২১শে ফেব্রুয়ারি বক্তব্য | শহিদ দিবসের ভাষণ | Ekuse February Speech in Bengali | ekushe february bhashan
মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে,
তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না ।
বলো মা, তাই কি হয়?
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত,
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত ।
এই সমস্ত লাইনগুলো আজও বাঙালির হৃদয়ে মনে প্রাণে আবেগময় শিহরণ তৈরি করে ।
মহান শহিদ দিবস উপলক্ষে বক্তব্য বা ভাষণ
মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অন্য অতিথিবৃন্দ, সমবেত
সুধীমন্ডলী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা । শুরুতেই, আজকের এই মহান দিবসে বিনম্র
শ্রদ্ধা । জানাই বায়ান্নর ভাষা শহিদদের প্রতি । গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে, ভাষা আন্দোলনেও যার ভূমিকা ছিল অবিস্মরনীয় ।
সুধীমন্ডলী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা । শুরুতেই, আজকের এই মহান দিবসে বিনম্র
শ্রদ্ধা । জানাই বায়ান্নর ভাষা শহিদদের প্রতি । গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে, ভাষা আন্দোলনেও যার ভূমিকা ছিল অবিস্মরনীয় ।
একুশে ফেব্রুয়ারি নানা মাত্রিকতায় গৌরবাজ্জ্বল ও মহিমান্বিত করেছে বাঙালি জাতিকে
। একুশে আমাদের সাহসের প্রতীক । ফি বছর বাঙালির জীবনে একুশে ফিরে আসে স্বদেশ
চেতনা ও উজ্জীবনের বার্তা নিয়ে ।
। একুশে আমাদের সাহসের প্রতীক । ফি বছর বাঙালির জীবনে একুশে ফিরে আসে স্বদেশ
চেতনা ও উজ্জীবনের বার্তা নিয়ে ।
১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার জন্য ছাত্র-জনতার রক্তে রচিত হয়েছে
বাঙালির যে ইতিহাস সেটিই আমাদের মাথানত না করার চিরকালীন প্রেরণা হয়ে আছে ।
বাঙালির যে ইতিহাস সেটিই আমাদের মাথানত না করার চিরকালীন প্রেরণা হয়ে আছে ।
মাতৃভাষা বাংলার জন্য রচিত একুশের এই সোপান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
হস্তক্ষেপে এবং ইউনেস্কোর সহযোগিতায় বর্তমানে বিশ্বব্যাপী সকল ভাষা গোষ্ঠীর
মাতৃভাষার মর্যাদার প্রতীক হয়ে ওঠেছে ।
হস্তক্ষেপে এবং ইউনেস্কোর সহযোগিতায় বর্তমানে বিশ্বব্যাপী সকল ভাষা গোষ্ঠীর
মাতৃভাষার মর্যাদার প্রতীক হয়ে ওঠেছে ।
একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ কথাটি ভাবতেই আমাদের বুক গর্বে
ভরে ওঠে । নানা দেশের মানুষ এখন বাংলা ভাষায় কথা বলেন । ভাষা শহিদদের সম্মানে
আজকের এই মহান দিবসটি উদ্যাপন করেন ।
ভরে ওঠে । নানা দেশের মানুষ এখন বাংলা ভাষায় কথা বলেন । ভাষা শহিদদের সম্মানে
আজকের এই মহান দিবসটি উদ্যাপন করেন ।
বন্ধুগণ, ১৯শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ্ ঢাকায় এসে ঘোষণা করেন- Urdue and
only urdue shall be the state language of pakistan .
only urdue shall be the state language of pakistan .
তরে এ বক্তব্যের প্রতিবাদে ৩০শে জানুয়ারি ঢাকা শহরে ধর্মঘট পালিত হয় এবং গঠন করা
হয় “সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” এ পরিষদ ২১শে ফেব্রুয়ারিতে দেশব্যাপী
সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দেয় ।
হয় “সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ” এ পরিষদ ২১শে ফেব্রুয়ারিতে দেশব্যাপী
সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দেয় ।
আন্দোলনের ভয়ে ভীত হয়ে পশ্চিম পাকিস্তানী শাসকচক্র ১৪৪ ধারা জারি করে । আর সেই
১৪৪ ধারা অমান্য করে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম,
বরকত,জব্বার, রফিক, শফিউরসহ আরও অনেকে ।
১৪৪ ধারা অমান্য করে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম,
বরকত,জব্বার, রফিক, শফিউরসহ আরও অনেকে ।
শহিদের রক্তচিহ্ন ও বীরতবকে অম্লান করে রাখতে ঘটনা স্থলে তৈরি করা হয় । শহিদ
মিনার । উপস্থিত সুধীমন্ডলী, কানাডায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি ২১শে
ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানের প্রস্তাব করে
ইউনেস্কোর কাছে ।
মিনার । উপস্থিত সুধীমন্ডলী, কানাডায় বসবাসকারী বেশ কয়েকজন বাঙালি ২১শে
ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানের প্রস্তাব করে
ইউনেস্কোর কাছে ।
শেষে বাংলাদেশ সরকারের সাথে তাঁদের আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে সর্বস্মতিক্রমে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ।
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে সর্বস্মতিক্রমে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ।
সেই থেকে একুশে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাভাষী মানুষদের নয়, গোটা বিশ্বের
মাতৃভাষা দিবস । এ স্বীকৃতি ভাষা শহিদদেরই গৌরবগাথা । এ বিজয় তাদেরই তাঁদের
আত্মত্যাগ বৃথা যায়নি ।
মাতৃভাষা দিবস । এ স্বীকৃতি ভাষা শহিদদেরই গৌরবগাথা । এ বিজয় তাদেরই তাঁদের
আত্মত্যাগ বৃথা যায়নি ।
তাই বিশ্বব্যাপী ভাষা সংগ্রামীদের এই দিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ।
তাঁদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে ও সমর্থনে স্থাপিত আন্তর্জাতিক
মাতৃভাষা ইনস্টিটিউটে আজ আমরা সমবেত হই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর
উদেশ্যে ।
তাঁদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে ও সমর্থনে স্থাপিত আন্তর্জাতিক
মাতৃভাষা ইনস্টিটিউটে আজ আমরা সমবেত হই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর
উদেশ্যে ।
সবশেষে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন, বাংলা ভাষার চর্চা
বিকাশ ও এর সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ যারা প্রাণপণ চেষ্টা । করেছেন ও
এখনো করে যাচ্ছেন, তাঁদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করে এখানেই শেষ করছি ।
বিকাশ ও এর সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ যারা প্রাণপণ চেষ্টা । করেছেন ও
এখনো করে যাচ্ছেন, তাঁদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করে এখানেই শেষ করছি ।
শহিদ স্মৃতি অমর হোক ।
ধন্যবাদ সবাইকে ।