া দিব কাটা , এই গীত হল একটি ঐতিহাসিক গীত যা আনিছ বনিছের গাওয়া এই গীত টি .

কালা গাছে ধলা বাইগোন লিরিক্স

হায়রে কালা গাছের ধলা রে বাইগোন ।
বাইগোন ধরে ঝোপা ঝোপা ।। (২ বার)
….. মিউজিক …..
হায়রে সেই না বাইগোন তুলিতে রে সাধু,
সাধু হাতে ফুটিলো কাটা ।। (২ বার)
হায়রে কালা গাছের ধলা রে বাইগোন ।
বাইগোন ধরে ঝোপা ঝোপা ।।
….. মিউজিক …..
হায়রে সুই কিনিবার গেছিলাম গো সাধু,
সাধু বকশিগঞ্জের হাটে ।। (২বার)
হায়রে কালা গাছের ধলা রে বাইগোন ।
বাইগোন ধরে ঝোপা ঝোপা ।।
….. মিউজিক …..
হায়রে সেই না কাটা তুলিবো রে সাধু,
সাধু পালঙ্কে বসিয়া । (২বার)
হায়রে কালা গাছের ধলা রে বাইগোন ।
বাইগোন ধরে ঝোপা ঝোপা ।।
….. মিউজিক …..
হায়রে সেই না বাইগোন বেচিয়া রে সাধু,
সাধু কিনিয়া আনিবো মালা ।। (২বার)
হায়রে কালা গাছের ধলা রে বাইগোন ।
বাইগোন ধরে ঝোপা ঝোপা ।। (২বার)
….গান শেষ…..

কালা গাছে ধলা বাইগোন গান

See also  তোমরা ওসার করিয়া পারো বিছানা ও দয়ার ভাগিনা লিরিক্স