নবীন বরণ বক্তব্য

Nobin Boron Speech | নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সিনিয়রদের বক্তৃতা | নবীনদের উদ্দেশ্যে বক্তব্য

নবীনদের উদ্দেশ্যে বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা, নবীন বরণ উক্তি, নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা জানিয়ে অভিনন্দন পত্র, নবীন বরণ এর ইংরেজি বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা জানিয়ে অভিনন্দন পত্র, নবীন বরণ উক্তি, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা, নবীন বরণ অনুষ্ঠানের কবিতা, নবীন বরণ এর ইংরেজি বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে বড় ভাইদের বক্তব্য ইংরেজিতে, নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের প্রতিবেদন, নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য, নবীন বরণ এর ইংরেজি বক্তব্য, নবীন বরণ মানে কি,
আজকে আমি আপনাদের জন্য নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নমুনা বক্তব্য লিখে দিলাম
আশা করি আপনাদের এই নমুনা স্কিপ্ট উপকারে আসবে ।

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আজকের এই নবিনবরন অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি,প্রধান অতিথি ও বিশেষ
অতিথিবৃন্দ এছাড়াও উপস্থিত আছেন আমার মাথার তাজসমতুল্য শিক্ষক মহোদয়গন, উপস্থিত
আছেন পল্লীর আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে আসা জ্ঞান পিপাসু মধু আহরণ কারী
ছাত্র-ছাত্রী ভাই এবং বন্ধুরা সকলকে জানাই ইসলামিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।
এসেছে শত পুষ্পের দল
করেছি তাঁদের বারণ
হাতে হাতে শোভা পাবে
তাঁদের দেওয়া মন ।
বিশাল এই পৃথিবীতে
সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব ।
প্রিয় নবীন বন্ধুরা হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে তোমাদের বরণ করতে ইচ্ছে হয় কিন্তু
সাধ্য আমাদের সীমিত তাই কবিতার নান্দনিক উচ্চারণে হৃদয়াকৃতি প্রকাশ করতে চাই ।
নেই আয়োজন নেই আবরণ,
কি দিয়ে তোমাদের করিবো বরণ ।
পেতেছি তাই হৃদয়ে আসন,
তোমাদের বরিব বলে ।
নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা স্কুলের ১০ বছরের জীবন পেরিয়ে তোমরা এসেছ আমাদের
কলেজের আঙ্গিনায়, ছোট্ট গন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের
প্রাথমিক ক্ষেত্রে তোমাদের এ আগমন শুভ হোক এ কামনা করি । তোমাদের সকলের প্রতি রইল
আমাদের অন্তরের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা । 
প্রিয় জীবনে একধাপ উত্তীর্ণ হয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার দুর্বার বাসনায়
তোমরা এসেছ সপ্নিল যাত্রাপথের অন্যতম কেন্দ্র অত্র বিদ্যালয়ের শান্তশ্যামল চত্বরে
। জয় হোক তোমাদের, এ শুভাগমনে স্বা‌র্থক হোক এ পবিত্র অঙ্গন । যথার্থ অধ্যবসায়ের
মাধ্যমে এ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার প্রত্যাশা ।
প্রিয় বন্ধুরা, জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর তোমরা আজ
সম্পূর্ণ নতুন ও মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ এখানে রয়েছে জ্ঞান চর্চার
উম্মুক্ত অবকাশ স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ । 
See also  নবীন বরণ বক্তব্য | নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য | freshers reception speech for seniors
তোমরা জেনে খুশি হবে যে, আমাদের এই কলেজ থেকে অতিতে পড়ালেখা করে জ্ঞানার্জন করে
জ্ঞানী, গুনী ও পন্ডিত হিসেবে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন
অনেকেই । ডাক্তার, প্রকৌশলী, রাজনৈতিক, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে এ
প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পরবর্তী জীবন প্রতিষ্ঠা করেছে সমাজে । তোমরাও
তাঁদের মত দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ ।
নবীন বন্ধুরা, আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য ও ক্ষ্যাতি রয়েছে এখানকার
শিক্ষা-শৃংখলা, ছাত্র-শিক্ষক সম্পর্ক ও পরীক্ষায় ইর্ষনীয় ফলাফল সারাদেশে আলোড়ন
সৃষ্টি করে প্রতিবছরই । আজ তোমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এসেছ
তোমাদের স্বাদরে ভরণ করে নিয়ে তোমাদেরকে ও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার
করেছি । আশা করি প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা প্রাণপন চেষ্ঠা করবে  ।
কবির ভাষায়, 
প্রতিদিনই নবীন বাড়বে প্রবীন হবে সবাই
আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই ।
রোগে শোকে কাতর হলে আসবে সবাই দলে দলে
করবে সবাই জয়,
আমরা তোমাদের পাশে থাকবো নেইকো যে আর ভয় ।
হে মৃত্যুঞ্জয়ী সৈনিকরা জ্ঞান সাম্রাজ্যের দুর্বার গতিবেগ প্রবাহিত করার ও
উজ্জীবিত ভাবধারায় জীবনকে সুন্দর ও সুশোভিত করার গুরুদায়িত্ব তোমাদের উপর । আজ
আমরা বিদায়ের বেলাভূমিতে দাঁড়িয়ে তোমাদের জীবনের দৃশ্যপটও নবতর প্রাঙ্গনে উপনীত
। 
কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভাষায়
তোমরা এসেছ, ভেঙেছ অন্ধকার
তোমরা এসেছ, ভয় করি নাকো আর ।
পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে,
উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর-বহুদূর ।।
প্রিয় বন্ধুরা, এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল সার্থক ও গৌরবময় এখানকার
শিক্ষা নিয়ে তোমরা দেশ জাতি ও বিশবমানবতার কল্যানে নিয়োজিত হও । যৌবনের আলোয়
আলোকিত হোক তোমাদের ভুবন এ প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি ।