নবীন ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে শিক্ষকের নমুনা বক্তব্য – welcome speech for new students in school
নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য
২০২৪ সালের HSC/Honours/Masters ব্যাচের নবীনবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই
অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি,মাননীয় অধ্যক্ষ,উপাধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয়
সহকর্মীবৃন্দ,অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার
প্রানপ্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা সালাম ও শুভেচ্চা জানাচ্ছি ।
প্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভাগমনে কলেজের সকল স্যার-ম্যাডামের
পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ।
নবীন বরণ অনুষ্ঠানের কবিতা
তোমরা এসেছো
ভেঙ্গেছো অন্ধকার
তোমরা এসেছো
ভয় করি নাকো আর ।
পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে ।
উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে
বহুদূর…বহুদূর ।
আমি অত্যন্ত আনন্দের সাথে এই মুহূর্ত উপভোগ করছি কারণ একঝাক তরুণ শিক্ষার্থী
আমাদের প্রতিষ্ঠানের ভর্তি হয়েছে ।
দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠন সুনামের সাথে শিক্ষা প্রদান করে এসেছে ।
ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে আশাকরি । আজ থেকে তোমরাও এই সাফল্য-সুনামের
অংশীদার হয়ে গেলে । এই প্রাণোচ্ছল প্রাঙ্গণে তোমাদের অভিবাদন ।
এই কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেক শিক্ষার্থী ব্যারিস্টার, সমাজসেবক, চিকিৎসক,
প্রকৌশলী সাংবাদিক,সাহিত্যিক হয়েছেন ।
অতীতে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী তাঁদের মেধা ও শ্রম দিয়ে দেশের
নাম উজ্জ্বল করেছে ।
নবীনদের উদ্দেশ্যে কিছু কথা
ঠিক তেমনি তোমাদের এই নবগত ব্যাচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে
বলে আমি মনে আশাবাদ ব্যক্ত করছি ।
আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম দীর্ঘ এক যুগেরও বেশি অর্জন । এখানে
পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সাত্যিকারের মানুষ হিসেবে তৈরি করা হয়
।
বিশেষ করে শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, শিষ্টাচার,নিয়মানুবর্তিতা ও সুশীল নাগরিক
হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ।
এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক । বিশেষ করে আমাদের অধ্যক্ষ
মহোদয় অনেক বেশি আন্তরিক এবং দায়িত্ববান ।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু নিয়ম ও শৃঙ্খলা রয়েছে । তোমরা নবাগত
শিক্ষার্থীরা সেইসব নিয়ম নীতি মেনে পড়াশোনা শুরু করবে । তাহলে শিক্ষাজীবনে সফলতা
অর্জন করতে পারবে ।
এই প্রতিষ্ঠানে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয় । যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান
অধিকার করে তাঁদের পুরুষ্কৃত করা হয় ।
নবীন বরণ অনুষ্ঠানে বড় ভাইদের বক্তব্য
আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেক বছর শিক্ষা সফরে ও বনভোজনে আয়োজন করা হয় । যা একজন
শিক্ষার্থীর জ্ঞানকে আরো উজ্জীবিত করে তোলে ।
প্রতিবছর কলেজে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । যা একজন শিক্ষার্থীর
শিক্ষাজীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ ।
এই কলেজে রয়েছে বিএনসিসি, বিষয়ভিত্তিক বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন
।
তোমরা এসকল সহ-পাঠ্যানুক্রমিক ক্রিয়াকলাপে যার যার পছন্দ অনুযায়ী অংশগ্রহণ করবে
।
এভাবেই লেখাপড়ার পাশাপাশি শিক্ষা জীবনে নিজেকে একজন পরিপূর্ন মানুষ হিসেবে তৈরি
করতে পারবে ।
ছাত্র জীবনের সফল হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠান ।
কারণ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি ভালো না হয়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান
একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানের জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করে
শিক্ষক ।
তাই শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান ও শিক্ষাক একে অপরের পরিপূরক । এই
প্রতিষ্ঠানের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষা প্রদান করে ।
বর্তমান সময় যেহেতু ডিজিটাল প্রযুক্তির যুগ সে ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে
ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া হয় ।
অর্থাৎ প্রজেক্টর এর মাধ্যমে ক্লাস নেওয়া হয় । এছাড়াও কোন দুর্যোগের কারণে যদি
শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকে । সেক্ষেত্রে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার
ব্যবস্থা করি ।
অর্থ্যৎ যে কোন পরিস্থিতি আসুক না কেন । আমরা তোমাদের শিক্ষা কার্যক্রম ব্যহত করব
না ।
আমদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার ব্যবস্থা
করার জন্য লাইব্রারি রয়েছে ।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানের বক্তব্য
একজন শিক্ষার্থী তাঁর পড়াশোনা শেষ করে অবসর সময়ে লাইব্রেরীতে গিয়ে বই পড়তে পারে ।
অনেকসময় দেখা যায় স্কুলের সময় লাইব্রেরী গিয়ে বই পড়া অনেকটা সম্ভব হয় না ।
সেক্ষেত্রে একজন শিক্ষার্থী লাইব্রেরী থেকে বই ইস্যু করে বাসায় নিয়ে পড়তে পারবে ।
যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখায় পড়াশোনা করে তাদের সাইন্স সম্পর্কে অনেক
জ্ঞান অর্জন করতে হয় ।
একজন বিজ্ঞানের শিক্ষার্থীকে রাসায়নিক বিক্রিয়া সহ বৈজ্ঞানিক অন্যান্য
পরীক্ষা-নিরিক্ষা করার জন্য আমাদের প্রতিষ্ঠানে রয়েছে বিষয়ভিত্তিক আলাদা ল্যাব ।
যে ল্যাবগুলোতে ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে তোমরা আরো সহজে বিজ্ঞান
শিক্ষাকে আয়ত্ত করতে পারবে ।।
এই প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সম্পর্ক অনেক ভালো । প্রতিবছর এই
কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে সারাদেশ আলোড়ন সৃষ্টি
করে ।
আজ তোমরা যারা নতুন ইচ্ছা শক্তি ও অতুলনীয় সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিষ্ঠানের
ভর্তি হয়েছো, তোমাদেরকে এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব পালনের আহবান করছি ।
আশ করি, আমাদের প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা অবদান রাখতে পারবে ।
প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল ও গৌরবময় হোক এটার জন্য সকলের কাছে দোয়া
প্রার্থনা করছি । আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির গৌরবে সবসময়
কাজ করে । এই প্রত্যাশ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ।
ধন্যবাদ সবাইকে ।
tag…
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে
বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানে বড় ভাইদের বক্তব্য, নবীন বরণ উক্তি, শিক্ষার্থীদের
উদ্দেশ্যে বক্তব্য, নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা, নবীনদের উদ্দেশ্যে কিছু কথা,
নবীন বরণ অনুষ্ঠানের কবিতা, welcome speech for freshers by teacher,Teacher’s
welcome speech in a freshers reception programme,orientation class speech of a
Teacher,নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের
দিকনির্দেশনামূলক নমুনা বক্তব্যে বা বক্তৃতা,নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকের
বক্তব্য,