Nobin Boron Speech | নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সিনিয়রদের বক্তৃতা | নবীনদের উদ্দেশ্যে বক্তব্য
আজকে আমি আপনাদের জন্য নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নমুনা বক্তব্য লিখে দিলাম
আশা করি আপনাদের এই নমুনা স্কিপ্ট উপকারে আসবে ।
আশা করি আপনাদের এই নমুনা স্কিপ্ট উপকারে আসবে ।
নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আজকের এই নবিনবরন অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি,প্রধান অতিথি ও বিশেষ
অতিথিবৃন্দ এছাড়াও উপস্থিত আছেন আমার মাথার তাজসমতুল্য শিক্ষক মহোদয়গন, উপস্থিত
আছেন পল্লীর আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে আসা জ্ঞান পিপাসু মধু আহরণ কারী
ছাত্র-ছাত্রী ভাই এবং বন্ধুরা সকলকে জানাই ইসলামিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।
অতিথিবৃন্দ এছাড়াও উপস্থিত আছেন আমার মাথার তাজসমতুল্য শিক্ষক মহোদয়গন, উপস্থিত
আছেন পল্লীর আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে আসা জ্ঞান পিপাসু মধু আহরণ কারী
ছাত্র-ছাত্রী ভাই এবং বন্ধুরা সকলকে জানাই ইসলামিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।
এসেছে শত পুষ্পের দল
করেছি তাঁদের বারণ
হাতে হাতে শোভা পাবে
তাঁদের দেওয়া মন ।
বিশাল এই পৃথিবীতে
সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব ।
প্রিয় নবীন বন্ধুরা হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে তোমাদের বরণ করতে ইচ্ছে হয় কিন্তু
সাধ্য আমাদের সীমিত তাই কবিতার নান্দনিক উচ্চারণে হৃদয়াকৃতি প্রকাশ করতে চাই ।
সাধ্য আমাদের সীমিত তাই কবিতার নান্দনিক উচ্চারণে হৃদয়াকৃতি প্রকাশ করতে চাই ।
নেই আয়োজন নেই আবরণ,
কি দিয়ে তোমাদের করিবো বরণ ।
পেতেছি তাই হৃদয়ে আসন,
তোমাদের বরিব বলে ।
নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা স্কুলের ১০ বছরের জীবন পেরিয়ে তোমরা এসেছ আমাদের
কলেজের আঙ্গিনায়, ছোট্ট গন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের
প্রাথমিক ক্ষেত্রে তোমাদের এ আগমন শুভ হোক এ কামনা করি । তোমাদের সকলের প্রতি রইল
আমাদের অন্তরের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা ।
কলেজের আঙ্গিনায়, ছোট্ট গন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের
প্রাথমিক ক্ষেত্রে তোমাদের এ আগমন শুভ হোক এ কামনা করি । তোমাদের সকলের প্রতি রইল
আমাদের অন্তরের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা ।
প্রিয় জীবনে একধাপ উত্তীর্ণ হয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার দুর্বার বাসনায়
তোমরা এসেছ সপ্নিল যাত্রাপথের অন্যতম কেন্দ্র অত্র বিদ্যালয়ের শান্তশ্যামল চত্বরে
। জয় হোক তোমাদের, এ শুভাগমনে স্বার্থক হোক এ পবিত্র অঙ্গন । যথার্থ অধ্যবসায়ের
মাধ্যমে এ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার প্রত্যাশা ।
তোমরা এসেছ সপ্নিল যাত্রাপথের অন্যতম কেন্দ্র অত্র বিদ্যালয়ের শান্তশ্যামল চত্বরে
। জয় হোক তোমাদের, এ শুভাগমনে স্বার্থক হোক এ পবিত্র অঙ্গন । যথার্থ অধ্যবসায়ের
মাধ্যমে এ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার প্রত্যাশা ।
প্রিয় বন্ধুরা, জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর তোমরা আজ
সম্পূর্ণ নতুন ও মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ এখানে রয়েছে জ্ঞান চর্চার
উম্মুক্ত অবকাশ স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ ।
সম্পূর্ণ নতুন ও মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ এখানে রয়েছে জ্ঞান চর্চার
উম্মুক্ত অবকাশ স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ ।
তোমরা জেনে খুশি হবে যে, আমাদের এই কলেজ থেকে অতিতে পড়ালেখা করে জ্ঞানার্জন করে
জ্ঞানী, গুনী ও পন্ডিত হিসেবে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন
অনেকেই । ডাক্তার, প্রকৌশলী, রাজনৈতিক, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে এ
প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পরবর্তী জীবন প্রতিষ্ঠা করেছে সমাজে । তোমরাও
তাঁদের মত দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ ।
জ্ঞানী, গুনী ও পন্ডিত হিসেবে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন
অনেকেই । ডাক্তার, প্রকৌশলী, রাজনৈতিক, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে এ
প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পরবর্তী জীবন প্রতিষ্ঠা করেছে সমাজে । তোমরাও
তাঁদের মত দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ ।
নবীন বন্ধুরা, আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য ও ক্ষ্যাতি রয়েছে এখানকার
শিক্ষা-শৃংখলা, ছাত্র-শিক্ষক সম্পর্ক ও পরীক্ষায় ইর্ষনীয় ফলাফল সারাদেশে আলোড়ন
সৃষ্টি করে প্রতিবছরই । আজ তোমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এসেছ
তোমাদের স্বাদরে ভরণ করে নিয়ে তোমাদেরকে ও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার
করেছি । আশা করি প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা প্রাণপন চেষ্ঠা করবে ।
শিক্ষা-শৃংখলা, ছাত্র-শিক্ষক সম্পর্ক ও পরীক্ষায় ইর্ষনীয় ফলাফল সারাদেশে আলোড়ন
সৃষ্টি করে প্রতিবছরই । আজ তোমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এসেছ
তোমাদের স্বাদরে ভরণ করে নিয়ে তোমাদেরকে ও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার
করেছি । আশা করি প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা প্রাণপন চেষ্ঠা করবে ।
কবির ভাষায়,
প্রতিদিনই নবীন বাড়বে প্রবীন হবে সবাই
আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই ।
রোগে শোকে কাতর হলে আসবে সবাই দলে দলে
করবে সবাই জয়,
আমরা তোমাদের পাশে থাকবো নেইকো যে আর ভয় ।
হে মৃত্যুঞ্জয়ী সৈনিকরা জ্ঞান সাম্রাজ্যের দুর্বার গতিবেগ প্রবাহিত করার ও
উজ্জীবিত ভাবধারায় জীবনকে সুন্দর ও সুশোভিত করার গুরুদায়িত্ব তোমাদের উপর । আজ
আমরা বিদায়ের বেলাভূমিতে দাঁড়িয়ে তোমাদের জীবনের দৃশ্যপটও নবতর প্রাঙ্গনে উপনীত
।
উজ্জীবিত ভাবধারায় জীবনকে সুন্দর ও সুশোভিত করার গুরুদায়িত্ব তোমাদের উপর । আজ
আমরা বিদায়ের বেলাভূমিতে দাঁড়িয়ে তোমাদের জীবনের দৃশ্যপটও নবতর প্রাঙ্গনে উপনীত
।
কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভাষায়
তোমরা এসেছ, ভেঙেছ অন্ধকার
তোমরা এসেছ, ভয় করি নাকো আর ।
পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে,
উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর-বহুদূর ।।
প্রিয় বন্ধুরা, এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল সার্থক ও গৌরবময় এখানকার
শিক্ষা নিয়ে তোমরা দেশ জাতি ও বিশবমানবতার কল্যানে নিয়োজিত হও । যৌবনের আলোয়
আলোকিত হোক তোমাদের ভুবন এ প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি ।
শিক্ষা নিয়ে তোমরা দেশ জাতি ও বিশবমানবতার কল্যানে নিয়োজিত হও । যৌবনের আলোয়
আলোকিত হোক তোমাদের ভুবন এ প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি ।