শিক্ষক দিবসের বক্তব্য

শিক্ষক দিবসের বক্তব্য – Teacher’s Day speech

শিক্ষক দিবসের বক্তব্য

শিক্ষক দিবসের সেরা বক্তব্য 2023

উপস্থিত সম্মানীয় সভাপতি বিশেষ অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ শিক্ষক এবং
আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম ।

আজ ৫ই সেপ্টেম্বর আমরা সকলে শিক্ষক দিবস উদযাপন করার আপনাদের সবাইকে স্বাগতম ।

আজ ৫ই সেপ্টেমবর আমরা সকলে শিক্ষক দিবসে উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি ।
প্রথমেই আমরা শ্রদ্ধেয় সকল শিক্ষকদের আমার প্রণাম ও কৃতজ্ঞতা জানাই ।

শিক্ষক ও শিষ্যের মধ্যে শিক্ষা ও জ্ঞানের সম্পর্ক রয়েছে । শিক্ষা এবং শিক্ষক উভয়ই
আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ আমাদের বাবা মায়ের পরে তাঁদের ভূমিকা
আমাদের জীবনকে সাজাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

আজ ৫ই সেপ্টেমবর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডাঃ
সর্বপল্লী রাধা কৃষ্ণের জন্মদিন। যার স্মরণে ভারতবর্ষে আমরা সবাই শিক্ষক দিবস
উপযাপন করি ।

ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং বিশিষ্ট
বুদ্ধিজীবী । ভারত সরকার ১৯৫৪ সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান
ভারিতরত্ন দিয়ে সম্মানিত করে । তিনি সর্বচ্চ পুরষ্কার প্রাপ্ত দেশের প্রথম
ব্যাক্তি ।

ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে শিক্ষক দিবস
পালন করে থাকে ।

রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন
জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপন হয় তবে আমি বিশেষরূপে
অনুগ্রহ লাভ করবো । সেই থেকে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস
হিসেবে পালন করা শুরু হয় ।

শিক্ষকরা আমাদের সমাজের মেরুদন্ড হয়ে রয়েছেন । তারা ছাত্রদের ব্যক্তিত্ব গঠনে
যেমন অংশ নেন তেমনই সঠিক শিক্ষা ও বোধ গঠনে সহায়তা করেন । দেখিয়ে দেন ঠিক এবং
ভুলের রাস্তা । জাতির শক্তি বৃদ্ধি করতে বিশ্বকে আরো বলিষ্ঠ করতে শিক্ষকদের অবদান
অতুলনীয় ।

See also  শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা | Teachers Day Speech in Bengali

সুতরাং আমাদের উচিৎ সব সময় তাঁদের যোগ্য সম্মান ও ভালোবাসা দেওয়া । সবশেষে
অনুষ্ঠানে উপস্থিত আমরা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগন সহপাঠী বৃন্দ সকলকে আমার
সশ্রদ্ধ প্রণাম ও শুভেচ্ছে জানাই ।

ধন্যবাদ