বাড়ি তৈরির ইটের হিসাব । দেয়াল গাথুনীতে ইটের হিসাব । Brick calculation Method
দেয়াল গাথুনীতে ইটের হিসাব
আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
করবো । এই পোস্ট যদি শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি একটা বাড়ী তৈরি করতে কত ইট
লাগবে নিজে নিজে হিসাব করে বের করতে পারবেন ।
দেয়াল গাথুনীতে ইটের হিসাব |
৫” গাথুনিতে ইটের হিসাব
আপনারা উপরে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা একটা ইটের দেওয়াল, আপনারা মনে করে আপনি
একটি বাড়ী তৈরি করবেন এবং সেই বাড়ীর একটা দেওয়াল দিবেন সেই দেওয়ালের দৈর্ঘ হবে ১৮
ফুট, উচ্চতা হবে ১৪ ফুট, এবং সেই দেওয়ালটার গাঁথুনি হবে ৫ ইঞ্চি । তাহলে ঐ
দেওয়ালে কতগুলো ইট লাগবে সেটা আপনি কিভাবে বুঝবেন ।
আজকে আমি এই পোস্টের মাধ্যমে এমন একটা পদ্ধতি শিখাবো । যে পদ্ধতির মাধ্যমে একটা
দেওয়ালে কতগুলো ইট প্রয়োজন হবে সেটা আপনি নিজে হিসাব করে বের করতে পারবেন । তাহলে
চলুন কিভাবে হিসাব করবেন ।
একটা দেওয়ালের হিসাব বের করার আগে আপনাকে একটা ইটের সাইজ জানতে হবে । আমরা যে
বাড়ী তৈরি করি সেই ইটের একটা সাইজ আছে সেটা আপনাকে জানতে হবে । সাধারণত একটি ইটের
সাইজ থাকেঃ
ইটের সাইজঃ
- দৈর্ঘ = ৯.৫ ইঞ্চি
- প্রস্থ = ৪.৫ ইঞ্চি
- উচ্চতা = ২.৭৫ ইঞ্চি
কিন্তু বড় হয়ে যায় । বালু সিমেন্ট দিয়ে গাঁথুনি দিলে ইটের সাইজ সাধারণত হয় ।
গাঁথুনি দেওয়ার পর ইটের সাইজঃ
- দৈর্ঘ = ১০ ইঞ্চি
- প্রস্থ = ৫ ইঞ্চি
- উচ্চতা = ৩ ইঞ্চি
ইঞ্চিতে আছে আমরা ফুটে রুপান্তর করে নিব । ইঞ্চি থেকে ফুট রুপান্তর করতে ১২ দিয়ে
ভাগ করতে হবে তাহলে আমরা ফুট পাবো ।
ইটের হিসাব বের করার সূত্র
- দৈর্ঘ = ১০ ইঞ্চি = ১০ ➗ ১২ = ০.৮৩৩ ফুট
-
প্রস্থ = ৫ ইঞ্চি = ৫ ➗ ১২
= ০.৪১৬৬ ফুট -
উচ্চতা = ৩ ইঞ্চি = ৩ ➗ ১২
= ০.২৫ ফুট
সূত্রঃ দৈর্ঘ ✖ প্রস্থ ✖ উচ্চতা
একটি ইটের আয়তন
✖ ০.২৫ ft
দেওয়ালের আয়তন
দেওয়ালে মোট ইটের সংখ্যা কত হবে?
তাহলে ঐ দেওয়ালে মোট ১২০৯টি ইট লাগবে ।
পরিশেষে
গাঁথুনি কত হবে সেটা মেপে নেওয়ার পর এই হিসাব করলে সহজেই আপনার বাড়ী তৈরি করতে
কয়টি ইট লাগবে সহজে বের করতে পারবেন ।