লিরিক্স

তোমরা ওসার করিয়া পারো বিছানা ও দয়ার ভাগিনা লিরিক্স

রংপুর বিয়ের গীত,ও দয়ার ভাগিনা না | উত্তর বঙ্গের হলুদির গীত | rangpurer biyer git, new song bl

তোমরা ওসার করিয়া পারো বিছানা গানের লিরিক্স

গানের কথাঃ
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
……… মিউজিক……..
ভাগিনা গেছে ধাপের হাট, কিনিয়া আনছে ভাগ্না ছাপর খাট ।। (২বার)
ওরে সেইনা খাটোট আমার পাছা আটে না , ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
……… মিউজিক……..
ওরে ভাগিনা গেছে চিল মারি, কিনিয়া আনছে ভাগ্না লাল শাড়ী ।। (২বার)
ওরে সেইনা শাড়ী হামার মনোত লাগে না , ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
……… মিউজিক……..
ওরে ভাগিনা গেছে অলিপুর, কিনিয়া আনছে ভাগ্না কানের দুল ।। (২বার)
ওরে সেইনা দুলো হামার মনোত লাগে না , ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
……… মিউজিক……..
ওরে ভাগিনা গেছে গাইবান্ধা, কিনিয়া আনছে ভাগ্না কলার কান্দা ।। (২বার)
ওরে সেইনা কলা হামার মজা লাগে না, ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
……… মিউজিক……..
ওরে ভাগিনা গেছে নাগেরশ্ব‌রী, কিনিয়া আনছে ভাগিনা হাত ঘড়ী ।। (২বার)
ওরে সেইনা ঘড়িত আবার টাইম ওঠে না, ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা ।
……… মিউজিক……..
ওরে ভাগিনা গেছে যশোর, কিনিয়া আনছে ভাগিনা নাকের বেশর ।। (২বার)
ওরে সেইনা বেশর হামার মনোত লাগে না, ও দয়ার ভাগিনা ।
তোমরা ওসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা । (৪বার )
See also  কালা গাছে ধলা বাইগোন লিরিক্স | Kala Gache Dhola Baigon lyrics