এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম ২০২৩ । HSC Board Challenge 2023

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩, SSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, HSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩, ডিগ্রী বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩, SSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩, বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে ২০২৩, HSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩, বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩, এস এস সি বোর্ড চ্যালেঞ্জ 2023, SSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার নিয়ম, HSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট কবে দিবে ২০২৩, ডিগ্রী বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2023, এস এস সি বোর্ড চ্যালেঞ্জ 2023, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩, hsc board challenge result 2023, Hsc board challenge 2023 result date, hsc board challenge 2023 rajshahi board, Hsc board challenge 2023 pdf, Hsc board challenge 2023 date, hsc board challenge 2023 notice, ssc board challenge 2023, hsc board challenge 2023 dhaka board, Hsc board challenge 2023 rajshahi board result date, Hsc board challenge 2023 rajshahi board result, Hsc board challenge 2023 rajshahi board pdf, Hsc board challenge 2023 rajshahi board date, hsc board challenge result 2023, ssc board challenge 2023 rajshahi board, hsc board challenge result 2023 pdf, hsc board challenge 2023 notice, ssc board challenge 2023 notice, Hsc board challenge 2023 notice time, Hsc board challenge 2023 notice result, Hsc board challenge 2023 notice pdf, Hsc board challenge 2023 notice link, Hsc board challenge 2023 notice date, hsc board challenge 2023 result, hsc board challenge 2023 dinajpur board,

এইচএসসি পরিক্ষা ২০২৩
Board Challenge নিয়ম ও সকল তথ্য

প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা তোমরা যদি HSC বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো । আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করবে এবং সকল প্রশ্ন উত্তর নিয়ে আসলাম আশা করি তোমাদের কাজে লাগবে ।

আবেদন তারিখঃ

২৭ নভেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করা যাবে ।

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কারা করতে পারবে?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন সবাই করতে পারবে । শুধু যে যারা ফেল করেছে তারা করতে পারবে সেটা কিন্তু না । ফেল বা পাশ করা ছাত্র-ছাত্রী সবাই আবেদন করতে পারবে ।

কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করা যাবে?

এই বছরে সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবা । তুমি এই বছরে যে যে বিষয়ে পরিক্ষা দিয়েছো সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবে ।

কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে?

এখানে কোন বিষয় না তুমি চাইলে এক সাথে সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবে। তুমি টাকা দিয়ে সব বিষয় বাংলা,ইংরেজি,গণিত ইত্যাদি সব বিষয়ে আবেদন করতে পারবে ।

বোর্ড চ্যালেঞ্জ নাম্বার কমে কিনা?

বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমে যাওয়ার সম্ভবনা নেই তবে যদি বেড়ে যায় তাহলে রেজাল্ট পরিবর্তন এর সুযোগ আসবে ।

See also  জাল দলিল বাতিল করার নিয়ম

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কবে শুরু কবে শেষ?

প্রতি বছর রেজাল্ট দেওয়ার পর দিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে যায় । ২৭ নভেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করা যাবে ।

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কোন সিম থেকে করতে হবে?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন শুধু মাত্র টেলিটক সিম থেকে করা যাবে ।

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কত টাকা লাগবে ও কিভাবে টাকা কেটে নিবে?

প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০ টাকা লাগবে । দ্বিপত্র বিশিষ্ট সাবজেক্ট ১ম পত্রের আবেদন করলে হবে । অর্থাৎ বাংলা ১ম পত্রের জন্য আবেদন করলে ২য় পত্রের জন্যেও হবে । (শুধু মাত্র কুমিল্লা বোর্ডের জন্য প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা । দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের একটি পত্রে আবেদন করতে পারবে ।)
কিভাবে টাকা কেটে নিবেঃ আপনার টেলিটক সিমে ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে ।

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কিভাবে করতে হবে?

বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কিভাবে করতে হবে উদাহরণ দেওয়া হলঃ
RSC space YES PIN Number space Contact Mobaile Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে ।

বোর্ড চ্যালেঞ্জ আবেদন তারিখঃ

২৭ নভেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করা যাবে ।

বোর্ড চ্যালেঞ্জ কেনো করা উচিৎ

  • HSC এর পর ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভালো GPA দরকার হয় ।
  • HSC পর বিশ্ববিদ্যালয় বা বিদেশে ভর্তিতে GPA ফ্যাক্টর হিসেবে কাজ করে ।
  • ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট অপ্রত্যাশিত তাই চ্যালেঞ্জ করা হয় ।
  • টেকনিক্যাল প্রব্লেম হতে পারে যেমনঃ মার্কিং,যোগফলে ভুল ইত্যাদি ।
See also  জমি কেনার পর করণীয়
বোর্ড চ্যালেঞ্জ এর অতি জরুরী শর্ত
  • বোর্ড চ্যালেঞ্জের জন্য অব্যশই টেলিটক সিম দরকার হবে ।
  • টেলিটক সিম তোমার না হলেও হবে । অন্য কারো নম্বর থেকেও করা যাবে ।
  • এক টেলিটক সিম থেকে বহুবার একাধিক শিক্ষার্থীর চ্যালেঞ্জ করা যাবে ।
  • টেলিকট সিম এ রিচার্জ করতে হবে ।

বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি ২০২৩

তোমাকে মূলত দুটি SMS পাঠাতে হবে । 

প্রথম এসএমএস করার নিয়ম

প্রথমে মোবাইলের এসএমএস অপশানে গিয়ে টাইপ করতে হবে । গিয়ে লিখবে…
RSC <space> Board (১ম-৩ অক্ষর) <space> HSC Roll <space>
Subject Code . পাঠিয়ে দিবে 16222 নম্বরে । 
Example:
RSC RAJ 175004 101 পাঠিয়ে দিবে 16222 ।
১টি SMS একাধিক সাবজেক্ট চ্যালেঞ্জ করতে পারবে । যেমনঃ RSC RAJ 175004
101,102,111
১ম SMS পাঠানোর পর তোমাকে একটি SMS দেওয়া হবে সেখানে কি পরিমাণ টাকা লাগবে সেটা
এবং একটি PIN কোড দেওয়া হবে । সেই PIN CODE দিয়ে তোমাকে ২য় SMS টি করতে হবে ।

২য় এসএমএস করার নিয়ম

RSC <space> YES <space> PIN <space> Mobile Number ( নিজের
যেকোন অপারেটর) পাঠিয়ে দিবে 16222 নম্বরে ।
Example:
RSC YES 1122 0171000 পাঠিয়ে দাও 16222 নম্বরে ।
খরচঃ বিভিন্ন বোর্ডের ভিন্ন খরচ হতে পারে, প্রতি পত্রের জন্য ১৫০ টাকা + ২টি SMS
৬টাকা = ১৫৬ টাকার মতো খরচ হবে ।

আবেদন তারিখঃ

২৭ নভেম্বর ২০২৩ থেকে শুরু হয়ে ৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করা যাবে ।

ধন্যবাদ সবাইকে

One thought on “এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম ২০২৩ । HSC Board Challenge 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *