ইটের হিসাব

বাড়ি তৈরির ইটের হিসাব । দেয়াল গাথুনীতে ইটের হিসাব । Brick calculation Method

দেয়াল গাথুনীতে ইটের হিসাব

আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
করবো । এই পোস্ট যদি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি একটা বাড়ী তৈরি করতে কত ইট
লাগবে নিজে নিজে হিসাব করে বের করতে পারবেন ।

৫" গাথুনিতে ইটের হিসাব, ইটের হিসাব ক্যালকুলেটর, ১০" গাথুনিতে ইটের হিসাব, দেয়াল গাথুনীতে ইটের হিসাব, ইটের হিসাব বের করার সূত্র, রাজমিস্ত্রি ইটের হিসাব, ইটের সলিং এর হিসাব, ৩" গাথুনিতে ইটের হিসাব, ইটের হিসাব বের করার নিয়ম, ইটের গাঁথুনির হিসাব, বাড়ি তৈরি করতে ইটের হিসাব, ইটের আয়তন, বিল্ডিং এর হিসাব, বাড়ি নির্মাণ ক্যালকুলেটর, বাড়ি তৈরির হিসাব নিকাশ, নির্মাণ কাজের হিসাব, বাড়ি তৈরির হিসাব নিকাশ, ইটের হিসাব ক্যালকুলেটর, বাড়ি তৈরির যাবতীয় হিসাব নিকাশ apk, রাজমিস্ত্রী খরচ, কন্সট্রাকশন কাজের রেট 2023, দেয়াল প্লাস্টার খরচ, ১০ তলা বাড়ির খরচ, দেয়াল গাথুনীতে ইটের হিসাব, ১০ ইঞ্চি ইটের গাথুনির হিসাব, ইটের হিসাব ক্যালকুলেটর, ৩" গাথুনিতে ইটের হিসাব, ইটের গাথুনিতে সিমেন্টের হিসাব, ৫ গাথুনিতে সিমেন্টের হিসাব, ইটের হিসাব বের করার সূত্র, রাজমিস্ত্রি ইটের হিসাব, দেয়াল গাথুনীতে ইটের হিসাব, ১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে, ইটের হিসাব ক্যালকুলেটর, ৫" গাথুনিতে সিমেন্ট এর হিসাব, ১৫ ইঞ্চি ইটের গাথুনির হিসাব, ৫ ইঞ্চি ইটের গাথুনির হিসাব, ইটের গাঁথুনির হিসাব, গাথুনির মসলার হিসাব, ৫" গাথুনিতে সিমেন্ট এর হিসাব, ৫" গাথুনিতে মসলার হিসাব, ইটের হিসাব ক্যালকুলেটর, ৩" গাথুনিতে ইটের হিসাব, বাড়ি তৈরির ইটের হিসাব, দেয়াল গাথুনীতে ইটের হিসাব, ইটের গাথুনির মসলার হিসাব, রাজমিস্ত্রি ইটের হিসাব, দেয়াল গাথুনীতে ইটের হিসাব, ১০" গাথুনিতে ইটের হিসাব, ৫" গাথুনিতে ইটের হিসাব, কলাম ঢালাই এর হিসাব, ছাদ ঢালাই এর হিসাব, ১০০০ ইট গাথুনিতে কত ব্যাগ সিমেন্ট লাগে, ৩" গাথুনিতে ইটের হিসাব, ফ্লোর ঢালাই এর হিসাব,
দেয়াল গাথুনীতে ইটের হিসাব

৫” গাথুনিতে ইটের হিসাব

আপনারা উপরে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা একটা ইটের দেওয়াল, আপনারা মনে করে আপনি
একটি বাড়ী তৈরি করবেন এবং সেই বাড়ীর একটা দেওয়াল দিবেন সেই দেওয়ালের দৈর্ঘ হবে ১৮
ফুট, উচ্চতা হবে ১৪ ফুট, এবং সেই দেওয়ালটার গাঁথুনি হবে ৫ ইঞ্চি । তাহলে ঐ
দেওয়ালে কতগুলো ইট লাগবে সেটা আপনি কিভাবে বুঝবেন ।

আজকে আমি এই পোস্টের মাধ্যমে এমন একটা পদ্ধতি শিখাবো । যে পদ্ধতির মাধ্যমে একটা
দেওয়ালে কতগুলো ইট প্রয়োজন হবে সেটা আপনি নিজে হিসাব করে বের করতে পারবেন । তাহলে
চলুন কিভাবে হিসাব করবেন ।

একটা দেওয়ালের হিসাব বের করার আগে আপনাকে একটা ইটের সাইজ জানতে হবে । আমরা যে
বাড়ী তৈরি করি সেই ইটের একটা সাইজ আছে সেটা আপনাকে জানতে হবে । সাধারণত একটি ইটের
সাইজ থাকেঃ

ইটের সাইজঃ

  •     দৈর্ঘ = ৯.৫ ইঞ্চি
  •     প্রস্থ = ৪.৫ ইঞ্চি
  •     উচ্চতা = ২.৭৫ ইঞ্চি
বাড়ী তৈরি করার সময় যে বালি এবং সিমেন্ট দিয়ে গাঁথুনি দেওয়া হয় তখন সেই ইটের সাইট
কিন্তু বড় হয়ে যায় । বালু সিমেন্ট দিয়ে গাঁথুনি দিলে ইটের সাইজ সাধারণত হয় ।

গাঁথুনি দেওয়ার পর ইটের সাইজঃ

  •     দৈর্ঘ = ১০ ইঞ্চি
  •     প্রস্থ = ৫ ইঞ্চি
  •     উচ্চতা = ৩ ইঞ্চি
এই সাইজ দিয়ে আমাদের হিসাব বের করতে হবে তাহলে চলুন হিসাব বের করি ।ইট এখন
ইঞ্চিতে আছে আমরা ফুটে রুপান্তর করে নিব । ইঞ্চি থেকে ফুট রুপান্তর করতে ১২ দিয়ে
ভাগ করতে হবে তাহলে আমরা ফুট পাবো ।

ইটের হিসাব বের করার সূত্র

ইটের সাইজঃ

  • দৈর্ঘ = ১০ ইঞ্চি = ১০ ➗ ১২ = ০.৮৩৩ ফুট
  • প্রস্থ = ৫ ইঞ্চি = ৫ ➗ ১২
    = ০.৪১৬৬ ফুট
  • উচ্চতা = ৩ ইঞ্চি = ৩ ➗ ১২
    = ০.২৫ ফুট

এখন ফুট দিয়ে একটি ইটের আয়তন বের করতে হবে । ইটের আয়তন বের করার
সূত্রঃ দৈর্ঘ ✖ প্রস্থ ✖ উচ্চতা

একটি ইটের আয়তন 

দৈর্ঘ ✖ প্রস্থ ✖ উচ্চতা
০.৮৩৩ ✖ ০.৪১৬৬
✖ ০.২৫ ft
= ০.০৮৬৮ cft
এখন একটা দেওয়ালের আয়তন বের করতে হবে । আয়তন বের করার সূত্রঃ দৈর্ঘ ✖ প্রস্থ ✖ উচ্চতা ।

দেওয়ালের আয়তন

     দৈর্ঘ ✖ প্রস্থ ✖ উচ্চতা
= ১৮ ✖ (৫➗১২) ✖ ১৪
= ১৮ ✖ ০.৪১৬৬ ✖ ১৪
= ১০৫ cft

দেওয়ালে মোট ইটের সংখ্যা কত হবে?

এখন একটা দেওয়ার মোট সংখ্য বের করার সূত্রঃ দেওয়ালের আয়তন ➗ ইটের আয়তন ।
দেওয়ালে মোট ইটের সংখ্যা 
= দেওয়ালের আয়তন ➗ ইটের আয়তন
= ১০৫ ➗ ০.০৮৬৮
= ১২০৯ টি ।
সুতরাং সেই দেওয়ালের দৈর্ঘ ১৮ ফুট, উচ্চতা ১৪ ফুট, এবং সেই গাঁথুনি হবে ৫ ইঞ্চি ।
তাহলে ঐ দেওয়ালে মোট ১২০৯টি ইট লাগবে ।

পরিশেষে

আপনি আপনার বাড়ী তৈরি করার আগে আপনার বাড়ী কত বড় হবে দৈর্ঘ,প্রস্থ, উচ্চতা এবং
গাঁথুনি কত হবে সেটা মেপে নেওয়ার পর এই হিসাব করলে সহজেই আপনার বাড়ী তৈরি করতে
কয়টি ইট লাগবে সহজে বের করতে পারবেন ।
ধন্যবাদ সবাইকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *