অনুষ্ঠানের বক্তব্যনবীন বরণ বক্তব্য

নবীন বরণ বক্তব্য | নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য | freshers reception speech for seniors

নবীন বরণ উক্তি, নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানের কবিতা, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের বক্তব্য, নবীন বরণ এর ইংরেজি বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা, নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে বক্তব্য, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের বক্তব্য, নবীন বরণ এর ইংরেজি বক্তব্য, নবীন বরণ উক্তি, নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা জানিয়ে অভিনন্দন পত্র, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা,

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রের বক্তব্য

নবীনবরণ অনুষ্ঠানে 

নবীনদের প্রতি অনুপ্রেরণামূলক

বক্তব্য বা মানপত্র

নবীন বরণ অনুষ্ঠানে সিনিয়রদের বক্তব্য

মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী,
নবাগত শিক্ষার্থীবৃন্দ, আমার সহপাঠী ও সিনিয়র ছাত্রচাত্রী ভাই-বোনেরা, আসসালামু
আলাইকুম । 

আমি আমার বক্তব্যের শুরুতেই কলেজের/ইউনিভার্সিটির নবাগত ভাইবোনদের জানাই শুভেচ্ছা
ও স্বাগতম ।

এসো হে নবীন 

এগিয়ে চলো অবিরাম,

অন্ত্যহীন ভোরের প্রথম সূর্যের আলো

স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো । 

হে নবাগত শিক্ষার্থীবৃন্দ,

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের স্বাগত জানাই । তোমরা জীবনের
গুরুত্বপূর্ণ একটি স্তর পার করে শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ স্তরে এসে উপনীত
হয়েছ । শিক্ষার এ স্তরে তোমরা পাবে জ্ঞানের নতুন আস্বাদন । আজ থেকে তোমাদের জীবনে
আরেক অধ্যায় শুরু হল । 

তোমাদের মতো উজ্জ্বল প্রতিভাধারী একঝাঁক সহশিক্ষার্থী ভাইবোন পেয়ে আমরা খুবই
আনন্দিত । তোমাদের এ নবয়ান শুভ হোক, সুন্দর হোক । তোমরা আমাদের আন্তরিক অভিনন্দন
গ্রহণ কর । 

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের বক্তব্য

হে তারুন্যের শক্তি

তোমরা এখন পরিপূর্ণ তারুণ্যের অধিকারী । কবি সাহিত্যিকরা সর্বদা তারুন্যের
শক্তিকে সঠিকভাবে কাজে লাগাবে । তা করতে পারলে দেশ ও জাতি তোমাদের দ্বারা উপকৃত
হবে । তারুন্যের শক্তিতে তোমরা উজ্জ্বল হবে, তারুণ্যের শক্তিতে তোমরা উদ্দীপ্ত
হবে । 

কিন্তু এ কথা স্মরণে রেখো, তোমাদের কাছে সকলেই প্রত্যাশা করে সংযত আচরণ, নম্র
ব্যবহার, কঠোর অধ্যবসায়, উত্তম চরিত্র । সর্বদা তোমরা সতর্ক থাকবে কেউ যেন
তোমাদের ভূল পথে নিয়ে যেতে না পারে । 

হে আলোর সন্ধানীরা

আমাদের চারিদিকে অনন্ত আলো খেলা করে । এ অনন্ত আলোর মাঝে সবচেয়ে সমৃদ্ধ হলো
জ্ঞানের আলো । তোমরা সেই আলোর জগতে নতুন অভিযাত্রী । তোমাদের এ নবযাত্রায় একনিষ্ঠ
সাধনা, গভীর অনুরাগ ও প্রচেষ্টার মাধ্যমে তোমরা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত করবে
। 

তোমাদের আন্তরিকতা থাকলে আর জীবনে মহৎ আদর্শ বিরাজমান থাকলে সাফল্য পাওয়া
অনিবার্য । আমাদের একান্ত প্রত্যাশা জীবনপথে তোমরা সফলতা অর্জন করে জীবনকে সুন্দর
ও মহিমান্বিত কর । 

হে নবীন সাধকেরা

জীবন কুসুমাস্তীর্ণ নয় । জীবনে চলার পথে প্রতি পদেক্ষেপে আছে নানা রকম
বাধা-বিপত্তি, বিপদ-আপদ । জীবনে সফল হতে হলে ও জীবনকে সার্থক করতে হলে এসব
বাধা-বিপত্তি ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে । 

জীবনসংগ্রামে বাধা-বিঘ্ন সৃষ্টি হলে সেগুলো সাফল্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা
করে সামনে এগিয়ে যাওয়াই যথার্থ পৌরুষের লক্ষণ ।

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের বক্তব্য

হে প্রিয় অনুজেরা

একনিষ্ঠ সাধনার মাধ্যমে জীবনে চলার পথকে সহজ করতে হবে, লক্ষ্য অর্জনে সকল বাধা
বলিষ্ঠ হাতে দূর করতে হবে । জীবনের লক্ষ্য অর্জন সমর্থ হলে নিজের জীবন যেমন
উপভোগ্য হবে, তেমনি জাতির জন্য অবদান রাখাও সহজ হবে ।

তাই আশা করি, তোমরা নিরিলস সাধনায় নিজেদেরকে একনিষ্ঠভাবে নিয়োজিত করবে । 

হে জাতির ভিবিষ্যৎ কান্ডারিরা

আজকে যারা নবীন, কিছুদিন পর তাঁরাই জাতির কান্ডারির ভূমিকা পালন করবে । তোমরাও
সেই নবীনদের দলভূক্ত । জ্ঞানার্জনের নির্দিষ্ট স্তর অতিক্রম করে তোমরা যে যার
যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করবে । 

জাতিকে তোমরা সামনে থেকে । নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে এগিয়ে নেবে । বাঙালি জাতি
এখনো নানাদিক দিয়ে পিছনে পড়ে আছে ।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নবাগত ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা

হে আলোর পথিক,

বিশেষ করে রোগশোক, দুর্নীতি, সন্ত্রাস ও প্রাকৃতিক দুর্যোগ যুগ যুগ ধরে এ জাতিকে
আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে । আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি, তোমরা অদূরে
ভবিষ্যতে জাতিকে এসব সমস্যা থেকে চিরতরে মুক্ত করবে ।

সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা যে, তোমাদের জীবন সুন্দর হোক, সাফল্যমন্ডিত হোক ।
এ শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের অবস্থান আনন্দময় হোক । সম্মুখের অনাগত দিন তোমার
জীবনকে মহিমান্বিত করুক । 

হে নবজীবন,

এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক রয়েছে । প্রতিবছর
পরীক্ষায় সন্তুষ্ট জনক ফলাফল অর্জন করে সারাদেশ আলোড়ন সৃষ্টি করে ।

আজ তোমরা যারা নতুন ইচ্ছা শক্তি ও অতুলনীয় সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিষ্ঠানের
ভর্তি হয়েছো, তোমাদেরকে এই ঐতিহ্য রক্ষার দায়িত্বে অংশীদারিত্ব‌ করার জন্য আহবান
করছি । আশা করি, আমাদের প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা অবদান রাখতে পারবে ।

প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল ও গৌরবময় হোক এটার জন্য সকলের কাছে দোয়া
প্রার্থনা করছি । আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির গৌরবে সবসময়
কাজ করে । 

এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি । আমার
বক্তব্যের মাঝে যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আবারও নবাগত শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *