অনুষ্ঠানের বক্তব্য

ভাষণ বা বক্তৃতা দেয়ার নিয়ম

বক্তব্য শুরুতে কি বলতে হয়, উপস্থিত বক্তৃতা শুরু করার নিয়ম, বক্তব্য দেওয়ার নিয়ম, স্বাগত বক্তব্য দেওয়ার নিয়ম, ইসলামিক বক্তব্য শুরুতে কি বলতে হয়, বাংলা স্বাগত বক্তব্য নমুনা, বক্তব্য শিখুন, বক্তৃতা শুরু করার নিয়ম pdf, উপস্থিত বক্তৃতা শুরু করার নিয়ম, বক্তব্য শুরুতে কি বলতে হয়, বাংলা স্বাগত বক্তব্য নমুনা, বক্তৃতা সংগ্রহ pdf, বক্তব্য দেওয়ার নিয়ম, বক্তব্য শিখুন, সেরা বক্তৃতা, বক্তব্য শেখার কৌশল, বক্তৃতা শুরু করার নিয়ম pdf, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার নমুনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা বাংলা, বক্তব্য শুরুতে কি বলতে হয়, সেরা বক্তৃতা, উপস্থিত বক্তৃতা বিষয়, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয়,
আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের অনেকই বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ বা বক্তৃতা
দেওয়ার প্রয়োজন পড়ে বা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতে চান কিন্তু
অনেকেই জানেন না কিভাবে বক্তৃতা দেবেন বা কিভাবে একটা বক্তৃতা শুরু করতে হবে আজ
এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন । আমি চারটি ধাপে এই
নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

সম্ভাষণ

ভাষণ বা বক্তৃতার শুরুতেই উপস্থিতি যারা রয়েছেন তাদেরকে যথাযথভাবে সম্বোধন করতে
হবে । বক্তৃতা যদি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে দিতে হয় তাহলে সেখানে
অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিও থাকতে পারেন । তাই বক্তৃতায়
তাঁদের উদ্দেশ্য সম্ভাষণ করতে হবে বা শুভেচ্ছা জানাতে হবে ।
যেমনঃ সম্মানিত প্রধান অতিথি বা শ্রদ্ধেয় অধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকবৃন্দ
বা প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা এবং সম্মানিত উপস্থিতি ।
এভাবে করে কিন্তু সম্বোধন করতে হয় ।
বক্তা বক্তৃতার শুরুতেই এভাবে বলতে পারেন-
আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান
অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমন্ডলী, সবার প্রতি
আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ।
অথবা এভাবে বলতে পারেন-
আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং
মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধিজন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ।
একজন অতিথির নাম যদি আপনি বলেন বাকিদের যদি না বলেন তাহলে কিন্তু অন্যরা মন খারাপ
করবে। তাই একজন অতিথি নাম যদি বলেন তাহলে সবার নামই কিন্তু ধাপে ধাপে বলতে হবে ।
তাই সম্মানিত অতিথি বৃন্দ বললেই যথেষ্ট । আর যদি কোথাও বক্তৃতা দিতে গেলে
অতিথিদের নাম বলাটা বাধ্যতামূলক থাকে তবে অতিথি যারা রয়েছেন তাদের সবার নাম
উল্লেখ করতে হবে ।
বক্তব্যে সাধারণত তিনটি ধাপ থাকে যেমনঃ
  • সূচনা বা ভুমিকা
  • মূল বক্তব্য
  • উপসংহার
  • সূচনা বা ভুমিকা
See also  জাতীয় শোক দিবস লিখিত নমুনা ভাষণ - National Mourning Day speech
সূচনা বা ভূমিকাতে সবাইকে সম্ভাবনের পর ভাষণের মূল বিষয় নিয়ে শ্রোতা দর্শকদের
ধারণা দিতে হবে যে কি বিষয় নিয়ে মূল বক্তব্যে আলোচনা হবে ।
এবং এটা যেন খুব দীর্ঘ না হয় আপনি আপনার মূল বক্তব্যে কি কি বিষয় নিয়ে আলোচনা
করবেন তা এখানে শ্রোতা দর্শকদের জানাতে পারেন ।
অনেক ক্ষেত্রে এই অংশে অনুষ্ঠানে যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানানো
যেতে পারে ।
ধরা যাকঃ
আপনার বক্তব্যের বিষয় বৈশ্বিক মূল্যস্ফীতি – প্রেক্ষাপট বাংলাদেশ। সূচনা
অংশে এই বিষয় নিয়ে সার্বিক ধারণা, তার বৈশ্বিক অবস্থা ও দেশের অবস্থা ইত্যাদি
নিয়ে শুরুতে আপনি কিছু কথা বলতে পারেন ।
প্রথমেই আপনাকে বলতে হবে মূল্যস্ফীতি জিনিসটা কি? কেন
বিশ্বে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আর এতে বাংলাদেশের
মূল্যস্ফীতির কি অবস্থা। এই নিয়ে সাধারণ কিছু কথা বলবেন সূচনা অংশে ।

মূল বক্তব্য

বক্তৃতার সূচনা অংশের রেস ধরে মূল বক্তব্যে আপনি চলে গেলেন দ্রব্যমূল্য বৃদ্ধি
প্রধান কারণ ইউক্রেন যুদ্ধে এ নিয়ে কথা বলা শুরু করে সেই যুদ্ধ কিভাবে
জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সেই প্রসঙ্গে চলে গেলেন দেশে কিভাবে দ্রব্যমূল্যের
বৃদ্ধির প্রভাব পড়ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং তথ্য উপাত্ত যুক্তি
বিশ্লেষণ ইত্যাদি দিয়ে সার্বিকভাবে আলোচনা করলেন । মূল বক্তব্যে যা থাকে সকল
ধরনের তথ্য উপাত্য যুক্তি বিশ্লেষণ ইত্যাদি ।

উপসংহার

এবারে বক্তব্যের সমাপনী বা উপসংহারে কি বলবেন?
বক্তব্য শেষ করার আগে কিছু পরামর্শ দিবেন কিভাবে দেশের মূল্য স্পিডে কমানো যায়
কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত ইত্যাদি সম্পর্কে আপনি পরামর্শ বা সাজেশন দেবেন
অর্থাৎ মূল বক্তব্যের পর এই অংশে আশাবাদ ব্যক্ত করে কিছু পরামর্শ দিতে পারেন
সেটাও হতে পারে উপদেশ মূলক ও অনুরোধমূলক ইত্যাদি সংক্রান্ত কথা বলে ভাষণ বা
বক্তব্য শেষ করবেন ।
See also  অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট pdf নমুনা
এভাবে আপনি বক্তব্যের একটি স্ক্রিপ্ট তৈরি করবেন । স্ক্রিপ্ট তৈরির জন্য বিভিন্ন
বই, পত্রিকা, ম্যাগাজিন ও গুগলের সাহায্য নিবেন । সকল তথ্য যখন সংগ্রহ করা হয়ে
যাবে তখন আপনার বক্তৃতার স্ক্রিপ্ট তৈরি করা সহজ হয়ে যাবে ।
তখন বক্তৃতা যে তিনটি ধাপ রয়েছে অর্থাৎ সূচনা মূল বক্তব্য ও উপসংহার অংশে আপনার
সংগ্রহ করা তথ্যগুলো সন্নিবেশ করবেন ।
তারপর বক্তৃতার যে স্ক্রিপ্টটি তৈরি করেছেন সেটি একটি প্রিন্ট বের করে ফেলতে
পারেন। এবং সেটা আয়নার সামনে দাঁড়িয়ে বারবার চর্চা করবেন। আর যেদিন বক্তব্য
দিতে যাবেন সেদিন স্ক্রিপ্টটা নিয়ে না গেলেই ভালো করবেন। কারণ আপনিতো স্ক্রিপ
দেখে দেখে বক্তব্য দেবেন না আপনার কাজ হচ্ছে পুরো জিনিসটা মাথায় গুছিয়ে নেওয়া
চর্চা করা তারপর বক্তব্য দেওয়া ।
আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ছোট ছোট কাগজের কি কি বিষয় নিয়ে কথা বলবেন
তার পয়েন্টগুলো লিখে নিয়ে যাওয়া। তাহলে বক্তব্য দিতে গিয়ে যদি ভুলে যান
পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে নিতে পারবেন তারপর আপনার মনে পড়বে ।
বন্ধুরা এবার চলুন চলে যাই বক্তৃতা দেওয়ার সময় যে যে বিষয়গুলো অবশ্যই
মাথায় রাখতে হবেঃ-
  • কোন ধরনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তা মাথায় রাখতে হবে । সেটি কি কোন
    বিদায়ের অনুষ্ঠান নাকি কোন দিবস ভিত্তিক অনুষ্ঠান নাকি কোন রাজনৈতিক সভার
    আপনি বক্তব্য দিতে যাচ্ছেন এ বিষয়গুলো মাথায় রেখে আপনাকে বক্তব্য দিতে হবে
  • বক্তব্য যদি দীর্ঘ হয় তবে কথা বলতে বলতে ক্লান্তি আসতে পারে তাই কয়েক
    সেকেন্ডের জন্য বিরতি নিয়ে আবার কথা বলা শুরু করতে পারেন তাতে কথার গুছিয়ে
    বলার সুযোগ তৈরি হবে ।
  • বক্তব্যের টপিক যাই হোক না কেন জাতি ধর্ম বর্ণ কাউকে আঘাত করে কিছু বলবেন না
  • সময়ের প্রতি খেয়াল রাখবেন অতি দীর্ঘ বক্তব্য না দিয়ে যথাসময়ের মধ্যে মূল
    বক্তব্য শেষ করাই হলো স্মার্টনেস ।
  • কোন বিদ্বেষ মূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।
  • অতিরঞ্জিত কিছু করবেন না। অতিরিক্ত হাসি ঠাট্টা থেকে বিরত থাকবেন।
  • কোন তথ্যকে নিজের মতো করে পরিবর্তন করে প্রকাশ করবেন না ।
See also  শেখ রাসেল দিবস ২০২৩ | শেখ রাসেল দিবসের বক্তব্য | শেখ রাসেল এর জীবন বৃত্তান্ত | sekh rasel speech
বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কিভাবে একটা অনুষ্ঠানে বক্তৃতা
করা যায় বা বক্তৃতা দেওয়া যায় কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনাকে বক্তৃতা
দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এ নিয়ম কানুন গুলো যদি আপনি মেনে চলেন এবং
নিয়মিত চর্চা করেন তাহলে খুব সহজেই আপনি একজন ভালো বক্তা হয়ে উঠবেন। আর অবশ্যই
বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বা কোথাও
যদি বক্তব্য দেওয়ার সুযোগ থাকে অবশ্যই সেটি মিস করবেন না ।
tag…
বক্তব্য শুরুতে কি বলতে হয়, উপস্থিত বক্তৃতা শুরু করার নিয়ম, বক্তব্য দেওয়ার
নিয়ম, স্বাগত বক্তব্য দেওয়ার নিয়ম, ইসলামিক বক্তব্য শুরুতে কি বলতে হয়, বাংলা
স্বাগত বক্তব্য নমুনা, বক্তব্য শিখুন, বক্তৃতা শুরু করার নিয়ম pdf, উপস্থিত
বক্তৃতা শুরু করার নিয়ম, বক্তব্য শুরুতে কি বলতে হয়, বাংলা স্বাগত বক্তব্য
নমুনা, বক্তৃতা সংগ্রহ pdf, বক্তব্য দেওয়ার নিয়ম, বক্তব্য শিখুন, সেরা বক্তৃতা,
বক্তব্য শেখার কৌশল, বক্তৃতা শুরু করার নিয়ম pdf, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা,
উপস্থিত বক্তৃতার নমুনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা বাংলা, বক্তব্য শুরুতে কি
বলতে হয়, সেরা বক্তৃতা, উপস্থিত বক্তৃতা বিষয়, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার
বিষয়,