Teachers Day 2023 speech in Bengali: শিক্ষক দিবসে ভাষন, বক্তব্য শিখুন
হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটি নতুন পোস্টে তোমাদের স্বাগত জানাই শিক্ষক দিবস
উপলক্ষে একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করছি।
শিক্ষক দিবসের ছোট বক্তৃতা
শুভ সকাল, আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রথমেই
জানাই ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ মহাশয়ের প্রতিকৃতির পাদপদ্মে ভক্তিপূর্ণ
প্রণাম।
এরপর প্রণাম জানাই আমার স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দদের । সম্মান
জানাই সকল শিক্ষা কর্মী ও অতিথিবৃন্দদের । আমার স্নেহের সহপাঠী ও ভাই বোনেদের
জানাই আন্তরিক ভালোবাসা ।
সর্বোপরি এই সভায় উপস্থিত ছোট বড় সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
আমি আমার বক্তব্য শুরু করছি ।
মানুষ গড়ার কারিগর তুমি
মোদের শিক্ষা গুরু
তুমি আমাদের আলোর দিশারী
শুভ চেতনার শুরু ।
প্রতি বছরের ন্যায় আজকেও আমরা জাতীয় শিক্ষক দিবস পালনের জন্য সমবেত হয়েছি ।
আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ভারতবর্ষের একজন মহান শিক্ষক ডাঃ
সর্বপল্লী রাধাকৃষ্ণাণ মহাশয় কে । আজ থেকে ১৩৫ বছর পূর্বে ১৮৮৮ সালে ৫ই
সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতান্নি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্নগ্রহণ
করেছিলেন । তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তাই কোন্দিন জীবনের কোন পরীক্ষায় দ্বিতীয়
হননি । তিনি শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষক হিসাবে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন ।
তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, দার্শনিক ও রাজনীতিবিদ । তিনি স্বাধীন ভারতের
প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন । ১৯৬২ সালে রাষ্ট্রপতি
নির্বাচিত হওয়ার পর তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বন্ধুরা ৫ই সেপ্টেম্বর তাঁর
জন্ম দিবস পালন করতে চাইলে তিনি ওই দিন শিক্ষক দিবস পালন করার ইচ্ছা প্রকাশ করেন
। তাঁর সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ৫ই সেপ্টেম্বর এই মহান শিক্ষাগুরুর
জন্মদিনটিকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় । তিনি বলেন…
দেশের সবথেকে সেরা মস্তিষ্কের অধিকারী হলেন একজন শিক্ষক ।
শিক্ষকরাই তৈরি করেন আগামীর ভবিষৎ এক উন্নত দেশ ।
সত্যি তাই, জীবনের চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ । একটি শিক্ষা অন্যটি
দীক্ষা, দীক্ষা আসে পরিবার থেকে আর শিক্ষা আসে শিক্ষকের থেকে । এই দুইয়ের
সংমিশ্রণে আগামী জীবন চলার পথ খুব সহজ হয়ে ওঠে ।
শিক্ষক নিয়ে বক্তব্য
শিক্ষক হলেন জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না ।
তাই একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয় । মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের
পথ প্রদর্শন করে তেমনি শিক্ষক-শিক্ষিকারা সারা জীবন ধরে তাঁদের মেধার মাধ্যমে
শিক্ষাদান করে অন্যের পথ প্রদর্শন করে থাকেন । তাই আলর্বাট আইনস্টাইন বলেছিলেন…
সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ
জাগ্রত করা হলো শিক্ষকের সর্ব প্রধান শিল্প ।
শিক্ষক মহোদয়গণ কেবল পুঁথিগত শিক্ষা দানই করেন না, তারা একজন শিক্ষার্থীকে জীবনে
চলার পথে পরামর্শ দেন, ব্যার্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন
লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন ।
বর্তমানে ছাত্র শিক্ষকের মধ্যে গুরু-শিষ্যের সেই নিবিড় সম্পর্কে ফাটল ধরেছে ।
তাইতো এখন টিভির পর্দায়, খবরের কাগজে প্রায়ই দেখতে পাওয়া যায় ছাত্র-ছাত্রীদের
হাতে পিতৃ-মাতৃ সম শিক্ষক শিক্ষিকা নিগৃহীত হয়েছেন । তখন মনে হয় এ কোন সভ্যতায়
আমরা বাস করছি? যেখানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অর্থের মানদন্ডে বিচার করা হয় ।
তাই আমাদের সচেতন হতে হবে বিভেদের প্রাচীর ভেঙে দৃঢ় সম্পর্ক তৈরি করার । এই একটা
দিন শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাস জানাতে হবে ।
প্রিয় শিক্ষক নিয়ে বক্তৃতা
আজকের শিক্ষক দিবস তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের চলার পথে মহান শিক্ষকদের
আদর্শকে মেনে চলবো, যখন সমাজ থেকে সমস্ত অসাম্যকে দূর করতে পারব । এই প্রসঙ্গে
ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ মহশয়ের একটি উক্তি মনেপড়ে যায়…
“শ্রেষ্ঠ বই শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্যে থেকে
যে জীবন অতিবাহিত হয় সেই জীবনী উৎকৃষ্ট জীবন ।”
সবশেষে সমস্ত শিক্ষক শিক্ষিকার সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে
আজকের বক্তব্য শেষ করছি ।
ধন্যবাদ
tag…
শিক্ষক সম্পর্কে কিছু কথা, শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষক নিয়ে বক্তব্য,
প্রিয় শিক্ষক নিয়ে বক্তৃতা, শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা, শিক্ষক দিবসের
শিক্ষকের বক্তব্য, শিক্ষক দিবস সম্পর্কে দুটি বাক্য, শিক্ষক দিবসের উপস্থাপনা,
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য, শিক্ষক দিবসের বক্তৃতা pdf, শিক্ষক
দিবসের তাৎপর্য, শিক্ষক দিবসের ছোট বক্তৃতা, প্রিয় শিক্ষক নিয়ে বক্তৃতা,
শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা, শিক্ষক সম্পর্কে কিছু কথা, শিক্ষক দিবসের
উপস্থাপনা,