১৫ আগস্ট জাতীয় শোক দিবসঅনুষ্ঠানের বক্তব্য

জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২৩

১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২১, ১৫ আগস্ট সম্পর্কে বক্তব্য, ১৫ আগস্ট সম্পর্কে রচনা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা, জাতীয় শোক দিবসের বক্তব্য, ১৫ আগস্ট শোক বার্তা, 15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা, জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয় শোক দিবস রচনা pdf, ১৫ আগস্ট শোক দিবস এর বক্তব্য, 15 আগস্ট জাতীয় শোক দিবস 2022, জাতীয় শোক দিবসের উপস্থাপনা, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, জাতীয় শোক দিবস অনুচ্ছেদ, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২১, ১৫ আগস্ট সম্পর্কে রচনা, 15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা, ১৫ আগস্ট শোক বার্তা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, ১৫ আগস্টের তাৎপর্য, জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয় শোক দিবস রচনা pdf, ১৫ আগস্ট শোক দিবস এর বক্তব্য, 15 আগস্ট জাতীয় শোক দিবস 2022, জাতীয় শোক দিবসের উপস্থাপনা, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, জাতীয় শোক দিবস অনুচ্ছেদ, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২১, ১৫ আগস্ট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা, ১৫ আগস্ট সম্পর্কে রচনা, জাতীয় শোক দিবস রচনা pdf, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, 15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা, ১৫ আগস্ট শোক বার্তা,
কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি আরো একটি জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২৩ আলোচনা নিয়ে হাজির হয়েছি । আজকের এই বক্তব্য যদি আপনার ভালো লাগে তাহলে অব্যশয়
সেয়ার করে দিবেন । বেশি কথা না বলে শুরু করে দিই ।

জাতীয় শোক দিবসের ভাষণ

আজ রক্তঝরা ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস ।
দিকে দিকে আজ অশ্রুগঙ্গা, রক্তগঙ্গা বহমান নাহি নাহি ভয় তবু হবে জয়, জয় শেখ
মুজিবুর রহমান ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
আজ শোকাবহ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস । বাঙালি জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময়,
বেদনার দিন । স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ।

আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭৫ এর কালো রাতের সকল শহীদদের ।
স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ শহীদদের, স্মরণ করছি দুই লাখ মা
বোনদের ।
১৯৭৫ সালের এই দিনে কাকডাকা ভোরে বিপথগামী কিছু সেনা সদস্য ধানমন্ডির ৩২ নম্বর
বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে । বাঙালি জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের
তিলক ।
যে কলঙ্ক থেকে দেশ জাতি আজও পুরোপুরি মুক্তি হতে পারিনি। কারণ বঙ্গবন্ধু হত্যার
বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে। এখনো দন্ডপ্রাপ্ত কয়েকজন খুনি বিদেশে পালিয়ে
রয়েছে।

দিনটি ছিল সরকারি ছুটির দিন । এদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের
হাতে একে একে প্রাণ হারিয়েছেনঃ
  • বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব
  • বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল
  • শেখ জামাল
  • শিশুপুত্র শেখ রাসেল
  • পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল ।
পৃথিবীর জঘন্যতম হত্যা কান্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের,
ভগ্নিপতি আব্দুর রব ও তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে
যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠন শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্তার
স্ত্রী আরজু মনি এবং আব্দুল নাঈম খান রিন্টু ও কর্ণেল জামিল সহ পরিবারের ১৬ জন
সদস্য ঘনিষ্ঠজন ।

এসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণী
রক্ষা পান।
যে কাজটি বর্বর হানাদার পাকিস্তানি বাহিনীও করার সাহস করেনি, সেটিই করল এ দেশের
কিছু কুলাঙ্গার । স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্রের শিকার হলেন
স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তিনি যখন
যুদ্ধবিধ্বস্ত দেশকে গঠন করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন তখনই ঘটানো হয়
এ নৃশংস ঘটনা ।

পরিসমাপ্তিতে ঘটে একটি ইতিহাসের । সে থেকেই বঙ্গবন্ধুর নাম বাংলার আকাশে বাতাসে ও
মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছে ষড়যন্ত্রকারী ঘাতকরা, যা কোনদিন হয়নি, হবেও
না পৃথিবীতে বাঙালি জাতি যতদিন থাকবে ততদিনই থাকবে বঙ্গবন্ধুর নাম, ও তার কর্ম ।
আজ শোকাবহ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস । বাঙালি জাতির শোকের দিন । ইতিহাসের
কলঙ্কিত কালো দিন । ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায় ।
বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে
দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয়
ইতিহাসের নিমর্ম এই ঘটনা ।

সেই নিমর্ম ঘটনার বর্ণনায় কবি রফিক আজাদ তার ‘এই সিঁড়ি’ কবিতায় লিখেছেন- ‘সিঁড়ি
ভেঙে রক্ত নেমে গেছে-/ স্বপ্নের স্বদেশ ব্যেপে/ সবুজ শস্যের মাঠ বেয়ে/ অমল রক্তের
ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে’
প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে । পুরো জাতি
গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে ।
আজ জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালন করা হবে । সরকারি ও
বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে ।

বঙ্গবন্ধু নিহত হওয়ার পর গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া । হত্যাকারীদের
প্রতি ছড়িয়ে পড়েছিল ঘৃণা । পশ্চিম জার্মানির নেতা নোবেল পুরষ্কার বিজয়ী উইলি
ব্রানডিট বলেছিলেন, যে বাঙ্গালীদের আর বিশ্বাস করা যায় না । যে বাঙালি শেখ
মুজিবকে হত্যা করতে পারে সে যে কোন জঘন্য কাজ করতে পারে ।
  • যতদিনই রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
  • ততদিনই রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান ।
এই বলে আমি আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি । ধন্যবাদ সবাইকে ।
  • জয় বাংলা
  • জয় বঙ্গবন্ধু

১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf 

আপনি যদি অফলাইনে বক্তব্য গুলো ডাউনলোড করে পড়ে মুখস্ত করতে চান তাহলে নিচের
ডাউনলোড বাটমে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন ।

১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২১, ১৫
আগস্ট সম্পর্কে বক্তব্য, ১৫ আগস্ট সম্পর্কে রচনা, ১৫ আগস্ট সম্পর্কে কবিতা,
জাতীয় শোক দিবসের বক্তব্য, ১৫ আগস্ট শোক বার্তা, 15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা,
জাতীয় শোক দিবসের ভাষণ, জাতীয় শোক দিবস রচনা pdf, ১৫ আগস্ট শোক দিবস এর
বক্তব্য, 15 আগস্ট জাতীয় শোক দিবস 2022, জাতীয় শোক দিবসের উপস্থাপনা, ১৫ আগস্ট
সম্পর্কে বক্তৃতা pdf, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, জাতীয় শোক দিবস অনুচ্ছেদ, ১৫
আগস্ট সম্পর্কে বক্তৃতা pdf, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২১, ১৫ আগস্ট
সম্পর্কে রচনা, 15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা, ১৫ আগস্ট শোক বার্তা, ১৫ আগস্ট
সম্পর্কে কবিতা, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, ১৫ আগস্টের তাৎপর্য, জাতীয় শোক
দিবসের ভাষণ, জাতীয় শোক দিবস রচনা pdf, ১৫ আগস্ট শোক দিবস এর বক্তব্য, 15 আগস্ট
জাতীয় শোক দিবস 2022, জাতীয় শোক দিবসের উপস্থাপনা, ১৫ আগস্ট সম্পর্কে বক্তৃতা
pdf, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, জাতীয় শোক দিবস অনুচ্ছেদ, ১৫ আগস্ট সম্পর্কে
বক্তৃতা pdf, জাতীয় শোক দিবসের সংক্ষিপ্ত বক্তব্য ২০২১, ১৫ আগস্ট সম্পর্কে
সংক্ষিপ্ত বক্তৃতা, ১৫ আগস্ট সম্পর্কে রচনা, জাতীয় শোক দিবস রচনা pdf, ১৫ ই
আগষ্ট জাতীয় শোক দিবস, 15 ই আগস্ট সম্পর্কে কিছু কথা, ১৫ আগস্ট শোক বার্তা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *