এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা (বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা)

এস এস সি বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf, এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, এস এস সি বিদায় অনুষ্ঠানের বক্তব্য, ছাত্রদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য, ছন্দে ছন্দে বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা, কলেজের বিদায় অনুষ্ঠানের বক্তব্য, ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, স্কুলের বিদায় অনুষ্ঠানের বক্তব্য, Ssc বিদায় অনুষ্ঠানের বক্তব্য, ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, সহকর্মীর বিদায় অনুষ্ঠানের বক্তব্য, বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf, বড় ভাইদের বিদায় অনুষ্ঠানের বক্তব্য, বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা, বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা, ছাত্রদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য, বিদায় অনুষ্ঠানের উপস্থাপনার জন্য ছন্দ, বিদায় অনুষ্ঠানের কবিতা, বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf, বিদায় অনুষ্ঠানের বক্তব্য নমুনা, বিদায় অনুষ্ঠানের বাণী, এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা, স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা, বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা,

পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবঃ- বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে যে বিদায় অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিভাবে উপস্থাপনা করতে হবে এই
বিষয় নিয়ে বিস্তারিত । সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসির
শিক্ষার্থীদের বিদায় অথবা এসএসসি শিক্ষার্থীদের বিদায় অথবা মাস্টার্সের
শিক্ষার্থীদের বিদায় এই সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান হয় । এই অনুষ্ঠানগুলো
সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের জুনিয়র কোন শিক্ষার্থী উপস্থাপনা করে থাকেন সাধারণত
সেটাই দেখা যায় । তারা অনেকেই বুঝতে পারেন না এই ধরনের অনুষ্ঠানগুলো কিভাবে
উপস্থাপনা করতে হবে । কিভাবে সিনিয়রদের সিনিয়র শিক্ষার্থীদের বা ভাই-বোনদের
কিভাবে বিদায় দিতে হবে । অনুষ্ঠানটি কিভাবে সঞ্চালনা অর্থাৎ উপস্থাপনা করতে হবে
এই বিষয় নিয়ে অনেকের বিভ্রান্তি রয়েছে । তো বন্ধুরা আজকের এই পোস্ট অবশ্যই
অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা রাখি ।

বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা

শুরুতেই ঘোষণা দিতে হবে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা থাকবে
তাঁদের নাম । নামের আগে অবশ্যই পদবী ঠিকঠাক উল্লেখ করতে হবে ।
সাধারণত অতিথিদের বসার স্থান মঞ্চে বা স্টেজে করা হয় । তাই অতিথিদের আমন্ত্রণ
জানাতে হবে মঞ্চে উঠে আসার জন্য । সাধারনত সভাপতি অতিথিদের নিয়ে মঞ্চে উঠেন । তাই
বিষয়টি এমন ভাবে বলা যায়- আমি শুরুতেই আমাদের সভাপতিকে বিনীত অনুরোধ করছি
সম্মানীত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য ।

বিদায় অনুষ্ঠানের কবিতা

চলে যাওয়া মানে প্রস্থান নয়,
বিচ্ছেদ নয়,
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী ।
See also  ১৬ ডিসেম্বর বিজয় দিবস বক্তব্য
প্রিয় সুধী, আজকের এই বিদায় অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি । শুরুতেই পবিত্র
কোরআন তেলওয়াত । পাঠ করছে- মোঃ সবুজ হোসেন ।
শুরুতেই আমি আজকের সম্মানিত সভাপতির কাছ থেকে সম্মতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি ।
শুরুতেই আমরা ফুল দিয়ে বরন করে নেবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদের ।
শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থী অমুক ।
এবার বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ
। এবার সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেবেন বিদ্যালয়ের শিক্ষার্থী অমুক… ।

স্কুলের বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা হিসেবে বক্তব্যের শুরুতে ভূমিকা কি বলব?

আজ আমাদের সকলের জন্য একটি বেদনাবিধুর দিন । আজ আমাদের প্রিয় অগ্রজেরা দীর্ঘ সময়
পড়াশোনার পাঠ চুকিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন । তারা এগিয়ে যাবেন আরো
সামনে, শিক্ষাজীবনের সামনের পথ গুলো পাড়ি দিয়ে সকলে ছড়িয়ে পড়বেন নিজ নিজ
কর্মক্ষেত্রে । দেশসেবায় নিয়োজিত হবেন । শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবেন,
সার্থক করবেন শিক্ষকদের পরিশ্রম ও সাধনা । তাঁদের সকলের প্রতি আমাদের হৃদয়ের
অন্তস্থল থেকে প্রার্থনা এবং শুভ কামনা ।
বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যিনি পদবী অনুযায়ী সর্বকনিষ্ঠ তাঁর নাম প্রথমে ঘোষণা
করতে হবে । এভাবে ধাপে ধাপে সবার শেষে বয়োজ্যেষ্ঠ যিনি অতিথি আছেন তাঁর নাম
বক্তব্য দেয়ার জন্য ঘোষণা করতে হবে ।
এবারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামুলক ও সুন্দর জীবন গঠনের জন্য
দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের আজকের অনুষ্ঠানে উপবিষ্ট অতিথি বৃন্দ ।
আমি শুরুতেই বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের
বিশেষ অতিথি… অমুক ।
অতিথিদের মধ্যে সবশেষে বক্তব্য দেবেন প্রধান অতিথি
এরপর প্রধান অতিথির বক্তব্য শুরু হবে । এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অমুক তাঁর মূল্যবান বক্তব্য রাখার
জন্য ।
See also  শেখ রাসেল দিবস ২০২৩ | শেখ রাসেল দিবসের বক্তব্য | শেখ রাসেল এর জীবন বৃত্তান্ত | sekh rasel speech
প্রধান অতিথির বক্তব্যের পর সাধারণত সভাপতি বক্তব্য রাখেন ।
সাধারণত প্রধান শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদের অধিকারী যিনি তিনি
সভাপতির দায়িত্ব পালন করেন ।
প্রধান শিক্ষকের বক্তব্যের পর বিদায়ী শিক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য রাখবেন
বিদায়ী শিক্ষার্থী… অমুক ।
বিদায়ী অগ্রজদের উদ্দেশ্যে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা কিছু উপহারের ব্যবস্থা
করেছে । আমি জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি উপহার সামগ্রীগুলো
তাঁদের হাতে পৌছে দেওয়ার জন্য ।

ছন্দে ছন্দে বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা

প্রিয় সুধী,
সকলের প্রতি অনিঃশেষ শুভ কামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিদায়ের
অনুষ্ঠান । যাবার আগে একটা কথা হৃদয়ে বারবার প্রতিধ্বনি তুলছে-
হাসি দিয়ে যদি লুকালে তোমার
সারা জীবনের বেদনা
আজো তবে শুধু হেসে যাও
আজ বিদায়ের দিনে কাঁদো না ।
অনুষ্ঠানে যে-কোনো বিষয় পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে সেটা উপস্থাপকে
মাথায় রাখতে হবে । উপস্থাপনার স্ক্রিপ্ট লিখে নিতে হবে এবং আয়োজকদের দেখাতে হবে
ঠিক আছে কিনা ।

এক নজরে উপস্থপনার স্ক্রিপ্টের মূল পয়েন্টগুলোঃ-

  • অতিথিদের নাম ঘোষণা
  • অতিথিদের মঞ্চে উঠে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ ।
  • পবিত্র কোরআন তেলওয়াত
  • অতিথিদের ফুল দিয়ে বরণ
  • বিশেষ অতিথির বক্তব্য
  • সভাপতির বক্তব্য
  • বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য
  • বিদায়ী শিক্ষার্থীদের উপহার প্রদান ।
বন্ধুরা এই হচ্ছে বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা বন্ধুরা যে কোনশিক্ষা প্রতিষ্ঠান
হতে পারে বিদ্যালয়ে হতে পারে, কলেজ হতে পার্‌ বিশ্ববিদ্যালয় হতে পারে যে কোন
শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে । তো সব ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা এই চার্ট ফলো
করে কিন্তু ঠিকঠাক ভাবে বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারবেন ।
tag…
এস এস সি বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf, এস এস সি পরীক্ষার্থীদের বিদায়
অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, এস এস সি বিদায় অনুষ্ঠানের বক্তব্য, ছাত্রদের
বিদায় অনুষ্ঠানে বক্তব্য, ছন্দে ছন্দে বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা, কলেজের
বিদায় অনুষ্ঠানের বক্তব্য, ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, স্কুলের
বিদায় অনুষ্ঠানের বক্তব্য, Ssc বিদায় অনুষ্ঠানের বক্তব্য, ছাত্রদের বিদায়
অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য, সহকর্মীর বিদায় অনুষ্ঠানের বক্তব্য, বিদায়
অনুষ্ঠানের বক্তব্য pdf, বড় ভাইদের বিদায় অনুষ্ঠানের বক্তব্য, বিদায়
অনুষ্ঠানের উপস্থাপনা, বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা, ছাত্রদের বিদায়
অনুষ্ঠানে বক্তব্য, বিদায় অনুষ্ঠানের উপস্থাপনার জন্য ছন্দ, বিদায় অনুষ্ঠানের
কবিতা, বিদায় অনুষ্ঠানের বক্তব্য pdf, বিদায় অনুষ্ঠানের বক্তব্য নমুনা, বিদায়
অনুষ্ঠানের বাণী, এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা, স্কুলের
বিদায় অনুষ্ঠানের কবিতা, বিদায় অনুষ্ঠানের বক্তব্য বাংলা,
See also  মে দিবস | আন্তর্জাতিক শ্রমিক দিবসের বক্তব্য - International Workers Day Speech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *